ইতিহাস প্রশ্ন উত্তর – History Questions Answers in Bengali GK

Rate this post

ইতিহাস প্রশ্ন উত্তর – History Questions Answers in Bengali GK: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় History Questions Answers in Bengali PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ইতিহাস প্রশ্ন উত্তর PDF

নিচে ইতিহাস প্রশ্ন উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। History Questions Answers in Bengali PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

১. অর্থশাস্ত্র গ্রন্থটির রচয়িতা কে?

(a) চাণক্য ✓✓

(b) বানভট্ট

(c) কলহন

(d) আলবিরুনী

Note: অর্থশাস্ত্রের রচয়িতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী চাণক্য বা কৌটিল্য। অর্থশাস্ত্রে বর্ণিত ছিল চার রকমের জনপদ। যথা – স্থানীয়, দ্রোণমুখ, কর্বাচিকা ও সংগ্রহণ।

২. প্রাচীনকালে কোন শাসকের শাসনকালে মাৎস্যন্যায় দেখা দিয়েছিল?

(a) শশাঙ্ক ✓✓

(b) হর্ষবর্ধন

(c) চন্দ্রগুপ্ত মৌর্য

(d) ধর্মপাল

৩. ‘চতুরাশ্রম’ কোন যুগে প্রচলিত ছিল?

(a) বৈদিক যুগে ✓✓

(b) সুলতানী যুগে

(c) পাল যুগে

(d) সেন যুগে

Note: ‘চতুরাশ্রমের’ পর্যায় – জীবনের প্রথম পর্যায়কে বলা হত ‘ব্রহ্মচর্যাশ্রম’, দ্বিতীয় পর্যায়কে বলা হত ‘গার্হস্থ্যশ্রম’, তৃতীয় পর্যায়কে বলা হত ‘বাণপ্রস্থাশ্রম’ এবং শেষ পর্যায়কে বলা হয় ‘সন্ন্যাস’ বা ‘যতি আশ্রম’।

৪. গুপ্তযুগের নিউটন কাকে বলা হয়?

(a) আর্যভট্টকে ✓✓

(b) দ্বিতীয় চন্দ্রগুপ্তকে

(c) সমুদ্রগুপ্তকে

(d) প্রথম চন্দ্রগুপ্তকে

৫. ‘এলাহাবাদ প্রশস্তি’র রচয়িতা কে?

(a) হরিষেণ ✓✓

(b) সমুদ্রগুপ্ত

(c) স্কন্দগুপ্ত

(d) হিউয়েন সাঙ

৬. ‘তহকিক-ই-হিন্দ’ বইটির লেখক কে?

(a) আলবিরুনী ✓✓

(b) নিজামুদ্দিন আহম্মদ

(c) ফৈজি সিরহিন্দ

(d) কলহন

৭. কার রাজত্বকালে ‘চল্লিশচক্র’ দেখা যায়?

(a) ইলতুৎমিস ✓✓

(b) মুহাম্মদ বিন তুঘলক

(c) হর্ষবর্ধন

(d) সমুদ্রগুপ্ত

Note: সুলতান ইলতুৎমিশ ছিলেন কুতুবুদ্দিন আইবকের ক্রীতদাস ও জামাতা। তুর্কি ভাষায় ‘ইলতুৎমিস’ শব্দটির অর্থ ‘সাম্রাজ্যের পালনকর্তা’।

৮. কার রাজত্বকালে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় আদিনা মসজিদ নির্মাণ করা হয়েছিল?

(a) সিকান্দার শাহ ✓✓

(b) ফিরোজ শাহ তুঘলক

(c) আকবর

(d) গিয়াসুদ্দিন বলবন

Note: ইলিয়াস শাহী বংশের দ্বিতীয় শাসক ছিলেন সিকান্দার শাহ। চতুর্দশ শতাব্দীতে দিল্লির সুলতানের বিরুদ্ধে দু’বার যুদ্ধ জয়ের পর স্মারক হিসেবে আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন।

৯. মহাত্মা গান্ধির রাজনৈতিক গুরু কে ছিলেন?

(a) গোপালকৃষ্ণ গোখলে ✓✓

(b) উমেশচন্দ্র বন্দোপাধ্যায়

(c) মহাদেব গোবিন্দ রানাডে

(d) বালগঙ্গাধর তিলক

১০. নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে গদর পার্টির নেতা ছিলেন?

(a) লালা হরদয়াল ✓✓

(b) মহাত্মা গান্ধি

(c) মহাদেব গোবিন্দ রানাডে

(d) বালগঙ্গাধর তিলক

১১. কৈবর্ত বিদ্রোহ কত সালে হয়েছিল?

