বিভিন্ন নদী তীরবর্তী সভ্যতা তালিকা

Rate this post

বিভিন্ন নদী তীরবর্তী সভ্যতা তালিকা: আজ বিভিন্ন নদী তীরবর্তী সভ্যতা তালিকা PDF টি এখানে উপস্থাপন করা হলো, যেটিতে বিশ্বের ইতিহাসে উল্লেখযোগ্য নদীকেন্দ্রীক সভ্যতার নামের লিস্ট রয়েছে। প্রাচীন ইতিহাসে আমরা একাধিক এইরকম সভ্যতার পরিচয় পাই। আর এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে; যেমন- সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? ইত্যাদি।

বিভিন্ন নদী তীরবর্তী সভ্যতা তালিকা

নংনদীসভ্যতা
টাইগ্রীস ও ইউফ্রেটিস নদীমেসোপটেমিয়া সভ্যতা
টাইগ্রীস ও ইউফ্রেটিস নদীব্যাবিলনীয় সভ্যতা
টাইগ্রীস ও ইউফ্রেটিস নদীসুমেরীয় সভ্যতা
টাইগ্রীস নদীঅ্যাসেরিয় সভ্যতা
টাইবার নদীরোমান সভ্যতা
নীলনদমিশরীয় সভ্যতা
বাদুর নদীরংপুর সভ্যতা
রাইন নদীসেলটিক/কেলটিক সভ্যতা
রাভী নদীহরপ্পা সভ্যতা
১০সিন্ধু নদীমহেঞ্জোদাড়ো সভ্যতা
১১হোয়াংহো ও ইয়াংসিকিয়াং নদীচৈনিক সভ্যতা

Leave a Comment