বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের প্রথম নারী – First Women in Bangladesh: আজ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের প্রথম নারী তালিকাটি শেয়ার করছি, যেটিতে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে প্রথম বাংলাদেশী মহিলার নামের লিস্ট রয়েছে। সরকারি, বেসরকারী চাকরির পরীক্ষা এবং ক্যুইজ প্রোগ্রামে এখান থেকে প্রায়ই প্রশ্ন এসে থাকে; যেমন:- বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কে? বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে? ইত্যাদি।
বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের প্রথম নারী – First Women in Bangladesh
নং | ক্ষেত্র | প্রথম বাংলাদেশী নারী |
---|---|---|
১ | প্রধানমন্ত্রী | খালেদা জিয়া |
২ | স্পিকার | শিরীন শারমিন চৌধুরী |
৩ | PSC চেয়ারম্যান | জিন্নাতুন্নেসা তাহমিদা বেগম |
৪ | অভিনেত্রী | বনানী চৌধুরী |
৫ | আইনজীবী | সিগমা হুদা |
৬ | এভারেষ্ট বিজয়ী | নিশাত মজুমদার |
৭ | কবি | চন্দ্রাবতী |
৮ | কূটনীতিবিদ | তাহমিনা হক ডলি |
৯ | চিকিৎসক | জোহরা বেগম কাজী |
১০ | চিত্র পরিচালক | রেবেকা |
১১ | জাতীয় অধ্যাপক | সুফিয়া আহমেদ |
১২ | জেলা প্রশাসক | জেলা প্রশাসক |
১৩ | নারী এসপি | বেগম রওশন আরা |
১৪ | নারী ওসি | হোসনে আরা বেগম |
১৫ | পাইলট | কানিজ ফাতেমা রোকশানা |
১৬ | বিগ্রেডিয়ার | সুরাইয়া রহমান |
১৭ | রাষ্ট্রদূত | মাহমুদা হক চৌধূরী |
১৮ | রেল চালক | সালমা খান |
১৯ | শহীদ | মেহেরুন্নেসা |
২০ | সচিব | জাকিয়া আখতার |
২১ | স্বরাষ্ট্রমন্ত্রী | সাহারা খাতুন |
২২ | হাইকোর্টের বিচারপতি | নাজমুন আরা সুলতানা |