বিভিন্ন মহাদেশের প্রণালী সমূহ – বিশ্বের গুরুত্বপূর্ণ প্রণালী

Rate this post

বিভিন্ন মহাদেশের প্রণালী সমূহ – বিশ্বের গুরুত্বপূর্ণ প্রণালী: আজ বিভিন্ন প্রণালী সমূহ তালিকা PDF টি আপনাদের দিচ্ছি, যেটিতে পৃথিবীর বিভিন্ন মহাদেশের প্রণালী গুলির নাম ও সংযোগ এবং বিচ্ছিন্ন সংক্রান্ত তথ্য রয়েছে। ভূগোলের বিষয় হিসাবে কম্পিটিটিভ পরীক্ষায় এখান থেকে একটি প্রশ্ন এসে থাকে। যেমন:- পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? কোন দুটি সাগরকে জিব্রাল্টার প্রণালী সংযুক্ত করেছে? ইত্যাদি।

বিভিন্ন মহাদেশের প্রণালী সমূহ – বিশ্বের গুরুত্বপূর্ণ প্রণালী

এশিয়া মহাদেশের বিভিন্ন প্রণালী

প্রণালীসংযুক্ত করেছেবিচ্ছিন্ন করেছে
১০ ডিগ্রি চ্যানেলবঙ্গোপসাগর ও আন্দামান সাগরলিটল আন্দামান ও কার নিকোবর দ্বীপপুঞ্জ
কোরিয়া প্রণালীজাপান ও পূর্ব চীনসাগরদক্ষিন কোরীয়া ও জাপান
ডানপকান প্যাসেজবঙ্গোপসাগর ও আন্দামান সাগরগ্রেট আন্দামানের র‍্যাটল্যান্ড দ্বীপ ও লিটল আন্দামান
তাইওয়ান প্রণালীপূর্ব চীন ও উত্তর চীন সাগরতাইওয়ান ও এশিয়া ভূখন্ড
তাতার প্রণালীওখটক্স ও জাপান সাগররাশিয়া ও সাখালিন
বেরিং প্রণালীসাইবেরিয়া সাগর ও বেরিং সাগরএশিয়া ও উত্তর আমেরিকা
মাকাসার প্রনালীসেলেবস সাগর ও জাভা সাগরবোর্নিও সেলেবস দ্বীপ পুঞ্জ
মালাক্কা প্রনালীজাভা সাগর ও বঙ্গোপসাগরমালয় উপদ্বীপ ও সুমাত্রা
লাজোন প্রণালীদক্ষীণ চীন সাগর ও প্রশান্ত মহাসাগরতাইওয়ান ও ফিলিপিন্স
সুন্ডা প্রণালীজাভা সাগর ও ভারত মহাসাগরজাভা ও সুমাত্রা
হর্মুজ প্রণালীওমান ও পারস্য উপসাগরআরব আমিরশাহি ও ইরান

উত্তর আমেরিকার বিভিন্ন প্রণালী

প্রণালীসংযুক্ত করেছেবিচ্ছিন্ন করেছে
ডেভিস প্রণালীবাফিন উপসাগর ও লাব্রাডর সাগরবাফিন দ্বীপ ও লাব্রাডর উপদ্বীপ
নায়ারস্‌ প্রণালীআর্কটিক মহাসাগর ও বাফিন উপসাগরগ্রিনল্যান্ড ও এলিস্মেয়ার দ্বীপ
ফ্লোরিডা প্রণালীমেক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগরফ্লোরিডা ও কিউবা
বেরিং প্রণালীআর্কটিক সাগর ও বেরিং সাগরএশিয়া ও উত্তর আমেরিকা
বেল আইল প্রণালীআটলান্টিক মহাসাগর ও সেন্ট লরেন্স উপসাগরবাফিন দ্বীপ ও ল্যাব্রাডর উপদ্বীপ
হাডসন প্রণালীহাডসন উপসাগর ও লাব্রাডর সাগরবাফিন দ্বীপ ও লাব্রাডর উপদ্বীপ

দক্ষিন আমেরিকা মহাদেশের বিভিন্ন প্রণালী

প্রণালীসংযুক্ত করেছেবিচ্ছিন্ন করেছে
ম্যাগেলান প্রণালীআটলান্টিক ও প্রশান্ত মহাসাগরদক্ষিন আমেরিকার মূল ভূখন্ডের দিক্ষিন অংশ ও তিয়েরা দেল ফুয়েগো দ্বীপপুঞ্জ

ওশিয়ানিয়া মহাদেশের বিভিন্ন প্রণালী

প্রণালীসংযুক্ত করেছেবিচ্ছিন্ন করেছে
বালি প্রণালীভারত মহাসাগর ও বালি সাগরজাভা এবং বালি দ্বীপপুঞ্জ
ব্যাস প্রণালীগ্রেট অস্ট্রেলিয়ান সাগর ও তাসমান সাগরতাসমানিয়া দ্বীপপুঞ্জ ও অস্ট্রেলিয়ার মূল ভূখন্ড

আফ্রিকা মহাদেশের বিভিন্ন প্রণালী

প্রণালীসংযুক্ত করেছেবিচ্ছিন্ন করেছে
জিব্রাল্টার প্রণালীভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরইউরোপ ও আফ্রিকা
তিরাণ প্রণালীঅ্যাকুয়া উপসাগর ও লোহিত সাগরসাইনাই ও আরব উপদ্বীপ
বাব-এল-মান্দের প্রণালীলোহীত সাগর ও এডেন সাগরজিবৌতি ও ইয়েমেন
জাঞ্জিবার প্রণালীভারত মহাসাগরজাঞ্জিবার দ্বীপপুঞ্জ ও তানজানিয়া

ইউরোপ মহাদেশের বিভিন্ন প্রণালী

প্রণালীসংযুক্ত করেছেবিচ্ছিন্ন করেছে
সিসিলি প্রণালীপশ্চিম ও পূর্ব ভূমধ্যসাগরসিসিলি দ্বীপপুঞ্জ ও তিউনেশিয়া
ওটরান্টো প্রণালীইতালি ও আলবেনিয়াঅ্যাড্রিয়াটিক ও গ্রেট ব্রিটেন
কর্ফু প্রণালীঅ্যাড্রিয়াটিক সাগর ও আয়োনিয়ান সাগরআলবেনিয়া ও গ্রিস
সেন্ট জর্জ চ্যানেলআইরিশ সাগর ও সেল্টিক সাগরআয়াল্যান্ড ও গ্রেট ব্রিটেন

Leave a Comment