ফেব্রুয়ারি 2023 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স – February 2023 Monthly Current Affairs in Bengali

Rate this post

February 2023 Monthly Current Affairs in Bengali: It is very important for all WBPSC exams like WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, Food SI, etc, and also for other exams like Rail, Bank, Staff Selection Commission, IB, and LIC exams. gksolve.in provides Monthly Current Affairs in Bengali 2023 (ফেব্রুয়ারি 2023 বাংলায় মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023) for all competitive exams.

February 2023 Monthly Current Affairs Bengali: Monthly Current affairs play an important role in getting good results in various Latest West Bengal Government Jobs exams. Current Affairs carries most of the numbers in the GA section. Therefore, Monthly Current Affairs in Bengali 2023 (Daily, Weekly, Monthly Current Affairs PDF in Bengali) Will help a lot in your preparation.

Table of Contents

ফেব্রুয়ারি 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

আরও পড়ুন:

ফেব্রুয়ারি 2023 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স – February 2023 Monthly Current Affairs in Bengali

1st ফেব্রুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs In Bengali 1st February 2023 #Gksolve_Current_Affairs

1. খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস এর পঞ্চম সংস্করণের উদ্বোধন করলেন মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

2. রাজীব সিং রঘুবংশী কে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া হিসেবে সুপারিশ করলো UPSC.

3. ‘Ladli Bahna’ নামক স্কীম লঞ্চ করলেন মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

4. ভারতের প্রথম মডেল G-20 সামিটের উদ্বোধন করলেন ভারতের G-20 শেরপা অমিতাভ কান্ত।

5. ডাচ খেলোয়াড় অনিশ গিরি টাটা স্টিল মাস্টার্স 2023 খেতাব জিতলেন।

6. ইকোনমিক সার্ভে 2022-23 অনুযায়ী, ভারতের অর্থনীতি পরের বছর 6.5% বৃদ্ধি পেতে চলেছে।

7. RPF/RPSF পার্সোন্যাল কে জীবন রক্ষা পদক সম্মানে সম্মানিত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

8. Hein Schumacher কে চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে নিযুক্ত করলো Unilever.

9. 74 তম প্রজাতন্ত্র দিবস 2023 এর প্যারেডে উত্তরাখণ্ডের ট্যাবলো প্রথম পুরস্কার জিতলো।

10. ভারতীয় এয়ার ফোর্সের নতুন ভাইস চিফ হতে চলেছেন এয়ার মার্শাল এ পি সিং।

2nd ফেব্রুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – International Current Affairs 2nd February 2023 #Gksolve_Current_Affairs

1. প্রাক্তন আইন মন্ত্রী শান্তি ভূষন 97 বছর বয়সে প্রয়াত হলেন।

2. আহমেদাবাদে 30 তম ন্যাশনাল চাইল্ড সায়েন্স কংগ্রেস এর আয়োজন করা হলো।

3. ‘সমগ্র শিক্ষা অভিযান’ নামক ক্যাম্পেইন লঞ্চ করলো উত্তরপ্রদেশ সরকার।

4. দিল্লীর সরকারী স্কুল টিচারদের জন্য ‘Jeevan Vidya Shivir’ এর আয়োজন করা হলো।

5. প্রতিবছর 1 – 7 ই ফেব্রুয়ারি পর্যন্ত World Interfaith Harmony সপ্তাহ পালন করা হয়।

6. প্রথম জি-20 ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল আর্কিটেকচার ওয়ার্কিং গ্রুপ মিটিং চণ্ডীগড়ে অনুষ্ঠিত হতে চলেছে।

7. উত্তরবঙ্গে ‘Trishakri Prahar’ নামক মিলিটারি অনুশীলন সম্পন্ন করলো ভারতীয় সেনাবাহিনী।

8. শ্রীলংকার Maliban সংস্থার সাথে পার্টনারশিপ ঘোষণা করলো রিলায়েন্স।

9. ব্রিটিশ অর্থনীতিবিদ মেঘনাদ দেশাই নতুন একটি বই লিখলেন যার শিরোনাম ‘The Poverty Of Political Economy: How Economics Abandoned the Poor’.

10. প্রথমবার আয়োজিত ইন্ডিয়া স্ট্যাক ডেভেলপার কনফারেন্স নতুন দিল্লিতে অনুষ্ঠিত হলো।

3rd ফেব্রুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – New Current Affairs 3rd February 2023 #Gksolve_Current_Affairs

1. অরুণ কোহলি কে ভারতীয় শাখার প্রধান হিসেবে নিযুক্ত করলো Morgan Stanley.

2. Equatorial Guinea দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে Manuela Roka Botey কে নিযুক্ত করা হলো।

3. SIFL, SEFL এর উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে ভি রামচন্দ্র কে নিযুক্ত করলো RBI.

4. ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং কে লাইফটাইম এচিভমেন্ট সম্মানে সম্মানিত করলো ইউকে।

5. ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর কে Puma India এর ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করা হলো।

6. IIRF সূচী 2023 অনুযায়ী আইআইএম হায়দ্রাবাদ এবং আইআইএম বেঙ্গালুরু শ্রেষ্ঠ তিনে জায়গা করে নিলো।

7. প্রতি বছর 2 রা ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস দিবস পালিত হয়, এবছরের থিম – ‘It’s Time for Wetlands Restoration’.

8. বিশাখাপত্তনম কে অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী হিসেবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি।

9. মুম্বাই তে Khadi Fest – 23 এর উদ্বোধন করলেন KVIC চেয়ারম্যান মনোজ কুমার।

10. চ্যাম্পিয়ন বক্সার নিখাত জারিন কে সংস্থার ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে নিযুক্ত করলো NMDC.

