ভারতের অর্থ কমিশন ও তার চেয়ারম্যান তালিকা – Finance Commission of India

Rate this post

ভারতের অর্থ কমিশন ও তার চেয়ারম্যান তালিকা: অর্থনীতি বিষয় থেকে ভারতের অর্থ কমিশনের তালিকা PDF টি আজ শেয়ার করছি, যেটিতে স্বাধীনতার পর থেকে গঠিত অর্থ কমিশনের প্রতিষ্ঠাকাল, চেয়ারম্যান এবং কার্যকালের সম্পূর্ণ তালিকা সুন্দরভাবে দেওয়া হয়েছে। WBCS-সহ অন্যান্য পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে; যেমন- পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান কে? ইত্যাদি।

ভারতের অর্থ কমিশন ও তার চেয়ারম্যান তালিকা

ক্রমপ্রতিষ্ঠাকালচেয়ারম্যানকার্যকাল
১.১৯৫১কে.সি. নিয়োগী১৯৫২-৫৭
২.১৯৫৬কে. সান্থানাম১৯৫৭-৬২
৩.১৯৬০এ. কে. চন্দ১৯৬২-৬৬
৪.১৯৬৪পি.ভি. রাজমান্নার১৯৬৬-৬৯
৫.১৯৬৮মহাবীর ত্যাগী১৯৬৯-৭৪
৬.১৯৭২কে. ব্রহ্মানন্দ রেড্ডি১৯৭৪-৭৯
৭.১৯৭৭জ়ে.এম. সেলাত১৯৭৯-৮৪
৮.১৯৮৩ওয়াই বি চ্যবন১৯৮৪-৮৯
৯.১৯৮৭এন.কে.পি. সালভে১৯৮৯-৯৫
১০.১৯৯২কে.সি. পন্থ১৯৯৫-২০০০
১১.১৯৯৮এ.এম. খুশরু২০০০-০৫
১২.২০০২সি. রঙ্গরাজন২০০৫-১০
১৩.২০০৭ড. বিজয় কেলকর২০১০-১৫
১৪.২০১৩ড. ওয়াই.ভি. রেড্ডি২০১৫-২০
১৫.২০১৭এন. কে. সিং২০২০-বর্তমান

Leave a Comment