ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল তালিকা

Rate this post

ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল তালিকা: আজ ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল তালিকা PDF টি শেয়ার করছি, যেটিতে বিভিন্ন নদীর সংযোগস্থল বা মিলনস্থলের নাম দেওয়া হয়েছে। অর্থাৎ যে স্থানে দুটি নদী এসে মিলিত হয়, সেই স্থানকে বোঝানো হয়েছে। বিভিন্ন সরকারী চাকরীর পরীক্ষাতে এই অংশ থেকে প্রায়ই প্রশ্ন আসে। যেমন:- অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলনস্থল কী নামে পরিচিত? রুদ্র প্রয়াগ কোন কোন নদীর সঙ্গমস্থল? ইত্যাদি।

ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল তালিকা

নংনদীর নামসঙ্গমস্থল
অলকানন্দা ও ধৌলিগঙ্গাবিষ্ণুপ্রয়াগ
অলকানন্দা ও নন্দাকিনীনন্দপ্রয়াগ
অলকানন্দা ও পিন্ডারকর্ণপ্রয়াগ
অলকানন্দা ও ভাগীরথীদেবপ্রয়াগ
অলকানন্দা ও মন্দাকিনীরুদ্রপ্রয়াগ
অলকানন্দা ও সরস্বতীকেশবপ্রয়াগ
কৃষ্ণা ও তুঙ্গভদ্রাআলমপুর
গঙ্গা ও কোশীকুরুশিলা
গঙ্গা ও গণ্ডকহাজীপুর
১০গঙ্গা ও যমুনাএলাহাবাদ
১১গঙ্গা-যমুনা-সরস্বতীপ্রয়াগরাজ
১২গোদাবরী ও ইন্দ্রাবতীভদ্রকালী
১৩তুঙ্গ ও ভদ্রাকুডলী
১৪নীলগঙ্গা ও ভাগীরথীগুপ্তপ্রয়াগ
১৫ভাগীরথী ও ন্যাসগঙ্গাইন্দ্রপ্রয়াগ
১৬মন্দাকিনী ও অলশতরঙ্গিনীসূর্য প্রয়াগ
১৭যমুনা ও বেতোয়াহামিরপুর
১৮যমুনা, চম্বল, পহুজ, সিন্ধ ও কুমারীপাঁচনদ
১৯শতদ্রু ও বিপাশাহারিকে জলাভূমি
২০শ্যামগঙ্গা ও ভাগীরথীশ্যামপ্রয়াগ
২১সোমনদী ও মন্দাকিনীসোমপ্রয়াগ

Leave a Comment