ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা – Hydroelectric Projects of India: আজ ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা PDF টি শেয়ার করছি, যেটিতে ভারতের বিভিন্ন জলবিদ্যুৎ কেন্দ্রের নামের তালিকা দেওয়া হয়েছে বাংলায়। বিভিন্ন পরীক্ষাতে ভারতের জলবিদ্যুৎ প্রকল্প তালিকা থেকে প্রশ্ন আসতে দেখা যায়। যেমন:- রিহান্দ জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? উকাই জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর গড়ে উঠেছে? ইত্যাদি।
ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা – Hydroelectric Projects of India
নং | জলবিদ্যুৎ কেন্দ্র | নদী | রাজ্য |
---|---|---|---|
১ | নাগার্জুনাসাগর জলবিদ্যুৎ কেন্দ্র | কৃষ্ণা | অন্ধ্রপ্রদেশ |
২ | সৃসাইলাম জলবিদ্যুৎ কেন্দ্র | কৃষ্ণা | অন্ধ্রপ্রদেশ |
৩ | মাচকুন্ড জলবিদ্যুৎ কেন্দ্র | মাচকুন্ড | অন্ধ্রপ্রদেশ |
৪ | বালিমেলা জলবিদ্যুৎ কেন্দ্র | সিলেরু | উড়িষ্যা |
৫ | হীরাকুঁদ জলবিদ্যুৎ কেন্দ্র | মহানদী | উড়িষ্যা |
৬ | যমুনা জলবিদ্যুৎ কেন্দ্র | যমুনা | উত্তরপ্রদেশ |
৭ | রিহান্দ জলবিদ্যুৎ কেন্দ্র | রিহান্দ | উত্তরপ্রদেশ/মধ্যপ্রদেশ |
৮ | তেহারি জলবিদ্যুৎ কেন্দ্র | ভাগীরথী | উত্তরাখন্ড |
৯ | কালীনদী জলবিদ্যুৎ কেন্দ্র | কালীনদী | কর্ণাটক |
১০ | শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র | কাবেরী | কর্ণাটক |
১১ | সরাবতী জলবিদ্যুৎ কেন্দ্র | সরাবতী | কর্ণাটক |
১২ | ইদ্দুকি জলবিদ্যুৎ কেন্দ্র | পেরিয়ার | কেরালা |
১৩ | সর্দার সরোবর জলবিদ্যুৎ কেন্দ্র | নর্মদা | গুজরাট |
১৪ | সালাল জলবিদ্যুৎ কেন্দ্র | চেনাব | জম্মু ও কাশ্মীর |
১৫ | উরি জলবিদ্যুৎ কেন্দ্র | ঝিলাম | জম্মু ও কাশ্মীর |
১৬ | মাইথন জলবিদ্যুৎ কেন্দ্র | বরাকর | ঝাড়খন্ড |
১৭ | পাঞ্চেৎ জলবিদ্যুৎ কেন্দ্র | দামোদর | ঝাড়খন্ড |
১৮ | জলঢাকা জলবিদ্যুৎ কেন্দ্র | জলঢাকা | পশ্চিমবঙ্গ |
১৯ | ম্যাসাঞ্জোর জলবিদ্যুৎ কেন্দ্র | ময়ূরাক্ষী | পশ্চিমবঙ্গ/ঝাড়খন্ড |
২০ | সুবর্ণরেখা জলবিদ্যুৎ কেন্দ্র | সুবর্ণরেখা | বিহার/ঝাড়খন্ড |
২১ | বানসাগর জলবিদ্যুৎ কেন্দ্র | শোন | মধ্যপ্রদেশ |
২২ | ইন্দিরা সাগর জলবিদ্যুৎ কেন্দ্র | নর্মদা | মধ্যপ্রদেশ |
২৩ | লোকটাক জলবিদ্যুৎ কেন্দ্র | লেইমাটাক | মনিপুর |
২৪ | কোয়েনা জলবিদ্যুৎ কেন্দ্র | কোয়েনা | মহারাষ্ট্র |
২৫ | জওহরসাগর জলবিদ্যুৎ কেন্দ্র | চম্বল | রাজস্থান |
২৬ | রঙ্গীত জলবিদ্যুৎ কেন্দ্র | রঙ্গীত | সিকিম |
২৭ | তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্র | তিস্তা | সিকিম |
২৮ | ভাকরা নাঙ্গাল জলবিদ্যুৎ কেন্দ্র | শতদ্রু | হিমাচল প্রদেশ |
২৯ | ন্যাপথা ঝাকড়ি জলবিদ্যুৎ কেন্দ্র | শতদ্রু | হিমাচল প্রদেশ |
৩০ | দিহার জলবিদ্যুৎ কেন্দ্র | বিপাশা | হিমাচল প্রদেশ |