List of Different Bridges in India – ভারতের বিভিন্ন সেতু

Rate this post

List of Different Bridges in India – ভারতের বিভিন্ন সেতু: আজ ভারতের বিভিন্ন সেতু বা ব্রিজ তালিকা PDF টি আপনাদের দিচ্ছি, যেটিতে বিভিন্ন রাজ্যে অবস্থিত ব্রিজ গুলির নাম ও অবস্থান দেওয়া হয়েছে। GK-এর অংশ হিসাবে পরীক্ষাতে এই ব্রিজের নামের তালিকা থেকে প্রশ্ন আসতেই পারে। যেমন:- বগীবিল ব্রিজ কোন রাজ্যে অবস্থিত? নেহেরু সেতু কোথায় রয়েছে? ইত্যাদি।

List of Different Bridges in India in Bengali – ভারতের বিভিন্ন সেতু

সেতুরাজ্যবৈশিষ্ট্য
ঢোলা সাদিয়া সেতুআসামসবথেকে লম্বা সেতু, যেটি ভারতের আসাম এবং অরুণাচল প্রদেশকে যুক্ত করেছে
মহাত্মা গান্ধী সেতুবিহারপৃথিবীর দীর্ঘতম একক নদী সেতু, যেটি পাটনা থেকে হাজিপুর পর্যন্ত বিস্তৃত
ইন্দিরা গান্ধী সেতুতামিলনাড়ুলম্বা সমুদ্র সেতু, যেটি রামেশ্বরম এবং মেনল্যান্ডকে যুক্ত করেছে
রবীন্দ্র সেতুপশ্চিমবঙ্গদীর্ঘতম ক্যান্টিলিভার ব্রিজ
রাজীব গান্ধী সেতুমহারাষ্ট্রভারতের দীর্ঘতম সমুদ্র সংযোগ সেতু, যেটি ইন্ডিয়া গোল্ডেন গেট নামে পরিচিত
নর্মদা সেতুগুজরাটঝুলন্ত সেতু, যেটি গোল্ডেন সেতু নামেও পরিচিত
নৈনি সেতুউত্তরপ্রদেশভারতের একমাত্র লম্বা সেতু যেটি তারের মাধ্যমে ঝুলে আছে

ভারতের বিখ্যাত সেতু বা ব্রিজ

সেতু বা ব্রিজঅবস্থান
পাম্বান ব্রিজতামিলনাড়ু
গান্ধী সেতুবিহার
বিক্রমশীলা সেতুবিহার
আরাহ ছাপরা ব্রিজবিহার
জওহর সেতুবিহার
নেহেরু সেতুবিহার
ঢোলা সাদিয়া ব্রিজআসাম-অরুনাচলপ্রদেশ
বগিবিল ব্রিজআসাম
কোলিয়া ভোমরা সেতুআসাম
নরনারায়ণ সেতুআসাম
রাজীব গান্ধী সমুদ্রসেতুমহারাষ্ট্র
আইরলি ব্রিজমহারাষ্ট্র
ভাসি ব্রিজমহারাষ্ট্র
ভেম্বানাদ রেল ব্রিজকেরালা
গোদাবরী আর্চ ব্রিজঅন্ধ্রপ্রদেশ
হ্যাভলক ব্রিজঅন্ধ্রপ্রদেশ
গোল্ডেন ব্রিজগুজরাট
নিউ নর্মদা ব্রিজগুজরাট
এলিস ব্রিজগুজরাট
নিউ যমুনা ব্রিজউত্তরপ্রদেশ
চাহলারী ঘাট ব্রিজউত্তরপ্রদেশ
মহানদী রেল ব্রিজউড়িষ্যা
নেতাজি সুভাষচন্দ্র বোস সেতুউড়িষ্যা
রাম ঝুলাউত্তরাখণ্ড
লক্ষ্মণ ঝুলাউত্তরাখণ্ড
সিগনেচার ব্রিজদিল্লি
হাওড়া ব্রিজপশ্চিমবঙ্গ
করোনেশন ব্রিজপশ্চিমবঙ্গ
বিদ্যাসাগর সেতুপশ্চিমবঙ্গ

Leave a Comment