ভারতের হ্রদ সমূহ – Lakes of India: ভূ-প্রাকৃতিক বৈচিত্র্য সম্পন্ন দেশ ভারতের বিভিন্ন অংশে ছোট বড়ো বিভিন্ন আকৃতির হ্রদ ও উপ হ্রদের অবস্থান দেখা যায়। এই হ্রদ গুলি প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট। এখানে ভারতের উল্লেখযোগ্য কিছু হ্রদ সম্পর্কে আলোচনা করা হলো। ভারতের বিখ্যাত হ্রদ গুলি হল –
1. অষ্টমুদি হ্রদ – কেরালার মালাবার উপকূলে অবস্থিত অষ্টমুদী হ্রদ প্রকৃত পক্ষে একটি সামুদ্রিক লেগুন। এই অঞ্চলে উপহ্রদ গুলি কয়াল নামে পরিচিত।
2. ভেম্বানাদ হ্রদ – কেরালায় অবস্থিত ভেম্বানাদ হ্রদ বা কয়াল কেরালার বৃহত্তম এবং ভারতের দীর্ঘতম হ্রদ।
3. চিল্কা হ্রদ – ভারতের ওড়িশা রাজ্যের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ ও আয়তনের বিচারে ভারতের দ্বিতীয় বৃহত্তম হ্রদ।
4. কোলেরু হ্রদ – কোলেরু হ্রদ টি অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা ও গোদাবরী নদীর বদ্বীপ মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি স্বাদু জলের হ্রদ। এই জলাশয় টিকে 2002 সালে রামসার তালিকার অন্তর্ভুক্ত করা হয়। এটি দক্ষিণ ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ।
5. পুলিকট হ্রদ – অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থিত পুলিকট হ্রদ ভারতের দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় লবণাক্ত হ্রদ।
6. পুষ্কর হ্রদ – রাজস্থানের আজমীরে অবস্থিত পুষ্কর হ্রদটি একটি মনুষ্যসৃষ্ট কৃত্রিম হ্রদ। লুনি নদীর গতিপথে অবস্থিত এই হ্রদ টি হিন্দু ধর্মের একটি পবিত্র তীর্থ স্থান।
7. সম্বর হ্রদ – সম্বর হ্রদ টি ভারতের স্থল মধ্যবর্তী বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। এই জলাশয় টি রামসার তালিকা ভুক্ত।
8. ডাল হ্রদ – কাশ্মীরের অন্যতম বিখ্যাত হ্রদ ডাল। এটি কাশ্মীরের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসাবে বিবেচিত হয়। ডাল কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম হ্রদ ও এটি হিমবাহ সৃষ্ট।
9. উলার হ্রদ – কাশ্মীরে অবস্থিত উলার হ্রদটি ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। এই হ্রদটি প্লিস্টসিন যুগে টেকটনিক কার্যকলাপ জনিত কারণে সৃষ্ট। বিতস্তা নদীর জল দ্বারা উলার হ্রদ টি পুষ্ঠ।
10. লোকটাক হ্রদ – উত্তর-পূর্ব ভারতের মনিপুর রাজ্যে
অবস্থিত লোকটাক হ্রদ উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। এই হ্রদ টিকে ভাসমান দ্বীপের হ্রদ বলা হয়।
11. চোলেমু লেক – সিকিমে অবস্থিত এই হ্রদটি ভারতের উচ্চতম হ্রদ।
12. ভারতের হিমবাহ সৃষ্ট হ্রদ হল – ডাল লেক
13. ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হল – উলার লেক
14. ভারতের হ্রদের রাজ্য বলা হয় – উত্তরাখন্ড কে
15. লোকটাক হ্রদ অবস্থিত – মনিপুরে
16. ভারতের পূর্ব উপকূলের বৃহত্তম হ্রদ – চিল্কা
17. সম্বর হ্রদ অবস্থিত – রাজস্থানে
18. হোসেন সাগর অবস্থিত – হায়দ্রাবাদে
19. পুলিকট হ্রদ অবস্থিত – অন্ধ্রপ্রদেশে
20. উলার হ্রদ অবস্থিত – কাশ্মীরে
21. লোনার লেক – মহারাষ্ট্রে অবস্থিত লোনার লেক টি উল্কাপাতের ফলে সৃষ্ট।