বিভিন্ন সমুদ্রস্রোতের তালিকা – List of Ocean Currents: পৃথিবীর আবর্তন, নিয়ত বায়ুপ্রবাহ, সমুদ্র জলের লবণত্ব, ঘনত্ব ও উষ্ণতার পার্থক্যের জন্য সমুদ্রের জল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়মিতভাবে সারাবছর নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়। সমুদ্র জলের এই গতির নাম সমুদ্রস্রোত [Ocean current]
বিভিন্ন সমুদ্রস্রোতের তালিকা – List of Ocean Currents
নং | স্রোত | প্রকৃতি |
---|---|---|
১ | ব্রাজিল স্রোত | উষ্ণ |
২ | উপসাগরীয় স্রোত | উষ্ণ |
৩ | উত্তর এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোত | উষ্ণ |
৪ | দক্ষিণ-পশ্চিম মৌসুমি স্রোত | উষ্ণ ও অস্থায়ী |
৫ | উত্তর-পূর্ব মৌসুমি স্রোত | উষ্ণ ও অস্থায়ী |
৬ | দক্ষিণ নিরক্ষীয় স্রোত | উষ্ণ ও স্থায়ী |
৭ | আগুলহাস স্রোত | উষ্ণ ও স্থায়ী |
৮ | ক্রোয়েশিয়া স্রোত | গরম |
৯ | আলাস্কা স্রোত | গরম |
১০ | পূর্ব অস্ট্রেলিয় স্রোত | গরম |
১১ | দক্ষিণ নিরক্ষীয় স্রোত | গরম |
১২ | সুশিমা স্রোত | গরম |
১৩ | উত্তর প্রশান্ত নিরক্ষীয় স্রোত | গরম |
১৪ | উত্তর নিরক্ষীয় স্রোত | গরম |
১৫ | ক্যানারি স্রোত | শীতল |
১৬ | ফকল্যান্ড স্রোত | শীতল |
১৭ | ল্যাব্রাডর স্রোত | শীতল |
১৮ | বেংগুয়েলা স্রোত | শীতল |
১৯ | কুরিল স্রোত | শীতল |
২০ | পেরুভিয়ান স্রোত | শীতল |
২১ | ক্যালিফোর্নিয়া স্রোত | শীতল |
২২ | অঘষ্টক স্রোত | শীতল |
২৩ | দক্ষিণ ভারত মহাসাগরীয় স্রোত | শীতল |
২৪ | পশ্চিম অস্ট্রেলিয় স্রোত | শীতল ও স্থায়ী |
২৫ | সোমালি স্রোত | শীতল ও স্থায়ী |