ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Indian National Movement MCQ PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF.
নিচে Indian National Movement MCQ PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস প্রশ্ন ও উত্তর | Indian National Movement MCQ
1)কোন আইনের দ্বারা প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের ওপর সরকারের নিয়ন্ত্রণের সূচনা হয়?
Ans: 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট।
2) কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ভারতের প্রথম ডাক টিকিট প্রবর্তন করেন?
Ans: লর্ড ডালহৌসি।
3) কোন ভাইসরয় আন্দামানের আততায়ীর নিহত হন?
Ans: লর্ড মেয়ো।
4) ভারতের রাজধানী কবে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়?
Ans: 1911 খ্রিস্টাব্দে।
5) কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কবে কোথায় প্রতিষ্ঠিত হয়?
Ans: 1925 খ্রিস্টাব্দে কানপুরে।
6) গান্ধীজীর অনুপস্থিতিতে কে ভারত ছাড়ো আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন?
Ans: অরুণা আসফ আলি।
7)পিটের ভারত শাসন আইন কবে পাশ হয়?
Ans: 1784 খ্রিষ্টাব্দে।
8) বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়?
Ans: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
9) আত্মোন্নতি সমিতি কে প্রতিষ্ঠা করেন?
Ans: বিপিনবিহারী গাঙ্গুলী।
10) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিল?
Ans: অ্যানি বেসান্ত।
11) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন?
Ans: সরোজিনী নাইডু।
12) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সম্পাদক কে ছিলেন?
Ans: অ্যালান অক্টোভিয়ান হিউম।
13) ভাইয়াচারি ভূমি ব্যবস্থা কোথায় প্রচলিত ছিল?
Ans: পাঞ্জাব।
14) ভারতীয়রা কত সালে সিভিল সার্ভিস পরীক্ষা দেয়ার অধিকার লাভ করে?
Ans: 1858 খ্রিষ্টাব্দে।
15) মাদ্রাজ মহাজন সভা কবে প্রতিষ্ঠিত হয়?
Ans: 1884 খ্রিস্টাব্দ।
16) রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কত সালে স্থাপিত হয়?
Ans: 1925 খ্রিস্টাব্দে।
17) লন্ডনের স্যার কার্জন ওয়ালিকে কে হত্যা করেন?
Ans: মদন লাল ধিংরা।
18) নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে কবে পাশ করেন?
Ans: 1876 খ্রিস্টাব্দে লর্ড নর্থব্রুক।
19) 1946 খ্রিস্টাব্দে ভারতে আগত মন্ত্রী মিশনের সদস্য কারা ছিলেন?
Ans: লর্ড প্যাথিক লরেন্স, এ.ভি. আলেকজান্ডার ও স্যার স্ট্যাফোর্ড ক্রীপস।
20) সাইমন কমিশন কবে গঠিত হয়?
Ans: 1927 খ্রিস্টাব্দে।
21) সাইমন কমিশন কে ভারতীয় না বয়কট করেছিল কেন?
Ans: কারণ এই কমিশনে কোন ভারতীয় সদস্য ছিল না।
22) “সমৃদ্ধ ব্রিটিশ ভারত” গ্রন্থটি কার লেখা?
Ans: উইলিয়াম ডিগবি।
23) জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের তদন্ত সংক্রান্ত হান্টার কমিশনের রিপোর্ট কবে প্রকাশিত হয়?
Ans: 1919খ্রিস্টাব্দে।
24) মহারাষ্ট্র শিবাজী ও গণপতি উৎসব কে প্রচলন করেন?
Ans: বালগঙ্গাধর তিলক।
25) সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে কবে ঘোষণা করেন?
Ans: 1932 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড।