ভারতের আইন বিভাগ প্রশ্ন উত্তর – Legislature India SAQ: ১৮৬১ সালের ভারতীয় কাউন্সিল আইন বলে কার্যনির্বাহী পরিষদের সদস্য ও অ-পদাধিকারী সদস্যদের নিয়ে আইন পরিষদ বা লেজিসলেটিভ কাউন্সিল স্থাপিত হয়। ১৮৯২ সালের ভারতীয় কাউন্সিল আইন বলে দেশে প্রাদেশিক আইনসভা প্রতিষ্ঠিত হয় এবং আইন পরিষদে ক্ষমতা বৃদ্ধি করা হয়।
ভারতের আইন বিভাগ প্রশ্ন উত্তর – Legislature India SAQ
কেন্দ্রীয় আইনসভা
1. ভারতের কেন্দ্রীয় আইনসভা সংবিধানের কত নং ধারা অনুসারে গঠিত হয়েছে?
উত্তর: ভারতের কেন্দ্রীয় আইনসভা সংবিধানের 79 নং ধারা অনুসারে গঠিত হয়েছে।
2. ভারতের কেন্দ্রীয় আইনসভাকে কি বলা হয়?
উত্তর: ভারতের কেন্দ্রীয় আইনসভাকে পার্লামেন্ট বলা হয়।
3. পার্লামেন্টের উপাদান গুলি কি কি?
উত্তর: রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভাকে নিয়ে ভারতীয় পার্লামেন্ট গঠিত হয়েছে।
4. ভারতীয় পার্লামেন্টের কয়টি কক্ষ?
উত্তর: ভারতীয় পার্লামেন্টের দুটি কক্ষ রয়েছে, রাজ্যসভা (উচ্চকক্ষ) ও লোকসভা (নিম্ন কক্ষ)।
5. ভারতীয় পার্লামেন্টের স্থায়ী কক্ষ কোনটি?
উত্তর: রাজ্যসভা হল ভারতীয় পার্লামেন্টের স্থায়ী কক্ষ (83 নং ধারা)।
6. রাজ্যসভার সদস্যদের কার্যকালের সময়সীমা কত?
উত্তর: রাজ্যসভার সদস্যদের কার্যকাল 6 বছর ধার্য করা হয়েছে।
7. রাজ্যসভার সদস্যরা কিভাবে অবসর গ্রহণ করেন?
উত্তর: প্রতি 2 বছর অন্তর রাজ্যসভার সংসদ 1/3 অংশ সদস্য অবসর গ্রহণ করেন ও নতুন সদস্য নির্বাচিত হন।
8. রাজ্যসভার সদস্য হওয়ার নূন্যতম বয়স কত?
উত্তর: রাজ্যসভার সদস্য হওয়ার নূন্যতম বয়স 30 বছর।
9. রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত?
উত্তর: রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হল 250 জন (অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 238 জন এবং 12 জন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত)।
10. বর্তমানে রাজ্যসভার সদস্য সংখ্যা কত?
উত্তর: 1992 সালে সংবিধান সংশোধনী আইন অনুসারে 2026 সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য সংখ্যা 245 জন ( নির্বাচিত 233 জন এবং 12 জন মনোনীত)।
11. রাজ্যসভার সদস্যরা কিভাবে নির্বাচিত হন?
উত্তর: রাজ্যসভায় অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা পরোক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন।
12. রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত করেন?
উত্তর: রাষ্ট্রপতি রাজ্যসভায় 12 জন সদস্যকে মনোনীত করেন।
13. রাজ্যসভায় কোন রাজ্যের প্রতিনিধির সংখ্যা সর্বাধিক?
উত্তর: রাজ্যসভায় উত্তরপ্রদেশের (31) সর্বাধিক সদস্য রয়েছেন।
14. রাজ্যসভায় পশ্চিমবঙ্গের কতজন প্রতিনিধি রয়েছেন?
