ভূগোল জলবায়ুবিদ্যা MCQ প্রশ্ন ও উত্তর

Rate this post

ভূগোল জলবায়ুবিদ্যা MCQ প্রশ্ন ও উত্তর: জলবায়ুবিদ্যা বলতে প্রাকৃতিক ভূগোলের এমন একটি শাখাকে বুঝানো হয় যেখানে কোন একটি স্থানের কয়েক বছরের আবহাওয়া সংক্রান্ত তথ্যের বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়।

১. নিম্নলিখিত কোন উপাদান টি কৃত্রিম মেঘ (cloud seeding) সৃষ্টির ক্ষেত্রে ব্যবহৃত হয় 
ক) সিলভার  আয়োডাইড 
খ) বালি 
গ) কালো কার্বন 
ঘ) কপার সালফেট 

উত্তর –  ক 

২. আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পায়, যখন 
ক) তাপমাত্রা হ্রাস পায় 
খ) তাপমাত্রা বৃদ্ধি পায়
গ) বায়ুর গতিবেগ হ্রাস পায় 
ঘ) কোনটিই নয় 

উত্তর –  খ 

৩. ট্রপোপজ ও নিম্ন থার্মোস্ফিয়ারের মধ্যবর্তী বায়ুমণ্ডলীয় স্তর কে বলে 
ক) মধ্য আবহমন্ডল 
খ) নিম্ন আবহমণ্ডল
গ) ঊর্ধ্ব আবহমণ্ডল 
ঘ) সর্বোচ্চ আবহমণ্ডল 

উত্তর – ক 

৪.  শুন্য ডিগ্রি সেলসিয়াসের  (0ºC) কম উষ্ণতায়  যখন ঘনীভবন, তখন তাকে বলে 
ক) অতিশীতল বিন্দু উষ্ণতা 
খ) তুষারবিন্দু উষ্ণতা 
গ) বরফ শীতল তাপমাত্রা  
ঘ) শীতল উষ্ণতা 

উত্তর – ক 

৫.  তড়িৎচুম্বকীয় তরঙ্গ যখন কোন মাধ্যম ছাড়াই শক্তি এক স্থান থেকে অন্য স্থানে প্রেরন করে, তখন তাকে বলা হয় 
ক) বিকিরন 
খ) পরিচলন 
গ) স্রোত 
ঘ) পরিবহন 

উত্তর – ক 

৬.  বর্জ্রবিদ্যুৎসহ ঝড় নর’ওয়েস্টার দেখা যায় 
ক) পাঞ্জাবে 
খ) পশ্চিমবঙ্গ 
গ) তামিলনাড়ু
ঘ) অন্ধ্রপ্রদেশ 

উত্তর – খ

৭. সারা পৃথিবীব্যাপী গড় বৃষ্টিপাতের পরিমান 
ক) ৫০ সেমি 
খ) ৭৫ সেমি 
গ) ১০০ সেমি 
ঘ) ১২৫ সেমি 

উত্তর –  খ

৮. কোপেনের জলবায়ুর শ্রেণীবিভাগ অনুসারে “BWh” দ্বারা বোঝানো হয় 
ক) মধ্য অক্ষাংশীয়  শীতল মরুভূমি 
খ) নিম্ন অক্ষাংশীয় উষ্ণ মরুভূমি 
গ) মৌসুমি জলবায়ু 
ঘ) সাভানা জলবায়ু 

উত্তর – খ

৯. তাপীয় বায়ু নামে পরিচিত 
ক) ঊর্ধ্বগামী বায়ু 
খ) জেট স্ট্রিম 
গ) বানিজ্য বায়ু 
ঘ) পশ্চিমা বায়ু 

উত্তর – খ 

১০. সবচেয়ে বেশি টর্নেডো দেখা যায় 
ক) আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্রেট প্লেন অঞ্চলে 
খ) উত্তর -পূর্ব আমেরিকা যুক্তরাষ্ট্রে
গ) উত্তর – পশ্চিম আমেরিকা যুক্তরাষ্ট্রে
ঘ) দক্ষিণ – পূর্ব আমেরিকা যুক্তরাষ্ট্রে

উত্তর – ক 

১১. আমেরিকা যুক্তরাষ্ট্র ব্যবহার CFCs বন্ধ করে 
ক) ১৯১৭ সালে 
খ) ১৯৪৭ সালে 
গ) ১৯৮৩ সালে 
ঘ) ১৯৭৮ সালে 

