List of Volcanic Locations in Bengali – আগ্নেয়গিরির অবস্থান: আগ্নেয়গিরি হলো বিশেষ ধরনের পাহাড় যার ভেতর দিয়ে ভূ-অভ্যন্তরের উত্তপ্ত ও গলিত পাথর, ছাই এবং গ্যাস বেরিয়ে আসতে পারে। এটি একটি ভৌগোলিক প্রক্রিয়া। কোনো কোনো ফাটল বা ছিদ্রপথ দিয়ে ভূগর্ভস্থ গরম বাতাস, জলীয় বাষ্প, গলিত শিলা, কাদা, ছাই, গ্যাস প্রবল বেগে বেরিয়ে আসে। নির্গত এই সকল পদার্থ ভূপৃষ্ঠের শীতল বায়ুর সংস্পর্শে এসে দ্রুত ঠান্ডা হয়ে কঠিন আকার ধারণ করে যার কিছুটা ফাটলের চারপাশে এসে ধীরে ধীরে জমা হয়ে মোচাকৃতি আকার ধারণ করে। তখন একে “আগ্নেয়গিরি” বলে। আগ্নেয়গিরি থেকে ভূগর্ভস্থ পদার্থের নির্গমনকে বলা হয় অগ্ন্যুৎপাত। আগ্নেয়গিরির বহিঃস্থ যে মুখ বা নির্গমনপথ দিয়ে অগ্ন্যুৎপাত ঘটে, তাকে জ্বালামুখ বলে। প্রতি বছর প্রায় ৬০টি আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে।
বর্তমানে পৃথিবীতে প্রায় অর্ধ সহস্র সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি আছে। যেসমস্ত আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের কোনও সম্ভাবনা নেই, তাদেরকে মৃত বা নির্বাপিত আগ্নেয়গিরি বলে। এছাড়াও বর্তমানে সক্রিয় নয়, কিন্তু ভবিষ্যতে অগ্ন্যুদ্গীরণ করতে পারে, এমন আগ্নেয়গিরিকে সুপ্ত আগ্নেয়গিরি বলে।
ভূত্বকে ফাটল দেখা দিলে, ভূত্বকের কোনও দুর্বল ছিদ্রপথ থাকলে, কিংবা ভূগর্ভের তরল শিলা ও চাপ বৃদ্ধি পেলে অগ্ন্যুৎপাত হতে পারে। অগ্ন্যুৎপাতের কারণে আকাশে ছাই ও বায়বীয় পদার্থের মেঘ তৈরি হতে পারে। সমুদ্রের মাঝেও আগ্নেয়গিরি সৃষ্টি হতে পারে। ভূ অভ্যন্তরে সঞ্চিত তরল শিলাকে বলে ম্যাগমা, আর যে তরল শিলা ভূ পৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তাকে বলে লাভা।
List of Volcanic Locations in Bengali – আগ্নেয়গিরির অবস্থান
আগ্নেয়গিরি | অবস্থান |
---|---|
মৌনা লোয়া | হাওয়াই দ্বীপ |
ব্যারেন দ্বীপ | আন্দামান দ্বীপপুঞ্জ |
মাউন্ট আরারাত | তুর্কি |
মাউন্ট ফুজি | জাপান |
মাউন্ট এটনা | ইতালি |
মাউন্ট পিলি | মার্টিনিক |
মাউন্ট এলব্রুস | রাশিয়া |
অজস ডেল সালাডো | আর্জেন্টিনা-চিলি |
মাউন্ট অগুং | ইন্দোনেশিয়া |
অ্যারেনাল | কোস্টারিকা |
নারকোনডাম দ্বীপ | আন্দামান দ্বীপপুঞ্জ |
সাকুরাজিমা | জাপান |
মাউন্ট তেইদে | স্পেন |
পোপোকেটাপেটল | মেক্সিকো |
মাউন্ট ভিসুভিয়াস | ইতালী |
সেমেরু | ইন্দোনেশিয়া |
গ্যালেরাস | তানজানিয়া |
নেভাডো ডেল রুইজ | কলম্বিয়া |
কিলিমাঞ্জারো | তানজানিয়া |
ক্রাকাতোয়া | ইন্দোনেশিয়া |
কোটোপ্যাক্সী | ইকুয়েডর |
মাউন্ড ক্যামেরুন | ক্যামেরন |
মাউন্ট সেন্ট হেলেনস | আমেরিকা |
নিইরাগঙ্গো | কঙ্গো |
সান্তা মারিয়া | গুয়াতেমালা |
মাউন্ট মেরাপি | ইন্দোনেশিয়া |