উত্তর: রাজ্যসভায় পশ্চিমবঙ্গের 16 জন প্রতিনিধি রয়েছেন।
15. রাজ্যসভায়কে সভাপতিত্ব করেন?
উত্তর: উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভায় সভাপতিত্ব করেন।
16. উপরাষ্ট্রপতি রাজ্যসভায় কখন ভোট প্রদান করেন?
উত্তর: উপরাষ্ট্রপতির রাজ্যসভায় শুধুমাত্র নির্ণয়ক ভোট প্রদান করেন।
17. রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হন?
উত্তর: রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান রাজ্যসভার সদস্যদের দ্বারা তাদের মধ্য থেকে নির্বাচিত হন।
18. ভারতীয় পার্লামেন্টের অস্থায়ী কক্ষ কোনটি?
উত্তর: লোকসভা হল ভারতীয় পার্লামেন্টের অস্থায়ী কক্ষ।
19. লোকসভার সদস্যদের সাধারণ কার্যকালের মেয়াদ কত?
উত্তর: লোকসভার সদস্যদের সাধারণ কার্যকালের মেয়াদ 5 বছর।
20. লোকসভার সদস্য হওয়ার নূন্যতম বয়স কত?
উত্তর: লোকসভার সদস্য হওয়ার নূন্যতম বয়স 25 বছর।
21. লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত?
উত্তর: লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা 550 জন (অঙ্গরাজ্যের 530 জন ও কেন্দ্রশাসিত অঞ্চলের 20 জন)।
22. কবে লোকসভা সর্বাধিক সদস্য সংখ্যা 552 থেকে 550 হয়?
উত্তর: 2020 সালের 25 জানুয়ারি 104 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে অ্যাংলো–ইন্ডিয়ান প্রতিনিধির সংরক্ষণ বিলুপ্ত করে লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা 552 থেকে 550 করা হয়।
23. বর্তমানে লোকসভার সদস্য সংখ্যা কয়টি?
উত্তর: বর্তমানে লোকসভার সদস্য সংখ্যা হল 543 জন (অঙ্গরাজ্যের 524 জন ও কেন্দ্রশাসিত অঞ্চলের 19 জন)।
24. লোকসভায় কোন রাজ্যের প্রতিনিধির সংখ্যা সর্বাধিক?
উত্তর: লোকসভায় উত্তরপ্রদেশের (80) সর্বাধিক সদস্য রয়েছেন।
25. লোকসভায় পশ্চিমবঙ্গের কয়জন প্রতিনিধি রয়েছে?
উত্তর: লোকসভায় পশ্চিমবঙ্গের 42 জন সদস্য রয়েছে।
26. লোকসভার সদস্যদের শপথ বাক্য কে পাঠ করান?
উত্তর: লোকসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।
27. লোকসভায় কে সভাপতিত্ব করেন?
উত্তর: লোকসভায় অধ্যক্ষ (স্পিকার) সভাপতিত্ব করেন।
28. লোকসভার অধ্যক্ষ কিভাবে নির্বাচিত হয়?
উত্তর: লোকসভার সদস্যগণ দ্বারা তাদের মধ্যে থেকে লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হন।
29. অধ্যক্ষের অনুপস্থিতিতে লোকসভা অধিবেশন কে পরিচালনা করেন?
উত্তর: অধ্যক্ষের অনুপস্থিতিতে লোকসভা অধিবেশন ডেপুটি স্পিকার পরিচালনা করেন।
30. পার্লামেন্টের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন?
উত্তর: পার্লামেন্টের যৌথ অধিবেশনে লোকসভার অধ্যক্ষ সভাপতিত্ব করেন।
31. লোকসভায় নির্ণয়ক ভোট কে প্রদান করেন?
উত্তর: লোকসভায় নির্ণয়ক ভোট অধ্যক্ষ প্রদান করেন।
32. সংসদীয় কমিটির চেয়ারম্যানদের কে নিযুক্ত করেন?
