List of Volcanic Locations in Bengali – আগ্নেয়গিরির অবস্থান

List of Volcanic Locations in Bengali – আগ্নেয়গিরির অবস্থান: আগ্নেয়গিরি হলো বিশেষ ধরনের পাহাড় যার ভেতর দিয়ে ভূ-অভ্যন্তরের উত্তপ্ত ও গলিত পাথর, ছাই এবং গ্যাস বেরিয়ে আসতে পারে। এটি একটি ভৌগোলিক প্রক্রিয়া। কোনো কোনো ফাটল বা ছিদ্রপথ দিয়ে ভূগর্ভস্থ গরম বাতাস, জলীয় বাষ্প, গলিত শিলা, কাদা, ছাই, গ্যাস প্রবল বেগে বেরিয়ে আসে। নির্গত এই সকল পদার্থ ভূপৃষ্ঠের শীতল বায়ুর সংস্পর্শে এসে দ্রুত ঠান্ডা হয়ে কঠিন আকার ধারণ করে যার কিছুটা ফাটলের চারপাশে এসে ধীরে ধীরে জমা হয়ে মোচাকৃতি আকার ধারণ করে। তখন একে “আগ্নেয়গিরি” বলে। আগ্নেয়গিরি থেকে ভূগর্ভস্থ পদার্থের নির্গমনকে বলা হয় অগ্ন্যুৎপাত। আগ্নেয়গিরির বহিঃস্থ যে মুখ বা নির্গমনপথ দিয়ে অগ্ন্যুৎপাত ঘটে, তাকে জ্বালামুখ বলে। প্রতি বছর প্রায় ৬০টি আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে।

বর্তমানে পৃথিবীতে প্রায় অর্ধ সহস্র সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি আছে। যেসমস্ত আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের কোনও সম্ভাবনা নেই, তাদেরকে মৃত বা নির্বাপিত আগ্নেয়গিরি বলে। এছাড়াও বর্তমানে সক্রিয় নয়, কিন্তু ভবিষ্যতে অগ্ন্যুদ্গী‌রণ করতে পারে, এমন আগ্নেয়গিরিকে সুপ্ত আগ্নেয়গিরি বলে।

ভূত্বকে ফাটল দেখা দিলে, ভূত্বকের কোনও দুর্বল ছিদ্রপথ থাকলে, কিংবা ভূগর্ভের তরল শিলা ও চাপ বৃদ্ধি পেলে অগ্ন্যুৎপাত হতে পারে। অগ্ন্যুৎপাতের কারণে আকাশে ছাই ও বায়বীয় পদার্থের মেঘ তৈরি হতে পারে। সমুদ্রের মাঝেও আগ্নেয়গিরি সৃষ্টি হতে পারে। ভূ অভ্যন্তরে সঞ্চিত তরল শিলাকে বলে ম্যাগমা, আর যে তরল শিলা ভূ পৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তাকে বলে লাভা।

List of Volcanic Locations in Bengali – আগ্নেয়গিরির অবস্থান

আগ্নেয়গিরিঅবস্থান
মৌনা লোয়াহাওয়াই দ্বীপ
ব্যারেন দ্বীপআন্দামান দ্বীপপুঞ্জ
মাউন্ট আরারাততুর্কি
মাউন্ট ফুজিজাপান
মাউন্ট এটনাইতালি
মাউন্ট পিলিমার্টিনিক
মাউন্ট এলব্রুসরাশিয়া
অজস ডেল সালাডোআর্জেন্টিনা-চিলি
মাউন্ট অগুংইন্দোনেশিয়া
অ্যারেনালকোস্টারিকা
নারকোনডাম দ্বীপআন্দামান দ্বীপপুঞ্জ
সাকুরাজিমাজাপান
মাউন্ট তেইদেস্পেন
পোপোকেটাপেটলমেক্সিকো
মাউন্ট ভিসুভিয়াসইতালী
সেমেরুইন্দোনেশিয়া
গ্যালেরাসতানজানিয়া
নেভাডো ডেল রুইজকলম্বিয়া
কিলিমাঞ্জারোতানজানিয়া
ক্রাকাতোয়াইন্দোনেশিয়া
কোটোপ্যাক্সীইকুয়েডর
মাউন্ড ক্যামেরুনক্যামেরন
মাউন্ট সেন্ট হেলেনসআমেরিকা
নিইরাগঙ্গোকঙ্গো
সান্তা মারিয়াগুয়াতেমালা
মাউন্ট মেরাপিইন্দোনেশিয়া

Leave a Comment