(a) ১০৭০-৭১ খ্রিস্টাব্দে ✓✓

(b) ১০৬০-৬১ খ্রিস্টাব্দে

(c) ৯৬০-৬১ খ্রিস্টাব্দে

(d) ১০৯০-৯১ খ্রিস্টাব্দে

১২. সম্পদের নির্গমন তত্ত্বের প্রবক্তা কে?

(a) দাদাভাই নৌরজী ✓✓

(b) পেশোয়া দ্বিতীয় বাজিরাও

(c) ডেভিড হেয়ার

(d) বালগঙ্গাধর তিলক

১৩. উনবিংশ শতকে ‘বাংলা গদ্য সাহিত্যের জনক’ কাকে বলা হয়?

(a) রামমোহন রায়কে ✓✓

(b) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে

(c) মাইকেল মধুসূদন দত্তকে

(d) বিদ্যাসাগরকে

১৪. শুদ্ধি আন্দোলন কে প্রবর্তন করেছিলেন?

(a) স্বামী দয়ানন্দ সরস্বতী ✓✓

(b) আত্মারাম পান্ডুরঙ্গ

(c) ডেভিড হেয়ার

(d) কেশবচন্দ্র সেন

১৫. নববিধান সমাজ কত খ্রিস্টাব্দে গঠিত হয়?

(a) ১৮৮০ খ্রিস্টাব্দে ✓✓

(b) ১৮৭৫ খ্রিস্টাব্দে

(c) ১৮৯০ খ্রিস্টাব্দে

(d) ১৯০০ খ্রিস্টাব্দে

Note: ১৮৮০ খিষ্টাব্দে কেশবচন্দ্র সেন নববিধান সমাজ গঠন করেন।

১৬. হান্টার কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়?

(a) ১৮৮২ খ্রিস্টাব্দে ✓✓

(b) ১৮৯৫ খ্রিস্টাব্দে

(c) ১৮৮৫ খ্রিস্টাব্দে

(d) ১৯১৬ খ্রিস্টাব্দে

১৭. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বাংলায় ওয়াহাবী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন?

(a) তিতুমীর ✓✓

(b) আহম্মদ

(c) শরিয়ত উল্লাহ

(d) মহম্মদ মুসিন বা দুদুমিঞা

১৮. মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন?

(a) ভারতছাড়ো আন্দোলন ✓✓

(b) চম্পারন সত্যাগ্রহ আন্দোলন

(c) ওয়াহাবী আন্দোলন

(d) তেভাগা আন্দোলন

Note: মেদিনীপুরের ৭৩ বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। মিছিলের পুরোভাগে থেকে ব্রিটিশের গুলি আঘাতে তার মৃত্যু হয়। ১৯৪২ সালের ভারতছাড়ো আন্দোলন বিয়াল্লিশের আন্দোলন ও আগস্ট আন্দোলন নামেও পরিচিত।

১৯. ব্রাহ্মসমাজ কে গঠন করেন?

(a) রামমোহন রায় ✓✓

(b) ডিরোজিও

(c) বিদ্যাসাগর

(d) মহাদেব গোবিন্দ রানাডে

২০. চতুর্থ বৌদ্ধ সংগীতি কার রাজত্বকালে হয়েছিল?

(a) কনিষ্ক ✓✓

(b) সমুদ্রগুপ্ত

(c) চন্দ্রগুপ্ত মৌর্য

(d) অশোক

২১. থিওসফিক্যাল সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?

(a) ১৮৮৬ খ্রিস্টাব্দে ✓✓

(b) ১৮৮০ খ্রিস্টাব্দে

(c) ১৮৯০ খ্রিস্টাব্দে

(d) ১৮৯২ খ্রিস্টাব্দে

Note: কর্নেল ওলকট ও মাদাম ব্লাভাটস্কি ১৮৮৬ খ্রিস্টাব্দে মাদ্রাজের এডিয়ারে থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠান করেন। শ্রীমতী অ্যানি বেসান্তের নেতৃত্বে এই সংস্থা দ্রুত প্রসার লাভ করে।

২২. সত্যসাধক সমাজ কে গঠন করেন?

(a) জ্যোতিবা ফুলে ✓✓

(b) স্বামী দয়ানন্দ সরস্বতী

(c) হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও

(d) মহাদেব গোবিন্দ রানাডে

২৩. ‘স্বরাজ আমার জন্মগত অধিকার’ — উক্তিটি কার?