উত্তর: সংসদীয় কমিটির চেয়ারম্যানদের লোকসভার অধ্যক্ষ নিযুক্ত করেন।
33. কিভাবে বিরোধী দলের নেতা নির্বাচিত হন?
উত্তর: নির্বাচনে 1/10 অংশ আসন পেলে সেই দলকে বিরোধী দল এবং সেই দলের নেতাকে বিরোধী দলনেতা হিসেবে ধরা হয়।
34. লোকসভায় প্রতিবছর কয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়?
উত্তর: লোকসভায় প্রতিবছর 3 টি অধিবেশন অনুষ্ঠিত হয়।
A. বাজেট অধিবেশন (ফেব্রুয়ারি-মে, দীর্ঘতম)।
B. বাদল অধিবেশন (জুলাই-সেপ্টেম্বর)।
C. শীতকালীন অধিবেশন (নভেম্বর-ডিসেম্বর, ক্ষুদ্রতম)।
35. লোকসভার দীর্ঘতম অধিবেশন কোনটি?
উত্তর: বাজেট অধিবেশন হল লোকসভার দীর্ঘতম অধিবেশন।
36. কত সময়ের ব্যবধানে লোকসভার অধিবেশন অনুষ্ঠিত হয়?
উত্তর: লোকসভার 2 টি অধিবেশনের মধ্যে 6 মাসের বেশি বিরতি রাখা যায় না।
37. লোকসভা অধিবেশনের কার্যাবলীর সময় কত?
উত্তর: লোকসভা অধিবেশনের কার্যাবলীর সময় সকাল 11 টা থেকে দুপুর 1টা এবং দুপুর 2 টো থেকে বিকেল 6 টা পর্যন্ত।
38. বিল কখন আইনে পরিণত হয়?
উত্তর: বিল দুই কক্ষ কর্তৃক পাশ হওয়ার পর, রাষ্ট্রপতি সম্মতিতে আইনে পরিণত হয়।
39. রাষ্ট্রপতি কোন বিলে স্বাক্ষর দিতে বাধ্য থাকেন?
উত্তর: রাষ্ট্রপতি অর্থবিল বিলে স্বাক্ষর দিতে বাধ্য থাকেন।
40. কোন বিল অর্থবিল কিনা এ বিষয়ে কার সিদ্ধান্ত চূড়ান্ত?
উত্তর: কোন বিল অর্থবিল কিনা এ বিষয়ে লোকসভার অধ্যক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত হয় (199 নং ধারা)।
41. অর্থবিল প্রথম পার্লামেন্টের কোন কক্ষের উপস্থাপিত হয়?
উত্তর: অর্থবিল প্রথম পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় উপস্থাপিত হয়।
42. রাজ্যসভা অর্থবিলকে কতদিন আটকে রাখতে পারেন?
উত্তর: রাজ্যসভা অর্থবিলকে 14 দিন আটকে রাখতে পারেন।
43. কোন বিল উপস্থাপন রাষ্ট্রপতির পূর্ব অনুমোদন প্রয়োজন?
উত্তর: অর্থবিল উপস্থাপনে রাষ্ট্রপতির পূর্ব অনুমোদন প্রয়োজন।
44. কে যৌথ অধিবেশনের আহ্বান করেন?
উত্তর: রাষ্ট্রপতি যৌথ অধিবেশনের আহ্বান করেন।
45. রাষ্ট্রপতি নির্বাচন ও ইমপিচমেন্ট ক্ষমতা পার্লামেন্টের কোন কক্ষে রয়েছে?
উত্তর: রাষ্ট্রপতি নির্বাচন ও ইমপিচমেন্ট ক্ষমতা পার্লামেন্টের উভয় কক্ষে রয়েছে।
46. পার্লামেন্টের বৈধ অধিবেশনে কতজন সদস্য উপস্থিত আবশ্যক?