উত্তর – ঘ 

১২. অক্লুশন বলতে বোঝায় 
ক) ক্রান্তীয় ঘূর্নবাতের উৎপত্তি 
খ) মধ্য অক্ষাংশীয় ঘূর্নবাতের উৎপত্তি 
গ) ক্রান্তীয় ঘূর্নবাতের বিলোপ 
ঘ) মধ্য অক্ষাংশীয় ঘূর্নবাতের বিলোপ 

উত্তর – ঘ 

১৩.  উপক্রান্তিয় উচ্চচাপ থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত বায়ুকে বলে 
ক) সাময়িক বায়ু 
খ) পশ্চিমা বায়ু 
গ) বানিজ্য বায়ু 
ঘ) মৌসুমি  বায়ু 

উত্তর – গ 

১৪. ক্রান্তীয় অঞ্চলের বায়ুতে জলীয় বাষ্পের পরিমান 
ক) ৪ %
খ) ৯ % 
গ) ২০ %
ঘ) ৩০ % 

উত্তর – ক

১৫. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের পরিমআন 
ক) ০.২৮ %
খ) ০.৯৩ %
গ) ০.৭৮ %
ঘ) ২১.০০ % 

উত্তর – খ 

১৬. বায়ুমণ্ডলের যে স্তর কে  সমতাপমাত্রা যুক্ত অঞ্চল বলা হয় 
ক) আয়নোস্ফিয়ার 
খ) ট্রপোস্ফিয়ার 
গ) স্ট্র্যাটোস্ফিয়ার 
ঘ) মেসোস্ফিয়ার 

উত্তর – গ 

১৭.  বায়ুমণ্ডলের কন উপাদান দ্বারা সবচেয়ে বেশি পরিমানে সৌর বিকিরন প্রতিফলিত হয়
ক) অক্সিজেন অনু 
খ) জলীয় বাষ্প 
গ) ধূলিকনা 
ঘ) ওজোন 

উত্তর – গ 

১৮. প্রতিফলন জনিত কারণে যে পরিমান সৌর বিকিরন নষ্ট হয় 
ক) ১৪ % 
খ) ১৬ %
গ) ৬ %
ঘ) ২৭ % 

উত্তর – গ 

১৯. বৈপরীত্য উষ্ণতা বলতে বোঝায় 
ক) বায়ুর অবনমন জনিত কারণে উষ্ণতার বৃদ্ধি 
খ) উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতার বৃদ্ধি 
গ) উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতার হ্রাস 
ঘ) বায়ুর প্রসারন জনিত কারণে উষ্ণতার হ্রাস 

উত্তর – খ

২০. অপসূর অপেক্ষা অনুসূরে কত শতাংশ বেশি সৌর বিকিরন গৃহীত হয় 
ক) ৭ %
খ) ৪ %
গ) ৬ %
ঘ) ৫ %

উত্তর – ক  

২১. নিম্নলিখিত কোন বায়ুটি চাপবলয় কে অনুসরন করে প্রবাহিত হয় 
ক) মৌসুমি বায়ু 
খ) নিয়ত বায়ু 
গ) সমুদ্র ও স্থল বায়ু 
ঘ) চিনুক বায়ু 

উত্তর – খ 

২২. উত্তর গোলার্ধে বানিজ্য বায়ু প্রবাহিত হয় 
ক) পশ্চিম থেকে পূর্বে 
খ) দক্ষিণ – পূর্ব থেকে উত্তর – পূর্বে 
গ) উত্তর – পূর্ব থেকে দক্ষিণ – পশ্চিমে 
ঘ) পূর্ব থেকে পশ্চিমে 

উত্তর – গ 

২৩.  বানিজ্য বায়ু 
ক) আর্দ্র 
খ) উষ্ণ ও আর্দ্র 
গ) ঠাণ্ডা ও শুষ্ক 
ঘ) শুষ্ক 

উত্তর – খ 

২৪. স্থল ও জলভাগের মধ্যে ঋতু ভিত্তিক চাপের পার্থক্যের ফলে সৃষ্ট হয় 
ক) পশ্চিমা বায়ু 
খ) সমুদ্র ও স্থল বায়ু 
গ) মৌসুমী বায়ু
ঘ) আয়ন বায়ু 

উত্তর – গ 

২৫.  আপেক্ষিক আর্দ্রতা সবচেয়ে বেশি হয়, যে জলবায়ু অঞ্চলে 
ক) নিরক্ষীয় জলবায়ু 
খ) মেরু জলবায়ু 
গ) মরু জলবায়ু 
ঘ) কোনটিই নয় 