(a) বালগঙ্গাধর তিলক ✓✓

(b) লালা লাজপত রায়

(c) সুরেন্দ্রনাথ ব্যানার্জী

(d) বিপিনচন্দ্র পাল

২৪. চুয়াড় বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়?

(a) ১৭৬৯ খ্রিস্টাব্দে ✓✓

(b) ১৭৯০ খ্রিস্টাব্দে

(c) ১৭৬২ খ্রিস্টাব্দে

(d) ১৭৫৮ খ্রিস্টাব্দে

২৫. তেভাগা আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল?

(a) ১৯৪৬ খ্রিস্টাব্দে ✓✓

(b) ১৯৪২ খ্রিস্টাব্দে

(c) ১৯৫৬ খ্রিস্টাব্দে

(d) ১৯৫৩ খ্রিস্টাব্দে

২৬. ডান্ডি অভিযানের জন্য গান্ধীজি কতজন অনুগামীকে নিয়ে ডান্ডি অভিমুখে রওনা হন?

(a) ৭৮ জন ✓✓

(b) ৬৮ জন

(c) ৭২ জন

(d) ৫৮ জন

Note: ১৯৩০ খ্রিস্টাব্দের ১২ মার্চ গান্ধীজি সবরমতী আশ্রম থেকে ৭৮ জন অনুগামীকে নিয়ে সমুদ্রের ধার দিয়ে ২০০ মাইল হেঁটে গুজরাটের ডান্ডি অভিমুখে অগ্রসর হন।

২৭. এলাহাবাদের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?

(a) রবার্ট ক্লাইভ ও সম্রাট শাহ আলামের মধ্যে ✓✓

(b) মুঘলদের সঙ্গে রানা প্রতাপ সিং -এর

(c) মুঘলদের সঙ্গে শিবাজীর

(d) পেশোয়া বালাজী বাজীরাও ও আহম্মদ শাহ আবদালীর মধ্যে

২৮. কোন যুগে সভা ও সমিতির উল্লেখ পাওয়া যায়?

(a) ঋক বৈদিক যুগে ✓✓

(b) পাল যুগে

(c) সেন যুগে

(d) গুপ্ত যুগে

২৯. ১৯১৯ সালের ২৩ নভেম্বর সর্বভারতীয় খিলাফৎ সম্মেলনের সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন?

(a) মহাত্মা গান্ধি ✓✓

(b) লালা লাজপত রায়

(c) বালগঙ্গাধর তিলক

(d) মতিলাল নেহেরু

৩০. ‘রেশমী রুমাল’ ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে হয়?

(a) ১৯১৬ খ্রিস্টাব্দে ✓✓

(b) ১৯১৫ খ্রিস্টাব্দে

(c) ১৯১২ খ্রিস্টাব্দে

(d) ১৯১৮ খ্রিস্টাব্দে

৩১. কোল বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল?

(a) ছোটনাগপুরে ✓✓

(b) বিহারে

(c) দিনাজপুরে

(d) মধ্যপ্রদেশে

৩২. আইহোল শিলালিপিতে কার কৃতিত্ব বর্ণিত হয়েছে?

(a) দ্বিতীয় পুলকেশী ✓✓

(b) চন্দ্রগুপ্ত মৌর্য

(c) হর্ষবর্ধন

(d) সমুদ্রগুপ্ত

৩৩. ‘তুজুক-ই-বাবরী’ গ্রন্থটি কে রচনা করেন?

(a) বাবর ✓✓

(b) আকবর

(c) বৈরাম খাঁ

(d) হুমায়ুন

Note: ‘তুজুক-ই-বাবরী’ বা বাবরনামা তুর্কী ভাষায় রচিত তাঁর বিখ্যাত আত্মজীবনী।

৩৪. ক্যাবিনেট মিশন বা মন্ত্রীমিশন পরিকল্পনা কবে নেওয়া হয়েছিল?

(a) ১৯৪৬ সালে ✓✓

(b) ১৯৪৪ সালে

(c) ১৯৪২ সালে

(d) ১৯৪৭ সালে

Note: ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনের সদস্য ছিলেন ভারত সচিব স্যার জন প্যাথিক লরেন্স।

৩৫. কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠিত?

(a) ১৯২১ খ্রিস্টাব্দে ✓✓

(b) ১৯১৫ খ্রিস্টাব্দে

(c) ১৯১১ খ্রিস্টাব্দে

(d) ১৯২৯ খ্রিস্টাব্দে

Note: রবীন্দ্রনাথ ঠাকুর ১৯২১ খিষ্টাব্দে শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন।

৩৬. কাকে ‘সীমান্তগান্ধী’ অ্যাখ্যা দেওয়া হয়েছে?