উত্তর: পার্লামেন্টের বৈধ অধিবেশনে কোরাম অর্থাৎ 10% সদস্য উপস্থিতি আবশ্যক (লোকসভায় 55 ও রাজ্যসভায় 25 সদস্য)।
47. কেন্দ্রীয় মন্ত্রিসভা কোথায় দায়বদ্ধ থাকেন?
উত্তর: কেন্দ্রীয় মন্ত্রিসভা লোকসভায় দায়বদ্ধ থাকে।
48. লোকসভার নেতা বা নেত্রী কে?
উত্তর: প্রধানমন্ত্রী হলেন লোকসভার নেতা বা নেত্রী।
রাজ্য আইনসভা
1. সংবিধানের কত নম্বর ধারায় রাজ্য আইনসভা সম্পর্কে বলা হয়েছে?
উত্তর: সংবিধানের 168 – 212 নং ধারায় রাজ্য আইনসভা সম্পর্কে বলা হয়েছে।
2. রাজ্য আইনসভার কয়টি কক্ষ?
উত্তর: রাজ্য আইনসভার 2 টি কক্ষ বিধান পরিষদ (উচ্চকক্ষ) ও বিধানসভা (নিম্ন কক্ষ)।
3. ভারতের কোন কোন রাজ্যে বিধান পরিষদ রয়েছে?
উত্তর: ভারতের অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, মহারাষ্ট্র, বিহার ও উত্তরপ্রদেশ প্রভৃতি 6 টি রাজ্যের বিধান পরিষদ রয়েছে।
4. বিধান পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ কত?
উত্তর: বিধান পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ 6 বছর।
5. বিধান পরিষদের সদস্য হওয়ার নূন্যতম বয়স কত?
উত্তর: বিধান পরিষদের সদস্য হওয়ার নূন্যতম বয়স 30 বছর।
6. পশ্চিমবঙ্গের আইনসভার উচ্চকক্ষ বিধান পরিষদ কবে বিলুপ্ত হয়?
উত্তর: পশ্চিমবঙ্গের আইনসভার উচ্চকক্ষ বিধান পরিষদ 1969 সালে বিলুপ্ত হয়।
7. রাজ্য আইনসভার অস্থায়ী কক্ষ কোনটি?
উত্তর: রাজ্য আইনসভার অস্থায়ী কক্ষ হল বিধানসভা।
8. বিধানসভার সদস্য কিভাবে নির্বাচিত হয়?
উত্তর: বিধানসভার সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটের দ্বারা নির্বাচিত হয়।
9. বিধানসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত?
উত্তর: সাধারণত বিধানসভার সদস্যদের কার্যকালের মেয়াদ 5 বছর।
10. বিধানসভার সদস্য হওয়ার নূন্যতম বয়স কত?
উত্তর: বিধানসভার সদস্য হওয়ার নূন্যতম বয়স 25 বছর।
11. সাধারণত বিধানসভার সদস্য সংখ্যা কত হবে?
উত্তর: বিধানসভার সর্বাধিক 500 জন ও সর্বনিম্ন 60 জন সদস্য হতে হয়।
12. পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত?
উত্তর: পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচিত সদস্য সংখ্যা 294 জন।
13. পশ্চিমবঙ্গের বিধানসভার মোট সদস্য সংখ্যা কত?
উত্তর: পশ্চিমবঙ্গের বিধানসভার মোট সদস্য সংখ্যা 295 জন (294 জন নির্বাচিত ও একজন ইঙ্গ-ভারতীয় সদস্য রাজ্যপাল কর্তৃক মনোনীত হতে পারে)।
14. বছরে বিধানসভার অধিবেশন কয়বার হয়?
উত্তর: বছরে বিধানসভার অধিবেশন 2 বার হয়।
15. বিধানসভার নেতা বা নেত্রী কে?
উত্তর: মুখ্যমন্ত্রী হলেন বিধানসভার নেতা বা নেত্রী।
16. রাজ্য মন্ত্রিসভা কোথায় দায়বদ্ধ থাকে?
উত্তর: রাজ্য মন্ত্রিসভা বিধানসভায় দায়বদ্ধ থাকে।