উত্তর – ক 

২৬.  বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের প্রকৃত পরিমান কে বলা হয় 
ক) চরম আর্দ্রতা 
খ) কুয়াশা 
গ) আপেক্ষিক আর্দ্রতা 
ঘ) ঘনীভবন 

উত্তর – ক 

২৭. সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হয় 
ক) ৮০ % 
খ) ৫০ % 
গ) ৬০ % 
ঘ) ১০০ % 

উত্তর – ঘ

২৮. নিরক্ষীয় অঞ্চলে ক্রান্তীয় ঘূর্নবাত সৃষ্টি হয় না কারণ 
ক) দূর্বল কোরিওলিস বল 
খ) অতিরিক্ত উষ্ণতা 
গ) শান্ত বায়ু 
ঘ) আর্দ্র ও ভারী বায়ু 

উত্তর – ক 

২৯. ধোয়াশায় যে বিষাক্ত উপাদানটি থাকে না 
ক) নাইট্রোজেন অক্সাইড 
খ) হাইড্রোকার্বন 
গ) পলিকার্বন 
ঘ) ওজোন 

উত্তর – গ 

৩০. যে অক্ষাংশীয় অঞ্চলে  টাইফুন ও হ্যারিকেন সৃষ্টি হতে দেখা যায় 
ক) উভয় গোলার্ধে  ১৫ থেকে ৩০ ডিগ্রি 
খ) উভয় গোলার্ধে ১০ থেকে ২০ ডিগ্রি 
গ) উভয় গোলার্ধে ৮ থেকে ১৫ ডিগ্রি 
ঘ) উভয় গোলার্ধে ৩০ থেকে ৪৫ ডিগ্রি 

উত্তর – গ 

৩১. কোন মহাদেশে হ্যারিকেন বা টাইফুনের ফলে কোন ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই 
ক) উত্তর আমেরিকা 
খ) আফ্রিকা 
গ) দক্ষিণ আমেরিকা 
ঘ) এশিয়া 

উত্তর – গ 

৩২. আগত সৌর বিকিরন দ্বারা গৃহীত তাপ এবং পার্থিব বিকিরন দ্বারা বর্জিত তাপ যে অক্ষরেখা বরাবর প্রায় সমান হয় 
ক) ২২ ডিগ্রি উত্তর ও দক্ষিণ 
খ) ৪০ ডিগ্রি উত্তর ও দক্ষিণ 
গ) ৯০ ডিগ্রি উত্তর ও দক্ষিণ 
ঘ) ৬৬ ডিগ্রি উত্তর ও দক্ষিণ 

উত্তর – খ 

৩৩. বায়ুর দ্রুত ঊর্ধ্ব গমনের ফলে সৃষ্ট হয় 
ক) কুয়াশা 
খ) ফ্রস্ট 
গ) শিলাবৃষ্টি 
ঘ)  তুষার 

উত্তর – গ 

৩৪. পৃথিবী সৃষ্টির প্রথম দিকে বায়ুমণ্ডলে ছিল না 
ক) অক্সিজেন 
খ) কার্বন ডাই অক্সাইড 
গ) নাইট্রোজেন 
ঘ) অ্যামোনিয়া 

উত্তর – ক 

৩৫. জানুয়ারি মাসের যে সমোষ্ণরেখা ভারতবর্ষকে ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে ভাগ করতে  ব্যবহৃত হয় 
ক) ২১ ডিগ্রি সেলসিয়াস 
খ) ১৮ ডিগ্রি সেলসিয়াস 
গ) ১২ ডিগ্রি সেলসিয়াস 
ঘ) ১৫ ডিগ্রি সেলসিয়াস 

উত্তর – খ

৩৬. উষ্ণতার বৈপরীত্য সৃষ্টির অনুকূল অবস্থা হল 
ক) সন্ধ্যে বেলা পর্বতের উপরিভাগে 
খ) বায়ুপ্রবাহ যুক্ত মেঘাচ্ছন্ন আকাশ
গ) শান্ত, মেঘাচ্ছন্ন ও আর্দ্র রাত্রি 
ঘ) শান্ত, পরিষ্কার ও শীতকালীন শীতল রাত্রি 

উত্তর – ঘ

৩৭. কুয়াশা সৃষ্টির জন্য প্রয়োজন হয় না 
ক) উচ্চ আপেক্ষিক আর্দ্রতা 
খ) শীতকাল 
গ) দ্রুত বিকিরন 
ঘ) স্বল্প দৈনিক উষ্ণতার প্রসর 

উত্তর – ঘ 

৩৮. নিম্ন বায়ুমন্ডলীয় কালো মেঘ, যা থেকে প্রচুর বৃষ্টি হয় 
ক) অল্টোস্ট্র্যাটাস 
ক) সিরাস 
গ) সিরোস্ট্র্যাটাস 
ঘ) নিম্বোস্ট্রাটাস 

উত্তর – ঘ 

৩৯. আমেরিকা যুক্তরাষ্ট্রের যে অংশে পশ্চিমা বায়ুর প্রভাবে সারা বছর ধরে বৃষ্টিপাত হয় 
ক) উত্তর – পশ্চিমাংশে 
খ) উত্তর – পূর্বাংশে 
গ) দক্ষিণ – পশ্চিমাংশে 
ঘ) দক্ষিণ – পূর্বাংশে 

উত্তর – ক 

৪০. কখন বায়ুর উষ্ণতা সবচেয়ে কম হয় 
ক) সূর্যোদয়ের কিছু আগে
খ) মধ্য রাতে 
গ) ভোর ৩ টাই 
ঘ) কন নির্দিষ্ট সময় নেই 

উত্তর – ক 

৪১. বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমান 
ক) উষ্ণতার ওপর নির্ভর করে না 
খ) উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায় 
গ) উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায় 
ঘ) উষ্ণতা বৃদ্ধির ফলে  বৃদ্ধি বা হ্রাস কিছুই হয় না

 উত্তর –  খ 

৪২. নিম্নলিখিত উপাদান টি জলবায়ুর ও আবহাওয়ার পরিবর্তনে অন্যতম প্রধান ভূমিকা পালন করে 
ক) নাইট্রোজেন 
খ) অক্সিজেন 
গ) ওজোন 
ঘ) জলীয় বাষ্প 

উত্তর – ঘ 

৪৩. নিম্নলিখিত কোন উপাদান থেকে অ্যালবেডোর পরিমান সবচেয়ে বেশি 
ক) সিরাস মেঘ 
খ) কিউমুলোনিম্বাস মেঘ
গ) গলনশীল বরফ 
ঘ) বালি 

উত্তর – খ 

৪৪.জীবমন্ডলে যে সৌর বিকিরন এসে পৌঁছায় তার কত শতাংশ উদ্ভিদ দ্বারা সালোকসংশ্লেষে ব্যবহৃত হয় 
ক) ১ % এর কম 
খ) ১ থেকে ১৫ % মতো 
গ) ১৫ থেকে ২০ % মতো 
ঘ) ২ % এর বেশি 

উত্তর – ঘ

৪৫.   অস্ট্রেলিয়ার উত্তরাংশে দেখা যায় 
ক) নিরক্ষীয় জলবায়ু 
খ) নাতিশীতোষ্ণ জলবায়ু
গ) মরু জলবায়ু 
ঘ) মৌসুমি জলবায়ু

উত্তর – ঘ 

৪৬. সৌর বিকিরনের তীব্রতা নির্ভর করে 
ক) উচ্চতা 
খ) ভূমিরূপের প্রকৃতি 
গ) বায়ু 
ঘ) অক্ষরেখা 

উত্তর – ঘ 

৪৭. নিম্নলিখিত কোন স্থানীয় বায়ু বৈশিষ্ট্যগত দিক থেকে উষ্ণ ও শীতল কোনটিই নয় 
ক) সিরোক্কো 
খ) মিস্ট্রাল 
গ) খামসিন 
ঘ) চিনুক 

উত্তর – খ 

৪৮. বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 
ক) উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায় 
খ) উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায় 
গ) উষ্ণতা হ্রাসের সাথে সাথে হ্রাস পায়
ঘ) উষ্ণতা হ্রাস বা বৃদ্ধির সাথে কোন সম্পর্ক নেই  

উত্তর – খ

৪৯. অ্যাডভেকশন বলতে বোঝায় 
ক)  বায়ুর দ্বারা তাপের অনুভূমিক প্রবাহ
খ) সমুদ্র স্রোত ও বায়ুর দ্বারা তাপের অনুভূমিক প্রবাহ 
গ) তাপের উল্লম্ব প্রবাহ 
ঘ) তাপের চক্রাকার প্রবাহ 

উত্তর – খ 

৫০. নিম্নলিখিত যে দ্বীপে পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে 
ক) সুমাত্রা 
খ) কিউবা 
গ) গ্রিনল্যান্ড 
ঘ) জাপান 

উত্তর – ক 

Leave a Comment