ভারতের শিল্প – Industry of India

Rate this post

ভারতের শিল্প – Industry of India: ভারত পৃথিবীর অন্যতম শিল্প উন্নত দেশ। এখানে বিভিন্ন শিল্পের বিকাশ ঘটেছে। সেই শিল্প গুলি সম্পর্কেই কিছু তথ্য তুলে ধরা হল।  

ভারতের  লৌহ ইস্পাত শিল্প 

  •  TISCO লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি স্থাপিত হয় ১৯০৭ সালে ঝাড়খণ্ডের জামসেদপুরে, যা ভারতের প্রথম আধুনিক লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র 
  • ১৯১৯ সালে পশ্চিমবঙ্গের বার্নপুরে ব্যারাক নদীর ধারে  স্থাপিত হয় দ্বিতীয় লৌহ ইস্পাত কারখানা IISCO 
  • ১৯২৩ সালে কর্নাটকের ভদ্রাবতীতে গড়ে ওঠে বিশ্বেস্বরায় স্টিল প্ল্যান্ট 
  •  TISCO, IISCO  এবং ভদ্রাবতী লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র তিনটি স্বাধীনতার পূর্বে গড়ে উঠেছিল 
  • ভারতের প্রথম সমুদ্র তীরবর্তী লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র হল বিশাখাপত্তনম
  • দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গড়ে ওঠে – ভিলাই (ছত্তিশগড় ), রৌরকেল্লা (ওড়িশা) ও দূর্গাপুর (পশ্চিমবঙ্গ )
  • তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গড়ে ওঠে – ঝাড়খণ্ডের বোকারো স্টিল প্ল্যান্ট রাশিয়ার সহযোগিতায় 
  • স্টিল অথরিটি অফ ইন্ডিয়া (SAIL) স্থাপিত হয় ১৯৭৩ সালে
  • ভিলাই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি রাশিয়ার সহযোগিতায় গড়ে ওঠে। 
  • রৌরকেল্লা লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি জার্মানির সহযোগিতায় গড়ে ওঠে। 
  • দূর্গাপুর লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি  ব্রিটিশ যুক্তরাজ্যের সহযোগিতায় গড়ে ওঠে। 
  • সালেম স্টিল প্ল্যান্ট – তামিলনাড়ু 
  • বিজয়নগর স্টিল প্ল্যান্ট – কর্নাটক 
  • দ্বৈতারি স্টিল প্ল্যান্ট – ওড়িশা 

ভারতের অ্যালুমিনিয়াম শিল্প কেন্দ্র 

  • অ্যালুমিনিয়াম শিল্পের প্রধান কাঁচামাল বক্সাইড
  • অ্যালুমিনিয়াম শিল্প ভারতের দ্বিতীয় গুরুত্বপূর্ন ধাতু ভিত্তিক শিল্প 
  • হিন্দুস্থান অ্যালুমিনিয়াম কোরপোরেশন লিমিটেড (HINDALCO), ১৯৫৮ – রেনুকোট, উত্তরপ্রদেশ
  • ইন্ডিয়ান অ্যালুমিনিয়াম কোম্পানী লিমিটেড (INDAL) – হিরাকুদ, ওড়িশা 
  • ভারত অ্যালুমিনিয়াম কোম্পানী লিমিটেড (BALCO), ১৯৬৫ – কোরবা, ছত্তিশগড়; রত্নাগিরি, মহারাষ্ট্র  
  • মাদ্রাস অ্যালুমিনিয়াম কোম্পানী লিমিটেড (MALCO), ১৯৬৫ – মেত্তুর, তামিলনাড়ু 
  • ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানী লিমিটেড (NALCO) – কোরাপুট,  ওড়িশা 
  • HINDALCO অ্যালুমিনিয়াম উৎপাদনে ভারতে প্রথম, NALCO দ্বিতীয় স্থান অধিকার করে 

ভারতের মোটর গাড়ি নির্মান শিল্প 

  • প্রিমিয়ার অটোমোবাইল লিমিটেড, ১৯৪৭ – কুরলা, মুম্বাই 
  • হিন্দুস্থান মোটরস লিমিটেড, ১৯৪৮ – উত্তরপাড়া, কলকাতা
  • ভারতের প্রায় ৭০% বানিজ্যিক যান নির্মান করে টাটা ইঞ্জিনিয়ারিং এবং লোকোমোটিভ লিমিটেড (TELCO)
  • মাহিন্দ্রা ও মাহিন্দ্রা কোম্পানি অবস্থিত – মুম্বাই  এ 
  • অশোক লেল্যান্ড এবং স্ট্যান্ডার্স মোটর লিমিটেড অবস্থিত – চেন্নাই এ
  • ভারতের সামরিক গাড়ি নির্মিত হয় – জব্বলপুরে 
  • যাত্রীবাহী গাড়ি নির্মানে হরিয়ানার গুরগাও এ অবস্থিত মারুতি উদ্যোগ লিমিটেড ভারতে প্রথম স্থান অধিকার করে। 