(a) আব্দুল গফফর খাঁ ✓✓

(b) মহাত্মা গান্ধি

(c) মাতঙ্গিনী হাজরা

(d) মহম্মদ আলি জিন্নাহ

৩৭. কোন মুঘল সম্রাট সাম্রাজ্যে নৃত্য ও সঙ্গীত নিষিদ্ধ করেছিলেন?

(a) ঔরঙ্গজেব ✓✓

(b) বাবর

(c) আকবর

(d) হুমায়ুন

৩৮. আকবরের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল?

(a) ফতেপুর সিক্রি ✓✓

(b) আগ্ৰা

(c) দিল্লি

(d) পাটনা

৩৯. দিল্লির কোন সুলতানের শাসনকালে ‘সিজদা’ ও ‘পাইবস’ প্রথা চালু হয়েছিল?

(a) গিয়াসুদ্দিন বলবন ✓✓

(b) ইলতুৎমিস

(c) ফিরোজ শাহ তুঘলক

(d) মুহম্মদ বিন তুঘলক

৪০. স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?

(a) জে.বি. কৃপালিনি ✓✓

(b) জওহরলাল নেহরু

(c) চক্রবর্তী রাজা গোপালাচারী

(d) রাজেন্দ্রপ্রসাদ

৪১. খিলাফত আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল?

(a) ১৯১৯ খ্রিস্টাব্দে ✓✓

(b) ১৯২২ খ্রিস্টাব্দে

(c) ১৯০৯ খ্রিস্টাব্দে

(d) ১৯১৪ খ্রিস্টাব্দে

৪২. ‘ওয়ার্নার চুক্তি’ কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?

(a) পেশোয়া প্রথম বাজীরাও এর সঙ্গে কোলাপুরের শাসক দ্বিতীয় শম্ভুজীর ✓✓

(b) মুঘলদের সঙ্গে শিবাজীর

(c) আফগানিস্তানের আমীর ইয়াকুব খান ও ব্রিটিশ সরকারের মধ্যে

(d) পেশোয়া বালাজী বাজীরাও ও আহম্মদ শাহ আবদালীর মধ্যে

৪৩. মধ্যযুগে কোন শাসক তামার নোট প্রচলন করেছিলেন?

(a) মহম্মদ বিন তুঘলক ✓✓

(b) ঔরঙ্গজেব

(c) সমুদ্রগুপ্ত

(d) শশাঙ্ক

৪৪. ‘নিষ্ক’ ও ‘মনা’ নামে দুটি মুদ্রা কোন যুগে প্রচলিত ছিল?

(a) বৈদিক যুগে ✓✓

(b) মুঘল যুগে

(c) গুপ্ত যুগে

(d) পাল যুগে

৪৫. কোন সাম্রাজ্যের শাসনকালে গান্ধার শিল্প বিকশিত হয়েছিল?

(a) কুষান ✓✓

(b) মৌর্য

(c) গুপ্ত

(d) সাতবাহন

৪৬. স্বরাজ দল প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে?

(a) ১৯২৩ খ্রিস্টাব্দে ✓✓

(b) ১৯৩২ খ্রিস্টাব্দে

(c) ১৯২২ খ্রিস্টাব্দে

(d) ১৯৩০ খ্রিস্টাব্দে

Note: ১৯২৩ খিষ্টাব্দে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ এবং মতিলাল নেহেরু জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে স্বরাজ দলের প্রতিষ্ঠা করেন।

৪৭. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন?

(a) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ✓✓

(b) মহাত্মা গান্ধী

(c) বালগঙ্গাধর তিলক

(d) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

৪৮. ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে গঠন করেছিলেন?

(a) রাজবিহারী বসু ✓✓

(b) চিত্তরঞ্জন দাশ

(c) সুভাষচন্দ্র বসু

(d) ক্যাপ্টেন মোহন সিং

৪৯. জয়দেব কোন রাজার রাজসভায় পঞ্চরত্নের একজন রত্ন ছিলেন?

(a) লক্ষণ সেন ✓✓

(b) চন্দ্রগুপ্ত মৌর্য

(c) বল্লাল সেন

(d) কনিষ্ক

৫০. হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে?

(a) বানভট্ট ✓✓

(b) হর্ষবর্ধন

(c) হিউয়েন সাঙ

(d) কলহন

Leave a Comment