4th ফেব্রুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Latest Current Affairs 2023 4th February 2023 #Gksolve_Current_Affairs

1. দিল্লিতে ন্যাশনাল কমিশন ফর ওমেন এর 31 তম প্রতিষ্ঠা দিবসের সম্ভাষণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

2. রেলওয়ে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণনাওয়ের ঘোষণা অনুযায়ী ডিসেম্বর, 2023 এর মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু হতে চলেছে।

3. ওড়িশার ভি কে পান্ডিয়ান কে FIH প্রেসিডেন্ট’স আওয়ার্ড 2023 এ সম্মানিত করা হলো।

4. গোয়া সরকার ভিশন ফর অল স্কুল Eye Health Program লঞ্চ করলো।

5. ‘Jai Jai Maharashtra Majha’ গানটি কে রাজ্য সংগীত হিসেবে ঘোষণা করলো মহারাষ্ট্র সরকার।

6. বিখ্যাত তেলেগু চলচ্চিত্র নির্মাতা পদ্মশ্রী কে বিশ্বনাথ 92 বছর বয়সে প্রয়াত হলেন।

7. 2025 মাদ্রিদ আন্তর্জাতিক বই মেলার থিম দেশ হতে চলেছে ভারত।

8. গুজরাট মেরিটাইম ক্লাস্টারের প্রথম চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) হিসেবে মাধবেন্দ্র সিং কে নিযুক্ত করা হলো।

9. ভোপালের ইসলাম নগর গ্রামের নাম পরিবর্তন করে জগদীশপুর রাখলো মধ্যপ্রদেশ সরকার।

10. আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্সে (ISA) নতুন দেশ হিসেবে যোগদান করলো কংগো।

5th ফেব্রুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – World Current Affairs 5th February 2023 #Gksolve_Current_Affairs

1. পাম অয়েল চাষের জন্য Patanjali Foods এর সাথে নাগাল্যান্ড সরকার চুক্তি স্বাক্ষর করলো।

2. নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স (NIA) ‘Pay As You Drive’ নামক ভেহিকেল ইন্সুরেন্স পলিসি লঞ্চ করলো।

3. আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স স্টার্টআপ Anthropic এ $ 300 মিলিয়ন অর্থ বিনিয়োগ করলো গুগল।

4. জি-20 সাইবার সিকিউরিটি এক্সসারসাইজ এন্ড ড্রিলের উদ্বোধন করলেন MeitY সেক্রেটারি অলকেশ কুমার শর্মা।

5. ফুটবলের 2027 এশিয়ান কাপ হোস্ট করতে চলেছে সৌদি আরব।

6. প্রতি বছর 4 ই ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস পালিত হয়, এবছরের থিম – ‘Close The Care Gap’.

7. বিখ্যাত লেখক কে ভি তিরুমালেশ 82 বছর বয়সে প্রয়াত হলেন।

8. মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলজি, NABARD এবং CSC ই-গভারন্যান্স সার্ভিসেস এর সাথে চুক্তি স্বাক্ষর করলো মিনিস্ট্রি অফ কো-অপারেশন।

9. ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করলো মিনিস্ট্রি অফ হাউসিং এন্ড আরবান আফফায়ার্স (MoHUA).

10. দিল্লি কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটস Whatsapp chatbot ‘Bal Mitra’ লঞ্চ করলো।

6th ফেব্রুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Best Current Affairs 6th February 2023 #Gksolve_Current_Affairs

1. পাকিস্তানের প্রাক্তন জেনারেল ও রাষ্ট্রপতি পারভেজ মুশারেফ 79 বছর বয়সে প্রয়াত হলেন।

2. পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডি ভিজিট ইন্ডিয়া ইয়ার 2023 ইনিশিয়েটিভ লঞ্চ করলেন।

3. অ্যাডভান্স ক্লাইমেট সায়েন্স জানতে AI ফাউন্ডেশন মডেল তৈরির জন্য NASA এবং IBM জোটবদ্ধ হলো।

4. 36 তম Surajkund Crafts মেলা হরিয়ানার ফরিদাবাদে শুরু হলো।

5. সংরক্ষনের জন্য গোয়া তে ‘Save Wetlands Campaign’ লঞ্চ করলেন পরিবেশমন্ত্রী ভুপেন্দর যাদব।

6. Carbon Capture Utilization and Storage’ এর উপর সেমিনার হোস্ট করতে চলেছে NTPC.

7. তৃতীয় খেলো ইন্ডিয়া শীতকালীন গেমের জন্য তুষার চিতা নামক ম্যাস্কট লঞ্চ করলেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।

8. জম্মু-কাশ্মীরের লিউটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা SARAS Aajeevika মেলা 2023 এর উদ্বোধন করলেন।

9. পরবর্তী দুই বছরে গ্রীন হাইড্রোজেন হাব স্থাপন করতে চলেছে কেরল।

10. প্রখ্যাত গায়িকা Vani Jayaram 78 বছর বয়সে প্রয়াত হলেন।

7th ফেব্রুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Speedy Current Affairs 2023 7th February #Gksolve_Current_Affairs

1. দেওঘরে ভারতের পঞ্চম ন্যানো ইউরিয়া প্লান্টের শিলান্যাস করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

2. ন্যাশনাল আইস হকি চ্যাম্পিয়নশিপে, এই নিয়ে টানা তিনবার ট্রফি জিতলো ITBP.

3. ‘Mathrubhumi Book of The Year’ আওয়ার্ড পেলেন লেখক Dr. Peggy Mohan.

4. ভারতীয় রেলওয়ে হোয়াটসঅ্যাপ ফুড ডেলিভারি ফেসিলিটি ‘Zoop’ লঞ্চ করলো।

5. ট্রেনিং প্রোগ্রামের জন্য HDFC ব্যাংক এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (NIIT) জোটবদ্ধ হলো।

6. ভারত, ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরশাহী ফরম্যাল ট্রাইল্যাটারাল কো-অপারেশন ইনিশিয়েটিভ গড়ে তোলার ঘোষণা করলো।

7. পেমেন্টের জন্য ডিজিটাল কারেন্সি গ্রহণ করতে চলেছে রিলায়েন্স রিটেইল।

8. ‘Divine Tides’ অ্যালবামের জন্য Ricky Kej গ্রামী আওয়ার্ড 2023 জিতলো।

9. ডোপ টেস্টে ফেল করার জন্য 21 মাসের জন্য ব্যান করা হলো জিমন্যাস্টিক স্টার দীপা কর্মকার কে।

10. প্রথমবার আয়োজিত ন্যাশনাল Beach Soccer চ্যাম্পিয়নশিপ জিতলো কেরল।

8th ফেব্রুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Todays Current Affairs In English 8th February 2023 #Gksolve_Current_Affairs

1. অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক Aaron Finch আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন।

2. প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মন্টি দেশাই কে প্রধান কোচ হিসেবে নিযুক্ত করলো নেপাল ক্রিকেট এসোসিয়েশন।

3. ইকোনমিক অ্যাসিস্ট্যান্স স্কীমের অধীনে শ্রীলংকা কে 50 টি বাস প্রদান করলো ভারত।

4. প্রথম সিভিক শাখা হিসেবে গ্রীন বন্ড লঞ্চ করলো ইন্দোর মিউনিসিপ্যাল কর্পোরেশন।

5. Pradhan Mantri Kisan Urja Suraksha evam Utthaan Mahabhiyan (PM-KUSUM) স্কীমের সময়সীমা 2026 পর্যন্ত বাড়ালো কেন্দ্রীয় সরকার।

6. Harvard Law Review এর প্রেসিডেন্ট পদে ভারতীয়-আমেরিকান অপ্সরা আইয়ার কে নিযুক্ত করা হলো।

7. কুস্তিবিদ ভিনেশ ফোগাত এবং সাক্ষী মালিক কে BBC ISWOTY আওয়ার্ড এর জন্য মনোনীত করা হলো।

8. দক্ষিণ-পূর্ব তুর্কিতে 7.8 তীব্রতার ভূমিকম্প অনুভূত হলো।

9. Raul Rebello কে ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে নিযুক্ত করলো মাহিন্দ্রা ফাইন্যান্স।

10. আইআইটি মাদ্রাসের সাথে যৌথভাবে অ্যাস্ট্রোনট ট্রেনিং মডিউল তৈরি করতে চলেছে ISRO.

9th ফেব্রুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Gksolve Daily Current Affairs 9th February 2023 #Gksolve_Current_Affairs

1. গ্লোবাল মিল্ক প্রোডাকশন 2021-22 এ ভারত বিশ্বে শীর্ষস্থান অধিকার করলো।

2. রিলায়েন্স জিও এবং GSMA ভারতে ডিজিটাল স্কিল প্রোগ্রামের সূচনা করলো।

3. 25 বেসিস পয়েন্ট বাড়িয়ে রেপো রেট 6.5% নির্ধারণ করলো ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI).

4. PhonePe সম্প্রতি ক্রস-বর্ডার পেমেন্ট সার্ভিস লঞ্চ করলো।

5. FORTUNE ম্যাগাজিনের বিশ্বের Most Admired কোম্পানি তালিকায় জায়গা পেলো TCS.

6. জে কে রাউলিং এর ‘Fantastic Beasts: The Secrets Of Dumbledore’ এবং রাস্কিন বন্ডের ‘How To Live Your Life’ গোল্ডেন বুক আওয়ার্ড 2023 জিতলো।

7. সুপ্রিম কোর্টের বিচারপতি পদে পঙ্কজ মিথাল, সঞ্জয় ক্যারোল, পি ভি সঞ্জয় কুমার, আশানুদ্দিন আমানুল্লাহ এবং মনোজ মিশ্র কে নিযুক্ত করা হলো।

8. ডিজিটাল ফরেনসিক ল্যাবরেটরি স্থাপনের জন্য ডিরেক্টরেট জেনারেল অফ জিএসটি ইন্টেলিজেন্স (DGGI) এবং ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটি (NFSU) চুক্তি স্বাক্ষর করলো।

9. 13 বছর বয়সী ভারতীয়-আমেরিকান কিশোরী Natasha Perianayagam ‘world’s brightest’ স্টুডেন্ট এর খেতাব জিতলো।

10. এনার্জি এফিসিয়েন্সি অ্যাডপশন প্রমোট করার জন্য ভারত, ইন্দোনেশিয়া-মালয়েশিয়া-থাইল্যান্ড গ্রোথ ট্রাঙ্গেল জয়েন্ট বিজনেস কাউন্সিলের সাথে চুক্তি স্বাক্ষর করলো।

10th ফেব্রুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – 10 Current Affairs 10th February 2023 #Gksolve_Current_Affairs

1. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে বিশ্বের প্রথম লিভিং হেরিটেজ ইউনিভার্সিটি ঘোষণা করতে চলেছে UNESCO.

2. ভূমিকম্প বিধ্বস্ত তুর্কি, সিরিয়াকে সাহায্য করতে ভারত ‘Operation Dost’ লঞ্চ করলো।

3. UPI এর উপর ক্রেডিট কার্ড সাপোর্ট করা ভারতের প্রথম অ্যাপটি হলো MobiKwik.

4. 41 টি মডুলার ব্রিজ তৈরির জন্য L&T এর সাথে প্রতিরক্ষা মন্ত্রক চুক্তি স্বাক্ষর করলো।

5. সফদরজং হাসপাতালে ডিপার্টমেন্ট অফ ইন্টিগ্রেটিভ মেডিসিনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. মানসুখ মান্ডভিয়া।

6. জম্মু-কাশ্মীরের গুলমার্গে ভারতের প্রথম Glass Igloo রেস্টুরেন্ট খোলা হলো।

7. MRF এর চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টর K.M. Mammen কে ATMA লাইফটাইম এচিভমেন্ট আওয়ার্ড এ সম্মানিত করা হলো।

8. ISRO এবং NASA -র যৌথভাবে তৈরি ‘NISAR’ স্যাটেলাইট ভারত থেকে সেপ্টেম্বরে লঞ্চ করা হবে।

9. ওয়ার্ল্ড হ্যাপিনেস ইনডেক্স 2023 অনুযায়ী ভারত 136 তম স্থান অধিকার করল, শীর্ষে ফিনল্যান্ড।

10. ভারতের প্রথম ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম ফর ড্রোন লঞ্চ করলো Skye Air.