ভারতের কার্পাস বয়ন শিল্প 

  • ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় কলকাতার ঘুসুরি ১৮১৮ সালে । 
  • ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রিভবন দেখা যায় মহারাষ্ট্র ও গুজরাটে ।
  • গুজরাটের আমেদাবাদ কে ভারতের ম্যানচেস্টার বলা হয়। 
  • মুম্বাই কে বস্ত্রবয়ন শিল্পের রাজধানী বলা হয়। 
  • তামিলনাড়ুর কোয়েম্বাটুর কে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। 
  • কার্পাস বয়ন শিল্প এক প্রকার শিকড় আলগা শিল্প। 
  • কার্পাস বয়ন শিল্প প্রধানত বাজার কে কেন্দ্র করে গড়ে ওঠে। 
  • কার্পাস বয়ন শিল্প ভারতের একক বৃহত্তম শিল্প। 
  • ভারতের বৃহত্তম কৃষি ভিত্তিক শিল্প হল এই কার্পাস বয়ন শিল্প । 

ভারতের পাট শিল্প 

  • ভারতের প্রথম পাট কল স্থাপিত হয় কলকাতার রিষড়ায় ১৮৭৬ সালে । 
  • ভারতের প্রায় ৯০% পাট কল পশ্চিমবঙ্গের হুগলি নদীর দুই তীরে গড়ে উঠেছে। 
  • পাট জাত দ্রব্য উৎপাদনে প্রথম কিন্তু রপ্তানিতে ভারত বর্তমানে দ্বিতীয় স্থান অধিকার করে। 

ভারতের সার শিল্প 

  • ভারতের প্রথম সার তৈরির কারখানা গড়ে ওঠে ১৯০৬ সালে তামিলনাড়ুর রা্নিপেটে।
  • নাইট্রোজেন জাতীয় সার উৎপাদনে বর্তমানে ভারত বিশ্বে তৃতীয় স্থান অধিকার করে। 
  • ভারতে স্বাধীনতার পরে প্রথম রাজ্য সরকারের মালিকানাধীন সার উৎপাদন কেন্দ্র গড়ে ওঠে বিহারের সিন্ধ্রি তে ১৯৫১ সালে। 
  • সার উৎপাদন কেন্দ্র গুলি সাধারনত তৈল শোধনাগারের নিকট গড়ে ওঠে, কারণ সার শিল্পের প্রধান কাঁচামাল ন্যাপথা । 
  • সার উৎপাদনে গুজরাট ভারতে প্রথম স্থান অধিকার করে। 
  • ভারতের প্রথম কয়লা থেকে উৎপন্ন গ্যাসের ওপর ভিত্তি করে সার উৎপাদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা গ্রহন করা হয়েছে ওড়িশার তালচেরে। 

ভারতের কিছু সার উৎপাদন কারী সংস্থা 

  • ফার্টিলাইজার কোরপরেশন অফ ইন্ডিয়া – স্থাপিত ১৯৬১, অধীনস্থ সার কারখানা বিহারের সিন্ধ্রি, উত্তরপ্রদেশের গোরক্ষপুর, ওড়িশার তালচের, অন্ধ্রপ্রদেশের রামাগুন্ডাম। 
  • ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড 
  • রাষ্ট্রীয় কেমিক্যালস ও ফার্টিলাইজারস  লিমিটেড 
  • হিন্দুস্থান ফার্টিলাইজারস কোরপরেশন লিমিটেড 

ভারতের সিমেন্ট শিল্প 

  • সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল হল চুনাপাথর ।
  • ভারতের প্রথম সিমেন্ট কারখানা গড়ে ওঠে ১৯১২-১৩ সাল নাগাদ ভারতীয় সিমেন্ট কোরপরেশন লিমিটেড দ্বারা গুজরাটের পোরবন্দরে। 
  • বর্তমানে ভারতের সিমেন্ট শিল্প পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম। 
  • ভারতের বেশির ভাগ সিমেন্ট কারখানা গুলি গড়ে উঠেছে বিন্ধ্য পর্বত বরাবর পূর্ব রাজস্থান থেকে ঝাড়খণ্ড অবধি।কারণ এই অঞ্চলে ভালো মানের প্রচুর চুনাপাথর সঞ্চিত আছে। 
  • পূর্বতন অন্ধ্রপ্রদেশ ( অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা) সিমেন্ট উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে। 

