ভারতের বিভিন্ন সেতু বা ব্রিজ তালিকা – List of Bridges in India

Rate this post

ভারতের বিভিন্ন সেতু বা ব্রিজ তালিকা: আজ ভারতের বিভিন্ন সেতু বা ব্রিজ তালিকা PDF টি আপনাদের দিচ্ছি, যেটিতে বিভিন্ন রাজ্যে অবস্থিত ব্রিজ গুলির নাম ও অবস্থান দেওয়া হয়েছে। GK-এর অংশ হিসাবে পরীক্ষাতে এই ব্রিজের নামের তালিকা থেকে প্রশ্ন আসতেই পারে। যেমন:- বগীবিল ব্রিজ কোন রাজ্যে অবস্থিত? নেহেরু সেতু কোথায় রয়েছে? ইত্যাদি।

ভারতের বিভিন্ন সেতু বা ব্রিজ তালিকা – List of Bridges in India

নংসেতু বা ব্রিজঅবস্থান
গোদাবরী আর্চ ব্রিজঅন্ধ্রপ্রদেশ
হ্যাভলক ব্রিজঅন্ধ্রপ্রদেশ
বগিবিল ব্রিজআসাম
কোলিয়া ভোমরা সেতুআসাম
নরনারায়ণ সেতুআসাম
ঢোলা সাদিয়া ব্রিজআসাম-অরুনাচলপ্রদেশ
মহানদী রেল ব্রিজউড়িষ্যা
নেতাজি সুভাষচন্দ্র বোস সেতুউড়িষ্যা
নিউ যমুনা ব্রিজউত্তরপ্রদেশ
১০চাহলারী ঘাট ব্রিজউত্তরপ্রদেশ
১১রাম ঝুলাউত্তরাখণ্ড
১২লক্ষ্মণ ঝুলাউত্তরাখণ্ড
১৩ভেম্বানাদ রেল ব্রিজকেরালা
১৪গোল্ডেন ব্রিজগুজরাট
১৫নিউ নর্মদা ব্রিজগুজরাট
১৬এলিস ব্রিজগুজরাট
১৭পাম্বান ব্রিজতামিলনাড়ু
১৮সিগনেচার ব্রিজদিল্লি
১৯বিদ্যাসাগর সেতুপশ্চিমবঙ্
২০হাওড়া ব্রিজপশ্চিমবঙ্গ
২১করোনেশন ব্রিজপশ্চিমবঙ্গ
২২গান্ধী সেতুবিহার
২৩বিক্রমশীলা সেতুবিহার
২৪আরাহ ছাপরা ব্রিজবিহার
২৫জওহর সেতুবিহার
২৬নেহেরু সেতুবিহার
২৭রাজীব গান্ধী সমুদ্রসেতুমহারাষ্ট্র
২৮আইরলি ব্রিজমহারাষ্ট্র
২৯ভাসি ব্রিজমহারাষ্ট্র

Leave a Comment