11th ফেব্রুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – SSC Current Affairs 11th February 2023 #Gksolve_Current_Affairs

1. ISRO -র নতুন রকেট SSLV-D2 শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে লঞ্চ করা হলো।

2. ভারতীয় গলফার অদিতি অশোক কেনিয়া লেডিস ওপেন 2023 খেতাব জিতলেন।

3. লাখনৌ তে গ্লোবাল ইনভেস্টর সামিট 2023 এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

4. বিখ্যাত শিল্পী B.K.S. Verma সম্প্রতি প্রয়াত হলেন।

5. ‘Women as Foundation of Value-based Society’ এর উপর ন্যাশনাল কনভেনশন লঞ্চ করতে চলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

6. ড্রাগমেকার Pfizer Ltd মীনাক্ষী নেভাটিয়া কে অ্যাডিশনাল ডিরেক্টর এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত করলো।

7. গ্লোবাল কোয়ালিটি ইনফ্রাস্ট্রাকচার ইনডেক্স 2021 অনুযায়ী কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়ার অধীনস্থ ভারতের national accreditation system পঞ্চম স্থান অধিকার করলো।

8. সাইবার সিকিউরিটি ইম্প্রুভ করতে কোয়াড নেশন্স পাবলিক ক্যাম্পেইন শুরু করলো।

9. ইন্ডিয়া Semiconductor R&D কে বুস্ট করতে স্যামসাং সেমিকন্ডাক্টর ইন্ডিয়া রিসার্চ এবং IISC জোটবদ্ধ হলো।

10. দ্রুততম ভারতীয় হিসেবে টেস্ট ক্রিকেটে 450 টি উইকেট অর্জন করলেন রবিচন্দ্রন অশ্বিন।

12th ফেব্রুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – General Knowledge Current Affairs 12th February 2023 #Gksolve_Current_Affairs

1. উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক Hello Ujjivan- India’s first voice, visual, vernacular ব্যাংকিং অ্যাপ লঞ্চ করলো।

2. ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2023 দুবাই তে শুরু হতে চলেছে, এটির থিম – ‘Shaping Future Governments’.

3. পুনেতে টেনিস সেন্টারের উদ্বোধন করলেন PBI প্রেসিডেন্ট Rene Zondag.

4. গুরুগ্রামে তৃতীয় স্পেশ্যালাইজড স্টার্টআপ ব্রাঞ্চ খুললো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI).

5. দিল্লীতে ‘Himachal Niketan’ এর শিলান্যাস করলেন হিমাচল প্রদেশ মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু।

6. উত্তর প্রদেশ সরকার ফ্যামিলি আইডি – ওয়ান ফ্যামিলি ওয়ান আইডেন্টিটি পোর্টাল লঞ্চ করলো।

7. ভারতে প্রথমবার জম্মু-কাশ্মীরে 5.9 মিলিয়ন টনের লিথিয়াম রিজার্ভ এর সন্ধান পাওয়া গেলো।

8. বিখ্যাত আমেরিকান পপ মিউজিশিয়ান Burt Bacharach 94 বছর বয়সে প্রয়াত হলেন।

9. মুম্বাইতে আরাবিক একাডেমির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

10. G20 ক্যাম্পেইনের জন্য MeitY এর সাথে জোটবদ্ধ হয়ে Meta #DigitalSuraksha ক্যাম্পেইন লঞ্চ করলো।

13th ফেব্রুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs 2023 In Bengali 13th February #Gksolve_Current_Affairs

1. কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষণাও ‘ডিজিটাল পেমেন্ট উৎসব’ লঞ্চ করলেন।

2. সাংবাদিক এ বি কে প্রসাদ কে রাজা রামমোহন রায় ন্যাশনাল আওয়ার্ড 2023 এ সম্মানিত করা হলো।

3. গত 10 ই ফেব্রুয়ারি World Pulses Day পালিত হলো, এবছরের থিম – Pulses for a Sustainable Future.

4. আইসিসি টি-20 মহিলা বিশ্বকাপ 2023 সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় শুরু হলো।

5. এই নিয়ে পরপর ছয় বছর ‘ATD Best Awards 2023’ জিতলো NTPC লিমিটেড।

6. বিখ্যাত লেখক সালমান রুশদির নতুন উপন্যাস প্রকাশিত হলো যার শিরোনাম ‘Victory City’.

7. তিনমাসের মধ্যে ডিজিটাল কম্পিটিশন অ্যাক্ট ড্রাফট করতে 16 সদস্যের একটি প্যানেল স্থাপন করা হলো, যার নেতৃত্ব দেবেন মনোজ গোভিল।

8. নতুন দিল্লিতে যুব সঙ্গম রেজিস্ট্রেশন পোর্টাল লঞ্চ করা হলো।

9. বলিউড অভিনেতা ও কমেডিয়ান বীর দাস কে UnCrave সংস্থার আম্বাসাডর পদে নিযুক্ত করা হলো।

10. কানাড়া ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে কে সত্যনারায়ন রাজু কে নিযুক্ত করা হলো।

14th ফেব্রুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Bengali Current Affairs 2023 14th February #Gksolve_Current_Affairs

1. প্রতিবছর 13 ই ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস পালিত হয়, এবছরের থিম – ‘Radio and Peace’, এছাড়া প্রতিবছর ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সোমবার (এবছর 13 ই ফেব্রুয়ারি) আন্তর্জাতিক এপিলেপ্সি দিবস পালিত হয়।

2. রিভার সিটিজ এলায়েন্স ‘DHARA’ এর সদস্যদের বার্ষিক মিটিং পুনেতে অনুষ্ঠিত হতে চলেছে।

3. কটকে দ্বিতীয় ইন্ডিয়ান রাইস কংগ্রেস এর উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

4. ব্যাঙ্গালুরু তে Aero India 2023 এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

5. এস আব্দুল নাজির, গুলাব চন্দ্র কাটারিয়া এবং শিব প্রতাপ শুক্লা কে অন্ধ্রপ্রদেশ, আসাম এবং হিমাচল প্রদেশের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হলো যথাক্রমে।

6. কমিউনিকেশন মন্ত্রী অশ্বিনী বৈষণাও ন্যাশনাল ফিলেটালিক এক্সিহিবিশন AMRITPEX 2023 এর উদ্বোধন করলেন।

7. ফিজিতে 12 তম বিশ্ব হিন্দি কনফারেন্সের উদ্বোধন করলেন এক্সটার্নাল আফফায়ার্স মন্ত্রী এস জয়শঙ্কর।

8. ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার কে শক্তিশালী করতে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ‘MAHABANK NAKSHATRA’ নামক নিজস্ব প্রাইভেট ক্লাউড প্লাটফর্ম লঞ্চ করলো।

9. হরিয়ানা পুলিশ সম্মানীয় প্রেসিডেন্ট’স কালার আওয়ার্ড সম্মান পেতে চলেছে।

10. আল হিলাল কে হারিয়ে এই নিয়ে পঞ্চমবার ক্লাব বিশ্ব কাপ জিতলো রিয়াল মাদ্রিদ।

15th ফেব্রুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs In Bengali Language 2023 15th February #Gksolve_Current_Affairs

1. পঞ্চম খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস 2022 এ 161 টি মেডেল সহ মেডেল তালিকার শীর্ষস্থান অধিকার করলো মহারাষ্ট্র।

2. নিউজিল্যান্ডের অকল্যান্ডে সম্প্রতি সাইক্লোন Gabrielle আছড়ে পড়লো।

3. ভারতীয় রিজার্ভ ব্যাংকের ‘Financial Literacy Week’ পালিত হবে 13 থেকে 17 ই ফেব্রুয়ারি পর্যন্ত, এবছরের থিম – ‘Good Financial Behaviour – Your Saviour’.

