ফেরেলের সূত্র? চিত্রসহ ফেরেলের সূত্র ব্যাখ্যা করো: 1859 খ্রিস্টাব্দে আমেরিকান আবহবিদ উইলিয়াম ফেরেল পৃথিবীর আবর্তন গতির প্রভাবে উদ্ভূত কোরিওলিস বলের প্রভাবে চলমান বস্তুর গতি বিক্ষেপের দিক নির্ণয়ের যে সূত্র উদ্ভাবন করেন, তাকে ফেরেলের সূত্র বলে।
সূত্রের ব্যাখ্যা: পৃথিবীর অভিগত গোলকাকৃতি ও আবর্তন গতির প্রভাবে উদ্ভূত কোরিওলিস বলের প্রভাবে ভূপৃষ্ঠের নিয়ত বায়ু প্রবাহ ও সমুদ্রস্রোত সমচাপ রেখার সমকোণে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে বেঁকে প্রবাহিত হয়।
সূত্রের সত্যতা: বায়ু উপক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে দক্ষিণ-পূর্ব অয়ন বায়ু রূপে প্রবাহিত হয়।