ভারতের বিভিন্ন সমুদ্র সৈকত তালিকা – List of Famous Sea Beaches in India: সমুদ্র সৈকত বা সৈকত হচ্ছে এক প্রকার ভূ-তাত্ত্বিক স্থলভাগ, যা কোনো জলভাগের পার্শ্বে গড়ে ওঠে। কিন্তু হ্রদ বা হাওড় ধরনের জলাশয়ের পার্শ্বে গড়ে ওঠা স্থলভাগকে সৈকত হিসেবে ধরা হয় না। এটি শুধুমাত্র সমুদ্রের পার্শ্ববর্তী স্থলভাগের ক্ষেত্রে প্রযোজ্য। এটি সাধারণত আলগা জড়পদার্থ, যেমন: শিলা, নুড়ি, বালু, কাকর প্রভৃতি বস্তু দিয়ে তৈরি হয়। কিছু ক্ষেত্রে জীববস্তুর মাধ্যমে সৈকত গঠিত হয়। উদাহরণ স্বরূপ, প্রাণীর খোলস, কোরাল প্রভৃতি।
বুনো সৈকত বলতে সেসকল সৈকতকে বোঝানো হয়, যেগুলোতে কোনো লাইফগার্ডের অস্তিত্ব নেই, বা কোনো কিছু দ্বারা নিয়ন্ত্রিত বা পরিচালিত হয় না; যেমন: হোটেল বা রিসোর্ট। এ ধরনের সৈকতকে মাঝে মাজে স্বীকৃতিহীন, অনুন্নত, অসংজ্ঞায়িত, বা অনাবিস্কৃত সৈকত হিসেবে অভিহিত করা হয়। বুনো সৈকত তাদের অস্পৃশ্য সৌন্দর্য, ও সংরক্ষিত প্রকৃতির জন্য বিশেষভাবে পরিচিত ও মূল্যবান। এগুলো সচারচর তুলনামূলকভাবে কম উন্নত স্থানগুলোতে দেখতে পাওয়া যায়। এর মধ্যে আছে পুয়ের্তো রিকো, থাইল্যান্ড, ও ইন্দোনেশিয়া।
দেখা যায় যে, যেসকল স্থানে বাতাসের প্রবাহ ও মহাসাগরীয় স্রোত কার্যকর হয়, সেসকল স্থানেই ভূতাত্ত্বিক পরিবর্তনের মাধ্যমে সমুদ্র সৈকতের সৃষ্টি হয়।
আজ ভারতের বিভিন্ন সমুদ্র সৈকত তালিকা PDF টি দিচ্ছি, যেটিতে বিভিন্ন রাজ্যের উল্লেখযোগ্য ও বিখ্যাত সমুদ্র সৈকতের নাম দেওয়া হয়েছে। ভূগোল এবং জিকের অংশ হিসাবে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অধিক। যেমন:- রুশিকন্ডা বিচ কোন রাজ্যে অবস্থিত? কোলভা সমুদ্র সৈকত কোন রাজ্যে অবস্থিত? ইত্যাদি।
ভারতের বিভিন্ন সমুদ্র সৈকত তালিকা – List of Famous Sea Beaches in India
নং | সমুদ্র সৈকত | রাজ্য |
---|---|---|
১ | রুশিকন্ডা, রামকৃষ্ণ বিচ | অন্ধ্রপ্রদেশ |
২ | স্বরাজ দ্বীপ, পোর্টব্লেয়ার | আন্দামান ও নিকোবর |
৩ | পুরী, গোপালপুর, চাঁদিপুর, পারাদ্বীপ, উদয়পুর | উড়িষ্যা |
৪ | ওম বিচ, পারাম্বুর, উল্লাল, গোকর্ণ, মুর্দেশ্বর, উদুপি | কর্নাটক |
৫ | কোভালাম, অশোক, ভারকালা, কোল্লাম | কেরালা |
৬ | পোরবন্দর, মান্দভি, দ্বারকা, সুভালি, সোমনাথ, ডান্ডি | গুজরাট |
৭ | বাগা, আরাম্বল, কোলভা, পালোলেম, মরজিম | গোয়া |
৮ | মারিনা, কন্যাকুমারী, পুলিকট, রামেশ্বরম, কোভেলং, মহাবলীপুরম, গোল্ডেন বিচ, থুথুকুড়ি | তামিলনাডু |
৯ | দেবকা, জয়পুর বিচ | দমন |
১০ | নাগোয়া, ঘোঘলা, জলন্ধর, চক্রতীর্থ | দিউ |
১১ | দীঘা, শংকরপুর, মন্দারমণি, তাজপুর, বকখালি, গঙ্গাসাগর | পশ্চিমবঙ্গ |
১২ | করাইকাল, মাহে, আরিয়ানকুপ্পম | পুদুচেরী |
১৩ | জুহু, কিহিম, আলিবাগ, রত্নগিরি, তারকালি | মহারাষ্ট্র |
১৪ | কাভারাত্তি, মিনিকয়, কারামাত | লাক্ষাদ্বীপ |