4. জেনারেল ইন্সুরেন্স বিজনেসে প্রটেকশন গ্যাপ সম্পর্কিত বীমা সুগম পোর্টাল স্থাপন করতে চলেছে কেন্দ্রীয় সরকার।

5. মহিলা প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণের অকশনে Most Expensive Player এর তকমা পেলো স্মৃতি মন্দনা।

6. ভারতের প্রথম AC দ্বিতল ইলেকট্রিক বাসের শুভ সূচনা করা হলো মুম্বাই তে।

7. বাংলাদেশের 22 তম রাষ্ট্রপতি হিসেবে মহম্মদ শাহাবুদ্দিন কে নির্বাচিত করা হলো।

8. কাউন্সিল অফ দি ইনস্টিটিউট অফ চার্টার্ড একাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (ICAI) এর নতুন সভাপতি হলেন Sunil Talati.

9. Appasaheb Dharmadhikari কে মহারাষ্ট্র ভূষণ সম্মানে সম্মানিত করা হলো।

10. সাইপ্রাসের নব নির্বাচিত রাষ্ট্রপতি হলেন Nikos Christodoulides.

16th ফেব্রুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs Bengali 2023 16th February #Gksolve_Current_Affairs

1. বেআইনি মাইনিং রুখতে ‘Khanan Prahari’ নামক মোবাইল অ্যাপ লঞ্চ করলো কয়লা মন্ত্রক।

2. $ 34 বিলিয়ন অর্থের বিনিময়ে 220 টি Boeing প্লেন কিনতে চলেছে এয়ার ইন্ডিয়া।

3. দ্বিতীয় গ্লোবাল হ্যাকাথন ‘HARBINGER 2023’ এর ঘোষণা করলো ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI), এটির থিম – ‘Inclusive Digital Services’.

4. থিয়েটার এবং চলচ্চিত্র অভিনেতা Javed Khan Amrohi 70 বছর বয়সে প্রয়াত হলেন।

5. প্রতিবছর 15 ই ফেব্রুয়ারি International Childhood Cancer Day পালিত হয়, ক্যাম্পেইন থিম – ‘Better Survival’.

6. ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম (NCSM) রাজস্থানের কোটা তে দি সায়েন্স সেন্টার এন্ড প্লানেটোরিয়াম স্থাপন করতে চলেছে।

7. ইজিপ্টের রাষ্ট্রপতির দ্বারা আইআইটি ইন্দোরের ছাত্র-ছাত্রীদের Global Best M-GOV আওয়ার্ডে সম্মানিত করা হলো।

8. ব্যাংকিং অপারেশনের উপর BNP Paribas এর সাথে চুক্তি স্বাক্ষর করলো ICICI ব্যাংক।

9. প্রাক্তন জার্মান কাউন্সিলর Angela Merkel কে UNEECO শান্তি পুরস্কারে সম্মানিত করা হলো।

10. আইসিসি প্লেয়ার অফ দি মান্থ ফর জানুয়ারি 2023 হলেন শুভমান গিল (পুরুষ দল) এবং Grace Scrivens (মহিলা দল)।

17th ফেব্রুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Bengali Daily Current Affairs 17th February 2023 #Gksolve_Current_Affairs

1. নতুন দিল্লীর মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে ন্যাশনাল আদি মহোৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

2. সম্প্রতি বিশ্ব ব্যাংকের প্রধান ডেভিড মালপাস পদত্যাগ করলেন।

3. সুইস এয়ার ট্রাকিং ইনডেক্স IQAir অনুযায়ী ভারতের সবথেকে দূষিত শহরের তকমা পেলো মুম্বাই, বিশ্বে এটি দ্বিতীয় সবথেকে দূষিত শহর।

4. উত্তরপ্রদেশে IFFCO Nano Urea Liquid প্লান্টের উদ্বোধন করলেন কেন্দ্রীয় ফার্টিলাইজার মন্ত্রী মানসুখ মান্ডভিয়া।

5. ড্রোন স্টার্টআপ Garuda Aerospace সৌর-শক্তি চালিত ড্রোন ‘SURAJ’ লঞ্চ করলো।

6. প্রতিরক্ষা মন্ত্রক রাজনাথ সিং ‘iDEX Investor Hub’ লঞ্চ করলেন।

7. লেখক সুভাষ চন্দ্রণ এর লেখা উপন্যাস ‘Samudrashila’ কেরলের Akbar Kakkattil আওয়ার্ড জিতলো।

8. প্রখ্যাত চিত্রশিল্পী Lalitha Lajmi 90 বছর বয়সে প্রয়াত হলেন।

9. Digidhan আওয়ার্ড 2021-22 এর অধীনে কর্ণাটক ব্যাংক Prathista Puraskar জিতলো।

10. দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আওয়ার্ড 2023 এ Kantara চলচ্চিত্রের অভিনেতা ও ডিরেক্টর রিশব শেট্টি Most Promising Actor আওয়ার্ড জিতলেন।

18th ফেব্রুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – WBCS Current Affairs In Bengali 18th February 2023 #Gksolve_Current_Affairs

1. প্রতিবছর 17 ই ফেব্রুয়ারি Global Tourism Resilience দিবস পালন করা হয়।

2. Youtube এর পরবর্তী চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) হতে চলেছেন ভারতীয়-আমেরিকান Neal Mohan.

3. রাজস্থানে Jal Jan Abhiyan এর ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

4. ভারত ও জাপানের যৌথ ট্রেনিং অনুশীলন ‘Dharma Guardian’ 2023 এর চতুর্থ সংস্করণ শুরু হলো।

5. ডিপ্লোম্যাটিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য Visa exemption এর উপর ফিজির সাথে চুক্তি স্বাক্ষর করলো ভারত।

6. ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, ক্লাইমেট অ্যাকশন, ক্লিন এনার্জির উপর সহযোগিতা করতে ভারত ও স্পেন সম্মত হলো।

