ভারতের অর্থনীতিতে কৃষির গুরুত্ব – কৃষির অর্থনৈতিক গুরুত্ব লেখ?

Rate this post

ভারতের অর্থনীতিতে কৃষির গুরুত্ব – কৃষির অর্থনৈতিক গুরুত্ব লেখ? : বিভিন্ন কৃষিবিদ ও অধাপক বিভিন্ন ভাবে কৃষির সংজ্ঞা দিয়েছেন। কৃষিকাজ বা Agriculture শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হল ভূমি বা জমি কর্ষণ করা। বিখ্যাত অধ্যাপক জিম্যারম্যানের মতে – কোণ নিদিষ্ট অঞ্চলে বসবাসকারী মানুষ যখন উদ্ভিদ ও প্রানী জীবনের স্বাভাবিক জন্ম ও বৃদ্ধির প্রসার ঘটিয়ে নিজের প্রয়োজন মেটানোর জন্য উদ্ভিদ ও প্রানীজ দ্রব্যাদির উৎপাদন করে, তখন তাকে কৃষিকাজ বলে। 

অন্যদিকে অধ্যাপক এস. জি. ওয়াটসনের মতে, কৃষিকাজ কেবল মাত্র মৃত্তিকার উপযুক্ত ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ নয়। কৃষির বৃহত্তর সীমার মধ্যে শস্য উৎপাদন ও পশুপালনও অন্তর্ভুক্ত।

কৃষির গুরুত্ব গুলি নিম্নে আলোচনা করা হল 

জাতীয় আয়ে কৃষির গুরুত্ব – কোণ দেশের অর্থনৈতিক উন্নতিতে কৃষি গুরুত্বপূর্ন ভূমিকা গ্রহন করে। ফসল চাষের অনুকূল পরিবেশ গুলি বর্তমান থাকলে যে কোণ দেশের মোট জাতীয় আয়ের একটি বড়ো অংশ কৃষি থেকে আসার সম্ভাবনা থাকে। 

জীবিকা অর্জনের সহজ মাধ্যম – যে সব দেশে শিল্পের তেমন বিকাশ ঘটেনি এবং কৃষি উপযোগী জমির জোগান রয়েছে, সে সব দেশের অধিকাংশ লোক কৃষিকার্যে নিযুক্ত থেকে জীবিকা নির্বাহ করে। মূলত অনুন্নত ও উন্নয়নশীল দেশ গুলিতে মোট জনসংখ্যার একটা বিরাট অংশ কৃষি কার্যে নিযুক্ত। যেমন – ভারতের প্রায় ৬৫% মানুষ কৃষি কাজের সঙ্গে নিযুক্ত। 

কাজের সুযোগ সৃষ্টিতে কৃষির গুরুত্ব – সম্প্রতি বহুফসলি ব্যবস্থা প্রচলিত হওয়ার ফলে সারা বছর ধরে কৃষিতে কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে বর্ষব্যাপী কৃষি শ্রমিকের চাহিদা বৃদ্ধি পেয়েছে। ফলে অধিকাংশ দরিদ্র শ্রেনীর মানুষের কর্মসংস্থানের অন্যতম প্রধান উৎস কৃষি। 

শিল্প উন্নতিতে কৃষির ভূমিকা – বিশ্বের অনেক শিল্পই কৃষিজাত দ্রব্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। যেমন – কাগজ, বস্ত্র, রেশন শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, চিনি শিল্প প্রভৃতি। অর্থাৎ কোণ দেশের শিল্প উন্নতিতে কৃষি গুরুত্ব পূর্ন ভূমিকা পালন করে।   

বৈদেশিক মুদ্রা আয়ে কৃষির ভূমিকা – বর্তমানে বহুদেশ কৃষিজাত দ্রব্য বিক্রি করে বহু দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। ফলে দেশের অর্থনৈতিক বিকাশ ত্বরান্বিত হয়। যেমন – ভারতের মোট রপ্তানি আয়ের প্রায় ২৫% কার্পাস বয়ন শিল্পজাত দ্রব্য থেকে, প্রায় ১৫% চা রপ্তানী করে এবং প্রায় ১০% পাট জাত দ্রব্য রপ্তানী করে আসে। 

খাদ্যসংস্থানে কৃষির গুরুত্ব – মানুষের বেঁচে থাকার সর্বপ্রথম উপাদান হল খাদ্যশস্য, যা কৃষি থেকে আসে। পৃথিবীর অনেক দেশই খাদ্যশস্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ন নয়। ফলে তাদের বিদেশ থেকে খাদ্যশস্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ন নয়। ফলে তাদের বিদেশ থেকে খাদ্যশস্য আমদানি করতে হয়। আবার অনেক দেশ উদ্বৃত্ত খাদ্যশস্য বিদেশে রপ্তানি করে থাকে। ফলে সমগ্র বিশ্বের জনগণের খাদ্য সংস্থান একমাত্র কৃষির মাধ্যমে সম্ভব হয়েছে।

Leave a Comment