Railway Group D Gk Question In Bengali – রেলওয়ে গ্রুপ ডি প্রশ্ন উত্তর জিকে

Rate this post

Railway Group D Gk Question In Bengali – রেলওয়ে গ্রুপ ডি প্রশ্ন উত্তর জিকে:

০১) কোন শহরকে গোলাপি শহর বলা হয় ?

উত্তর. জয়পুর  

০২) প্রতিবছর কবে  World Hearing Day হিসেবে পালন করা হয় ?

উত্তর. ৩ রা মার্চ 

০৩) Actual Pongala Utsav উদযাপিত হয়েছে ?

উত্তর. কেরালায় 

০৪) অস্ট্রেলিয়ার ভারতের হাইকমিশনার হিসেবে কে নিযুক্ত হলেন ?

উত্তর.  Manpreet Vohra  

০৫) কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

উত্তর. আসাম 

০৬) চিপকো আন্দোলন কিসের সঙ্গে যুক্ত ?

উত্তর. বন সংরক্ষণ 

০৭)  স্বাধীন ভারতে কবে প্রথম জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল ?

উত্তর. ১৯৬২  

০৮) Rajya sabha এর চেয়ারম্যান কে ?

উত্তর.  এম ভেঙ্কাইয়া নাইডু

০৯) RBI- এর 25 তম গভর্নর জেনারেল কে ?

উত্তর. শক্তিকান্ত দাস

১০) PAN -এর পুরো অর্থ কি ?

উত্তর. পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার 

১১) ভারতের কোন রাজ্যে SEZ প্রথম গঠিত হয় ?

উত্তর. গুজরাট 

১২) কুমার বোস কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ? 

উত্তর. তবলা 

১৩) সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর. খিজির খান

১৪) ‘দীন-ই-ইলাহি’ কে প্রবর্তন করেন ?

উত্তর. আকবর 

১৫) আকবরের সভার শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ কে ছিলেন ?

উত্তর. তানসেন 

১৬) নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উত্তর. দোদাবেতা  

১৭) ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি ?

উত্তর. হীরাকুদ 

১৮) আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?

উত্তর. হকি 

১৯) চিত্রকূট জলপ্রপাত কোথায় অবস্থিত ?

উত্তর. ছত্রিশগড় 

২০) হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত ?

উত্তর. মুসী  

২১) গোল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত ?

উত্তর. আলু  

২২) ‘দুর্গেশনন্দিনী’ গ্রন্থটি কার লেখা ?

উত্তর. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়  

২৩) প্রকৃতির লাঙ্গল কাকে বলা হয় ?

উত্তর. কেঁচোকে  

২৪) আমির খসরু পেশায় কি ছিলেন ?

উত্তর. লেখক, কবি, গায়ক 

২৫) করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগানটি কার ?

উত্তর. মহাত্মা গান্ধী  

২৬) ফেনোল কি হিসেবেও পরিচিত ?

উত্তর. কার্বলিক অ্যাসিড  

২৭) বিদ্রোহী কবিতাটি কার লেখা ?

উত্তর. কাজী নজরুল ইসলাম 

২৮) ‘সাতপুরা জাতীয় উদ্যান’ টি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

উত্তর. মধ্যপ্রদেশ

২৯) সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কি ? 

উত্তর. শুক্র

৩০) ‘উদ্ভিদের জীবন আছে’ এটি কে আবিষ্কার করেন ?

উত্তর. জগদীশচন্দ্র বসু

৩১) পরমাণুতে সবচেয়ে ভারী কণার নাম কি ?

উত্তর. নিউট্রন 

৩২) ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি ?

উত্তর. প্রতিভা পাটিল  

৩৩) ভারতীয় চলচ্চিত্রের জনক কে ?

উত্তর. দাদাসাহেব ফালকে 

৩৪) অরিজিন অফ স্পিসিস গ্রন্থের রচয়িতা কে ?

উত্তর. চার্লস ডারউইন  

৩৫) গুজরাট রাজ্যের রাজধানীর নাম কি ?

উত্তর. গান্ধী নগর 

৩৬) ডাবল ফল্ট শব্দটি কিসের সঙ্গে যুক্ত ?

উত্তর. ব্যাডমিন্টন 

৩৭) তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল ?

উত্তর. ১১৯১ 

৩৮) ভিয়েনা কোন দেশের রাজধানী ?

উত্তর.  অস্ট্রিয়া 

৩৯) নক্রেক জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

উত্তর. মেঘালয় 

৪০) কোন দেশের গোয়েন্দা সংস্থা Mossad ?

উত্তর. ইজরায়েল

৪১) ইরানি কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?

উত্তর. ক্রিকেট

৪২) পৃথিবীর ছাদ কোন মালভূমিকে বলা হয় ?

উত্তর. পামির মালভূমি 

৪৩) প্ল্যানিং কমিশন কত সালে গঠিত হয় ?

উত্তর. ১৯৫০  

৪৪) কোন পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় ?

উত্তর. হিন্দু পেট্রিয়ট 

৪৫) সাঁওতাল বিদ্রোহের সূচনা কত সালে হয় ?

উত্তর.  ১৮৫৫

৪৬) সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর. জ্যোতিবা ফুলে  

৪৭) HTML এর ফুল ফর্ম কি ?

উত্তর. Hyper Text Markup Language 

৪৮)  হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?

উত্তর. বাঁশি  

৪৯) Indian War Memorial Museum কোথায় অবস্থিত ?

উত্তর. নিউ দিল্লি  

৫০) United Nations Day কবে পালন করা হয় ?

উত্তর. 24 শে অক্টোবর 

Leave a Comment