7. ডিস্যাবিলিটি সেক্টরে পারস্পরিক সহযোগিতার উপর ভারত-দক্ষিণ আফ্রিকার চুক্তির মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ।

8. UNDP এর ‘Don’t Choose Extinction’ ক্লাইমেট ক্যাম্পেইন দুটি Anthem আওয়ার্ড জিতলো।

9. ইউনিক আইডেন্টিটিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) নতুন AI চ্যাটবট আধার মিত্র লঞ্চ করলো।

10. ভারতীয় সেনাবাহিনীর নতুন ভাইস-চিফ হতে চলেছেন লিউটেন্যান্ট জেনারেল এমভি সুচিন্দ্র কুমার।

19th ফেব্রুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs Today Bangla 19th February 2023 #Gksolve_Current_Affairs

1. বিশ্বের প্রথম ক্লাউড-বিল্ট ডেমোনস্ট্রেশন স্যাটেলাইট JANUS-1 সফলভাবে লঞ্চ করা হলো।

2. বলিউড অভিনেতা Shahnawaz Pradhan সম্প্রতি প্রয়াত হলেন।

3. ইউরোপে প্রথমবার ‘Menstrual Leave’ প্রদানকারী আইন পাশ করলো স্প্যানিশ সরকার।

4. প্রতিবছর 18 ই ফেব্রুয়ারি World Pangolin Day পালিত হয়।

5. শ্রেষ্ঠ জেলা পঞ্চায়েতের জন্য কোল্লাম জেলা স্বরাজ ট্রফি 2021-22 জিতলো।

6. সীমান্তবর্তী গ্রামগুলির উন্নতির জন্য 4800 কোটি টাকা অর্থের ‘Vibrant Villages Programme’ এর অনুমোদন দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ।

7. অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE), ব্যুরো অফ পুলিশ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (BPRD) এবং ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার ন্যাশনাল হ্যাকাথন ‘KAVACH-2023’ লঞ্চ করলো।

8. সেন্ট্রাল ওয়াটার কমিশন এবং আইআইটি রুরকি ইন্টারন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স ফর ড্যামস গড়ে তুলতে চলেছে।

9. জাগুয়ার ল্যান্ড রোভার ইন্ডিয়া এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে রজন আম্বা কে নিযুক্ত করা হলো।

10. BCCI এর চিফ সিলেক্টর চেতন শর্মা নিজের পদ থেকে পদত্যাগ করলেন।

20th ফেব্রুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs In Bengali Language 20th February 2023 #Gksolve_Current_Affairs

1. ভারতীয় ফুটবল লিজেন্ড তুলসিদাস বলরাম 86 বছর বয়সে প্রয়াত হলেন।

2. ভারতের প্রথম Frozen-Lake ম্যারাথন লাদাখের Pangong Tso হ্রদে অনুষ্ঠিত হতে চলেছে।

3. ইন্ডিয়ান ওভারসিস ব্যাংক ইলেকট্রনিক ব্যাংক গ্যারান্টি স্কীম লঞ্চ করলো।

4. ফিজিতে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির উন্মোচন করলেন এক্সটার্নাল আফফায়ার্স মন্ত্রী এস জয়শঙ্কর।

5. ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG) এবং ইউএস স্পেশ্যাল অপারেশনাল ফোর্সেস এর যৌথ কাউন্টার-টেরোরিজম অনুশীলন Tarkash চেন্নাইতে সম্পন্ন হলো।

6. প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী কে কে শাইলাজা কে 32 তম Ramashramam Unneerikkutty আওয়ার্ড এর জন্য নির্বাচিত করা হলো।

7. RCap অ্যাডভাইজারি কমিটির সদস্য হিসেবে V S Khichi কে নিযুক্ত করলো RBI.

8. OECD এর Services Trade Restrictiveness সূচীতে ভারত 47 তম স্থান অধিকার করলো।

9. রোটারি ক্লাবের লাইফটাইম এচিভমেন্ট আওয়ার্ড জিতলেন রমেশ কৃষ্ণান।

10. MRSAM এয়ার ডিফেন্স সিস্টেমের সর্বদা সাহায্য প্রদান ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং ইজরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ জয়েন্ট ভেঞ্চার গড়ে তুলতে চলেছে।

21st ফেব্রুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Descriptive Current Affairs In Bengali 21st February 2023 #Gksolve_Current_Affairs

1. বিশ্বের ষষ্ঠ খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 25,000 রান সম্পূর্ণ করলেন ভারতের বিরাট কোহলি।

2. গত 19 শে ফেব্রুয়ারি Soil Health Card দিবস পালন করা হলো।

3. অর্থমন্ত্রী নির্মলা সিতারামনের নেতৃত্বে 49 তম GST কাউন্সিলের মিটিং নতুন দিল্লীতে অনুষ্ঠিত হলো।

4. শিশু অধিকারের ন্যাশনাল আম্বাসাডর হিসেবে বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা কে নিযুক্ত করলো UNICEF ইন্ডিয়া।

5. খালিস্তান টাইগার ফোর্স এবং জম্মু এন্ড কাশ্মীর গজনাভি ফোর্স কে সন্ত্রাসবাদী সংস্থা হিসেবে ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।

6. ভারত ও উজবেকিস্তানের যৌথ মিলিটারি অনুশীলন ‘Dustlik’ এর চতুর্থ সংস্করণ উত্তরাখণ্ডে শুরু হলো।

7. ভারতীয় বংশোদ্ভূত কার্তিক সুব্রামনিয়াম ন্যাশনাল জিওগ্রাফিকের ‘Pictures of the year’ জিতলো।

8. 62 তম সেশনে সভাপতিত্ব করার জন্য Ruchira Kamboj কে নির্বাচিত করলো UN সোশ্যাল ডেভেলপমেন্ট কমিশন।

9. প্রথমবার রাজ্য স্তরের ‘Shrimp Mela’ এর আয়োজন করলো পাঞ্জাব সরকার।

10. আগ্রা ফোর্টে ছত্রপতি শিবাজী জয়ন্তী 2023 আয়োজিত হতে চলেছে।

22nd ফেব্রুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Gk Current Affairs 2023 In Bengali 22nd February #Gksolve_Current_Affairs

1. 49 তম খাজুরাহ নৃত্য উৎসব মধ্যপ্রদেশে আয়োজিত হলো।

2. উত্তর ভারতের প্রথম নিউক্লিয়ার শক্তি কেন্দ্র হরিয়ানা তে স্থাপিত হতে চলেছে।

3. দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম উৎসব আওয়ার্ড 2023 এ বেস্ট ফিল্ম – The Kashmir Files, ফিল্ম অফ দি ইয়ার – RRR, সেরা অভিনেতা – রণবীর কাপুর, সেরা অভিনেত্রী – আলিয়া ভাট, সেরা ডিরেক্টর – আর বাল্কি।

4. প্রাক্তন আইএএস BVR Subrahmanyam কে নীতি আয়োগের চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) হিসেবে নিযুক্ত করা হলো।

5. নতুন দিল্লীতে কাউন্টার টেরোরিজমের উপর ভারত ও ইজিপ্টের মধ্যে তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ মিটিং অনুষ্ঠিত হলো।

6. রিয়াধে সৌদি আরবের পরবর্তী মেগা প্রজেক্ট হতে চলেছে মুকাব ইন্দোর সুপার-সিটি।

7. প্রতিবছর 21 শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়, এবছরের থিম – ‘Multilingual education – a necessity to transform education’.

8. 76 তম BAFTA আওয়ার্ড 2023 এ সেরা সিনেমা – All Quiet on the Western Front, সেরা অভিনেতা – Austin Butler, সেরা অভিনেত্রী – Cate Blanchett, সেরা ডিরেক্টর – Edward Berger.

9. মাউন্ট এভারেস্টের উপর বিশ্বের উচ্চতম ওয়েদার স্টেশন পুনঃনির্মাণ করা হলো।

10. ইন্ডিয়ান টেলিফোন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (ITI Ltd) চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে রাজেশ রাই কে নিযুক্ত করা হলো।

23rd ফেব্রুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Most Important Current Affairs 23rd February 2023 #Gksolve_Current_Affairs

1. প্রতি বছর 22 শে ফেব্রুয়ারি World Thinking Day পালিত হয়, এবছরের থিম – ‘Our World, Our Peaceful Future’, এছাড়া এই দিনটি World Scout Day হিসেবে পালিত হলো।

2. রিলায়েন্স ক্যাপিটালের উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে বিক্রমাদিত্য সিং খিচি কে নিযুক্ত করলো RBI.

3. বিখ্যাত মালয়ালাম সঞ্চালক ও অভিনেত্রী সুবি সুরেশ 41 বছর বয়সে প্রয়াত হলেন।

4. UAE এবং ভারত যৌথভাবে UAE চ্যাপ্টার অফ দি বিজনেস কাউন্সিল লঞ্চ করলো।

5. বৃহত্তম একক ইলেকট্রিক্যাল এক্সিহিবিশন ELECRAMA 2023 এর 15 তম সংস্করণের উদ্বোধন করলেন শক্তি মন্ত্রী আর কে সিং।

6. 18 তম ওয়ার্ল্ড সিকিউরিটি কংগ্রেস জয়পুরে শুরু হলো, এবছরের থিম – ‘Railway Security Strategy: Responses and Vision for Future’.

7. পশ্চিম ও মধ্য জোনের জন্য প্রথমবার আয়োজিত PMGati Shakti ওয়ার্কশপ গোয়া তে অনুষ্ঠিত হলো।

8. জম্মুতে 33 তম পুলিশ-পাবলিক মেলার আয়োজন করলো লিউটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।

9. 2027 সাল পর্যন্ত ওমেন’স প্রিমিয়ার লীগের টাইটেল স্পন্সরশিপ রাইট পেলো টাটা গ্রুপ।

10. কবি V Madhusoodanan Nair সম্প্রতি Jnanappana আওয়ার্ড 2023 জিতলেন।

24th ফেব্রুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Important Current Affairs 24th February 2023 #Gksolve_Current_Affairs

1. তামিলনাড়ুর পাটটিপুলাম গ্রাম থেকে ভারতের প্রথম হাইব্রিড সাউন্ডিং রকেট সফলভাবে লঞ্চ করা হলো।

2. ফিউচার রেডি অপারেশন সাপোর্ট গড়ে তুলতে TCS কে ট্রান্সফর্মেশন পার্টনার হিসেবে বেছে নিলো Telefonica Germany.

3. ফুড প্রসেসিং মন্ত্রী পশুপতি কুমার পরশ দুবাই তে India Pavillion Gulfood 2023 এর উদ্বোধন করলেন।

4. জে পি নাড্ডা নতুন একটি বই লঞ্চ করলেন যার শিরোনাম ‘Modi: Shaping a Global order in flux’.

5. ঢাকাতে ড. মহেন্দ্র কুমার মিশ্র কে আন্তর্জাতিক মাতৃভাষা আওয়ার্ড এ সম্মানিত করা হলো।

6. ক্যানসার পরিচর্যার জন্য ইউনিভার্সিটি অফ অকল্যান্ড এবং টাটা মেমোরিয়াল হসপিটাল চুক্তি স্বাক্ষর করলো।

7. বাংলা কে হারিয়ে দ্বিতীয়বার রঞ্জি ট্রফি 2022-23 জিতলো সৌরাষ্ট্র।

8. ভারতের প্রথম দেশীয় পদ্ধতিতে তৈরি ট্রেন কন্ট্রোল এবং সুপারভিশন সিস্টেম লঞ্চ করলো দিল্লী মেট্রো।

9. কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষণাও সেমিকনইন্ডিয়া কনফারেন্স অফ ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সাপ্লাই চেইন ইকোসিস্টেম এর উদ্বোধন করলেন।

10. অক্সফোর্ড ইউনিভার্সিটি Hospitals NHS Trust এর চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) হিসেবে মেঘনা পন্ডিত কে নিযুক্ত করা হলো।

25th ফেব্রুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Ibpsguide Daily Current Affairs 25th February 2023 #Gksolve_Current_Affairs

1. স্প্যানিশ খেলোয়াড় Carlos Alcaraz আর্জেন্টিনা ওপেন খেতাব 2023 জিতলেন।

2. ডেভিড মালপাসের পরিবর্তে বিশ্ব ব্যাংকের প্রধান হিসেবে প্রাক্তন মাস্টারকার্ড CEO অজয় বাঙ্গা কে মনোনীত করলো US রাষ্ট্রপতি জো বিডেন।

