ভারতের উপরাষ্ট্রপতি তালিকা (১৯৪৭ – বর্তমান) – List of Vice-Presidents of India: ভারতের উপরাষ্ট্রপতি, ভারতের সংবিধান অনুসারে ভারতের ক্ষমতার দ্বিতীয় প্রধান ব্যক্তি। তিনি পদাধিকার বলে ভারতের রাজ্যসভার চেয়ারম্যান।
ভারতের উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে প্রার্থীকে ভারতীয় নাগরিক, ৩৫ বছর বয়স্ক এবং রাজ্যসভার সদস্য নির্বাচিত হবার যোগ্যতা সম্পন্ন হতে হয়। উপরাষ্ট্রপতি সংসদের কোনো কক্ষের বা রাজ্য আইনসভার কোনো কক্ষের সদস্য থাকতে পারেন না। উপরাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের সদস্যদের দ্বারা নির্বাচিত হন। সংসদের উভয় কক্ষের সদস্যদের নিয়ে একটি নির্বাচনী সংস্থা গঠিত হয়। ঐ নির্বাচনী সংস্থা দ্বারা সমানুপাতিক প্রতনিধিত্বের একক হস্তান্তরযোগ্য ভোটে এবং গোপন ভোটপত্রের মাধুমে তিনি নির্বাচিত হন।
ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হন বিশিষ্ট দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধানকার৷
ভারতের উপরাষ্ট্রপতি তালিকা (১৯৪৭ – বর্তমান) – List of Vice-Presidents of India
নং | উপরাষ্ট্রপতি | দায়িত্ব গ্ৰহণ | দায়িত্ব সমাপ্তি |
---|---|---|---|
১ | সর্বপল্লী রাধাকৃষ্ণণ | ১৩ মে ১৯৫২ | ১২ মে ১৯৬২ |
২ | জাকির হুসেইন | ১৩ মে ১৯৬২ | ১২ মে ১৯৬৭ |
৩ | বরাহগিরি ভেঙ্কট গিরি | ১৩ মে ১৯৬৭ | ৩ মে ১৯৬৯ |
৪ | গোপাল স্বরূপ পাঠক | ৩১ আগস্ট ১৯৬৯ | ৩০ আগস্ট ১৯৭৪ |
৫ | বসপ্পা ধনপ্পা জত্তী | ৩১ আগস্ট ১৯৭৪ | ৩০ আগস্ট ১৯৭৯ |
৬ | মহম্মদ হিদায়তুল্লাহ | ৩১ আগস্ট ১৯৭৯ | ৩০ আগস্ট ১৯৮৪ |
৭ | রামাস্বামী ভেঙ্কটরামন | ৩১ আগস্ট ১৯৮৪ | ২৪ জুলাই ১৯৮৭ |
৮ | শঙ্কর দয়াল শর্মা | ০৩ সেপ্টেম্বর ১৯৮৭ | ২৪ জুলাই ১৯৯২ |
৯ | কোছেরিল রামন নারায়ানান | ২১ আগস্ট ১৯৯২ | ২৪ জুলাই ১৯৯৭ |
১০ | কৃষ্ণ কান্ত | ২১ আগস্ট ১৯৯৭ | ২৭ জুলাই ২০০২ |
১১ | ভৈরন সিংহ শেখাওয়াৎ | ১৯ আগস্ট ২০০২ | ২১ জুলাই ২০০৭ |
১২ | মহম্মদ হামিদ আনসারি | ১১ আগস্ট ২০০৭ | ১০ আগস্ট ২০১৭ |
১৩ | ভেঙ্কাইয়া নাইডু | ১১ আগস্ট ২০১৭ | ১০ আগস্ট ২০২২ |
১৪ | জগদীপ ধানকার | ১১ আগস্ট ২০২২ | বর্তমান |
ভারতের উপরাষ্ট্রপতি সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
Q. উপরাষ্ট্রপতি পদাধিকার বলে সভাপতিত্ব করেন –
Ans: রাজ্যসভায়
Q. উপরাষ্ট্রপতি হবার জন্য প্রয়োজনীয় নূন্যতম বয়স-
Ans: ৩৫ বছর
Q. ভারতের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি দুজনেই যদি অনুপস্থিত থাকেন বা অসুস্থ হন, তাহলে কে কার্যনির্বাহী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন ?
Ans: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
Q. ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন ?
Ans: লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ
Q. আজ পর্যন্ত কতগুলি উপরাষ্ট্রপতি বিরুদ্ধে ইমপিচমেন্ট-এর প্রস্তাব উত্থাপিত হয়েছে ?
Ans: একবারও উত্থাপিত হয়নি
Q. প্রথম উপরাষ্ট্রপতি যিনি পরবর্তীকালে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন –
Ans: ড: সর্বপল্লী রাধাকৃষ্ণন
Q. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি যিনি অস্থায়ী কার্যনির্বাহী অনির্বাচিত রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করেন এবং পরবর্তীকালে রাষ্ট্রপতি পদেও নির্বাচিত হন –
Ans: বরাহগীরি ভেঙ্কটগিরি
Q. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন?
Ans: ড: সর্বপল্লী রাধাকৃষ্ণন
Q. ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি ?
Ans: জগদীপ ধানকার