কাগজ শিল্প 

  • ভারতের প্রথম কাগজ কল গড়ে ওঠে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে। 
  • কাগজ উৎপাদনে বর্তমানে মহারাষ্ট্র ভারতে প্রথম স্থান অধিকার করে। 
  • ভারতের সবচেয়ে বেশি নিউসপ্রিন্ট উৎপাদিত হয় মধ্যপ্রদেশের নেপানগরে। 

চিনি শিল্প

  • ভারতের দ্বিতীয় বৃহত্তম কৃষি ভিত্তিক শিল্প হল চিনি শিল্প। 
  • চিনি উৎপাদনে ভারতে কিউবার পর বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করে। 
  • চিনি উৎপাদনে মহারাষ্ট্র প্রথম, উত্তরপ্রদেশ দ্বিতীয় ও তামিলনাড়ু তৃতীয় স্থান অধিকার করে। 

কাঁচ শিল্প

  • ভারতের প্রথম সংগঠিত কাঁচ নির্মান কারখানা স্থাপিত হয় ১৯৪১ সালে
  • কাঁচ শিল্পের প্রধান কাঁচামাল হল সিলিকা জাতীয় বালি। 
  • অন্যান্য কাঁচামাল হল সোডাআঁশ, ফেলস্পার, চুনাপাথর, ডলোমাইট, সালফার, কপার প্রভৃতি। 
  • কাঁচ উৎপাদনে উত্তরপ্রদেশ প্রথম, পশ্চিমবঙ্গ দ্বিতীয় ও মহারাষ্ট্র তৃতীয়। 
  • উত্তরপ্রদেশের ফিরোজাবাদ ভারতের গুরুতবপূর্ন  কাঁচ উৎপাদক অঞ্চল। 

পেট্রোকেমিক্যাল শিল্প 

  • খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের উপজাত দ্রব্য কে কেন্দ্র করে যে শিল্প গড়ে ওঠে তাকে পেট্রোকেমিক্যাল শিল্প বলা হয়। 
  • পেট্রোকেমিক্যাল শিল্পকে ভারতে সূর্যোদয়ের শিল্প বলা হয়। 
  • মহারাষ্ট্রের ট্রম্বে তে ভারতের প্রথম  পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র গড়ে ওঠে। 
  • গুজরাটের জামনগরে স্থাপিত রিলায়েন্স পেট্রোকেমিক্যাল ভারতের বৃহত্তম ও বেসরকারী শিল্পকেন্দ্র।
  • পেট্রোকেমিক্যাল শিল্পের  প্রধান কাঁচামাল হল খনিজ তেলের উপজাত দ্রব্য ন্যাপথা। 
  • মহারাষ্ট্র ও গুজরাটে পেট্রোকেমিক্যাল শিল্পের কেন্দ্রীভবন দেখা যায়। 

ইঞ্জিনিয়ারিং শিল্প 

জাহাজ নির্মান শিল্প 

  • হিন্দুস্থান শিপইয়ার্ড লিমিটেড – বিশাখাপত্তনম, ভারতের বৃহত্তম জাহাজ নির্মান সংস্থা 
  • কোচিন  শিপইয়ার্ড লিমিটেড – কোচিন 
  • গার্ডেনরিচ শিপবিল্ডার্শ এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড – কলকাতা 
  • মাজাগাঁও ডক – মুম্বাই 
  • ভারতের প্রথম বিমানপোত নির্মান কারখানা গড়ে ওঠে ১৯৪২ সালে ব্যাঙ্গালুরুতে। 
  • হিন্দুস্থান অ্যারোনটিক্যাল লিমিটেড [HAL] স্থাপিত হয় ১৯৬৪ সালে ।
  • রেলগাড়ির ইঞ্জিন বা লোকোমটিভ নির্মান কারখানা স্থাপিত হয় পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন, উত্তরপ্রদেশের বারানসী [ ডিজেল চালিত ইঞ্জিন], ঝাড়খণ্ডের জামসেদপুরে।   
  • মধ্যপ্রদেশের ভূপালে অবস্থিত  BHEL [Bharat Heavy Electricals Ltd] ইলেকট্রিক রেল ইঞ্জিন নির্মান কারখানা গড়ে ওঠে। 
  • রেল কোচ বা বগি নির্মান কারখানা স্থাপিত হয় চেন্নাই এর পেরামপুরে, বেঙ্গালুরু [Bharat Earth Movers Limited]  ও পাঞ্জাবের কাপুরথালায়। 

Leave a Comment