3. প্রতিবছর 24 শে ফেব্রুয়ারি সেন্ট্রাল এক্সসাইজ দিবস পালিত হয়।

4. ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE), SEBI এর কাছ থেকে সোশ্যাল স্টক এক্সচেঞ্জ লঞ্চ করার মান্যতা পেলো।

5. স্পেনের সার্জিও রামোস আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করলেন।

6. ISSF ওয়ার্ল্ড কাপ 2023 এ 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে গোল্ড মেডেল জিতলেন Rudrankksh Patil.

7. শাস্ত্রীয় নৃত্য শিল্পী Kanak Rele 85 বছর বয়সে সম্প্রতি প্রয়াত হলেন।

8. ভারত সরকারের ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স প্লাটফর্মে যুক্ত হতে চলেছে ই-কমার্স জায়ান্ট আমাজন।

9. ভারত-গাল্ফ রিজিয়নের মধ্যে ক্রস-বর্ডার পেমেন্ট বৃদ্ধির জন্য HDFC ব্যাংক এবং Lulu Exchange চুক্তি স্বাক্ষর করলো।

10. JSW চেয়ারম্যান Sajjan Jindal ‘Entrepreneur of the Year 2022’ খেতাব জিতলেন।

26th ফেব্রুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Gk And Current Affairs 26th February 2023 #Gksolve_Current_Affairs

1. যমুনত্রী ধামে রোপওয়ে নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষর করলো উত্তরাখন্ড সরকার।

2. হলিউড ক্রিটিক্স এসোসিয়েশন ফিল্ম আওয়ার্ড এ এস এস রাজামৌলির ‘RRR’ বেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম আওয়ার্ড জিতলো।

3. ম্যানহোল পরিষ্কারের জন্য ভারতের প্রথম রাজ্য হিসেবে রোবোটিক ঝাড়ুদার Bandicoot লঞ্চ করলো কেরল সরকার।

4. দিল্লীতে ‘Barisu Kannada Dim Dimava’ সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

5. ইনভেস্টমেন্টের উপর প্রথমবার আয়োজিত I2U2 ভাইস-মিনিস্টারিয়াল মিটিং হোস্ট করলো UAE.

6. ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ‘Neutral Citations’ লঞ্চ করলেন।

7. ডিজিটাল লিটারেসি কে বৃদ্ধি করতে CSC একাডেমি এবং NIELIT চুক্তি স্বাক্ষর করলো।

8. ইন্ডাস্ট্রি অ্যাডপশন অফ ক্লাউড কে গতি প্রদান করতে Infosys ও মাইক্রোসফট জোটবদ্ধ হলো।

9. অয়েল এবং গ্যাস সেক্টরের উপর ভারত এবং গুয়ানা চুক্তি স্বাক্ষর করলো।

10. আন্তর্জাতিক শ্রম সংস্থার এক্সটার্নাল অডিটর হিসেবে CAG জি সি মুর্মু কে নির্বাচিত করা হলো।

27th ফেব্রুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – 2023 Current Affairs In Bengali 27th February #Gksolve_Current_Affairs

1. অবসরপ্রাপ্ত BSF ডিরেক্টর-জেনারেল পঙ্কজ কুমার সিং কে ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পদে নিযুক্ত করা হলো।

2. $ 5.2 বিলিয়ন অর্থের বিনিময়ে 6 টি সাবমেরিন তৈরির জন্য ভারত এবং জার্মানি চুক্তি স্বাক্ষর করলো।

3. কেরলের আলুভা তে 100 KWp এর সোলার প্লান্ট স্থাপন করলো ফেডারেল ব্যাংক।

4. ইনস্টাগ্রাম সম্প্রতি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স চালিত Artifact নামক নিউজ ফিড এপ্লিকেশন লঞ্চ করলো।

5. প্রতিবেশী দেশ চীনের কাছ থেকে $ 700 মিলিয়ন ফান্ডের অর্থ সাহায্য পেলো পাকিস্তান।

6. ISSF বিশ্ব কাপে মহিলাদের 10 m এয়ার রাইফেল ইভেন্টে তিলোত্তমা সেন ব্রোঞ্জ মেডেল জিতলেন।

7. প্রাক্তন ইনকাম ট্যাক্স চিফ TCA Ramanujam সম্প্রতি 88 বছর বয়সে প্রয়াত হলেন।

8. মেরিটাইম সিকিউরিটি তে ইনফরমেশন শেয়ারের উপর ভারত এবং Seychelles চুক্তি স্বাক্ষর করলো।

9. ভারতের প্রথম ভার্চুয়াল শপিং অ্যাপ Momentum 2.0 লঞ্চ করতে চলেছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন।

10. রাজীব সিং রঘুবংশী কে নতুন ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া পদে নিযুক্ত করা হলো।

28th ফেব্রুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – RRB NTPC Current Affairs 28th February 2023 #Gksolve_Current_Affairs

1. গুজরাটের Maharaja Sayajirao University ইয়ুথ 20 ইন্ডিয়া সামিট হোস্ট করলো।

2. সিকিমে 19 তম বার্ষিক কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (CPA) কনফারেন্সের উদ্বোধন করলেন লোকসভা স্পিকার ওম বিড়লা।

3. পর্যটনে মহিলাদের সশক্তিকরণে ইউএন ওমেন এর সাথে চুক্তি স্বাক্ষর করলো কেরল সরকার।

4. Andy Murray কে হারিয়ে Daniil Medvedev কাতার ওপেন খেতাব জিতলো।

5. সিনিয়র ওমেন’স ন্যাশনাল হকি চ্যাম্পিয়নশিপ জিতলো মধ্যপ্রদেশ।

6. ইন্টারন্যাশনাল আইপি ইনডেক্স 2023 অনুযায়ী ভারত 42 তম স্থান অধিকার করলো, শীর্ষে US.

7. ইলোরা অজন্তা আন্তর্জাতিক উৎসব 2023 মহারাষ্ট্রে অনুষ্ঠিত হলো।

8. মধ্যপ্রদেশে আয়োজিত ‘Kol Janjati Mahakumbh’ এর সম্ভাষণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

9. প্রতিবছর 27 শে ফেব্রুয়ারি World NGO Day পালিত হয়।

10. দক্ষিণ আফ্রিকা কে হারিয়ে মহিলা টি-20 বিশ্বকাপ 2023 জিতলো অস্ট্রেলিয়া।

Leave a Comment