ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল তালিকা: আজ ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল তালিকা PDF টি শেয়ার করছি, যেটিতে বিভিন্ন নদীর সংযোগস্থল বা মিলনস্থলের নাম দেওয়া হয়েছে। অর্থাৎ যে স্থানে দুটি নদী এসে মিলিত হয়, সেই স্থানকে বোঝানো হয়েছে। বিভিন্ন সরকারী চাকরীর পরীক্ষাতে এই অংশ থেকে প্রায়ই প্রশ্ন আসে। যেমন:- অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলনস্থল কী নামে পরিচিত? রুদ্র প্রয়াগ কোন কোন নদীর সঙ্গমস্থল? ইত্যাদি।
ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল তালিকা
নং | নদীর নাম | সঙ্গমস্থল |
---|---|---|
১ | অলকানন্দা ও ধৌলিগঙ্গা | বিষ্ণুপ্রয়াগ |
২ | অলকানন্দা ও নন্দাকিনী | নন্দপ্রয়াগ |
৩ | অলকানন্দা ও পিন্ডার | কর্ণপ্রয়াগ |
৪ | অলকানন্দা ও ভাগীরথী | দেবপ্রয়াগ |
৫ | অলকানন্দা ও মন্দাকিনী | রুদ্রপ্রয়াগ |
৬ | অলকানন্দা ও সরস্বতী | কেশবপ্রয়াগ |
৭ | কৃষ্ণা ও তুঙ্গভদ্রা | আলমপুর |
৮ | গঙ্গা ও কোশী | কুরুশিলা |
৯ | গঙ্গা ও গণ্ডক | হাজীপুর |
১০ | গঙ্গা ও যমুনা | এলাহাবাদ |
১১ | গঙ্গা-যমুনা-সরস্বতী | প্রয়াগরাজ |
১২ | গোদাবরী ও ইন্দ্রাবতী | ভদ্রকালী |
১৩ | তুঙ্গ ও ভদ্রা | কুডলী |
১৪ | নীলগঙ্গা ও ভাগীরথী | গুপ্তপ্রয়াগ |
১৫ | ভাগীরথী ও ন্যাসগঙ্গা | ইন্দ্রপ্রয়াগ |
১৬ | মন্দাকিনী ও অলশতরঙ্গিনী | সূর্য প্রয়াগ |
১৭ | যমুনা ও বেতোয়া | হামিরপুর |
১৮ | যমুনা, চম্বল, পহুজ, সিন্ধ ও কুমারী | পাঁচনদ |
১৯ | শতদ্রু ও বিপাশা | হারিকে জলাভূমি |
২০ | শ্যামগঙ্গা ও ভাগীরথী | শ্যামপ্রয়াগ |
২১ | সোমনদী ও মন্দাকিনী | সোমপ্রয়াগ |