List of Different Bridges in India – ভারতের বিভিন্ন সেতু: আজ ভারতের বিভিন্ন সেতু বা ব্রিজ তালিকা PDF টি আপনাদের দিচ্ছি, যেটিতে বিভিন্ন রাজ্যে অবস্থিত ব্রিজ গুলির নাম ও অবস্থান দেওয়া হয়েছে। GK-এর অংশ হিসাবে পরীক্ষাতে এই ব্রিজের নামের তালিকা থেকে প্রশ্ন আসতেই পারে। যেমন:- বগীবিল ব্রিজ কোন রাজ্যে অবস্থিত? নেহেরু সেতু কোথায় রয়েছে? ইত্যাদি।
List of Different Bridges in India in Bengali – ভারতের বিভিন্ন সেতু
সেতু রাজ্য বৈশিষ্ট্য ঢোলা সাদিয়া সেতু আসাম সবথেকে লম্বা সেতু, যেটি ভারতের আসাম এবং অরুণাচল প্রদেশকে যুক্ত করেছে মহাত্মা গান্ধী সেতু বিহার পৃথিবীর দীর্ঘতম একক নদী সেতু, যেটি পাটনা থেকে হাজিপুর পর্যন্ত বিস্তৃত ইন্দিরা গান্ধী সেতু তামিলনাড়ু লম্বা সমুদ্র সেতু, যেটি রামেশ্বরম এবং মেনল্যান্ডকে যুক্ত করেছে রবীন্দ্র সেতু পশ্চিমবঙ্গ দীর্ঘতম ক্যান্টিলিভার ব্রিজ রাজীব গান্ধী সেতু মহারাষ্ট্র ভারতের দীর্ঘতম সমুদ্র সংযোগ সেতু, যেটি ইন্ডিয়া গোল্ডেন গেট নামে পরিচিত নর্মদা সেতু গুজরাট ঝুলন্ত সেতু, যেটি গোল্ডেন সেতু নামেও পরিচিত নৈনি সেতু উত্তরপ্রদেশ ভারতের একমাত্র লম্বা সেতু যেটি তারের মাধ্যমে ঝুলে আছে
ভারতের বিখ্যাত সেতু বা ব্রিজ
সেতু বা ব্রিজ অবস্থান পাম্বান ব্রিজ তামিলনাড়ু গান্ধী সেতু বিহার বিক্রমশীলা সেতু বিহার আরাহ ছাপরা ব্রিজ বিহার জওহর সেতু বিহার নেহেরু সেতু বিহার ঢোলা সাদিয়া ব্রিজ আসাম-অরুনাচলপ্রদেশ বগিবিল ব্রিজ আসাম কোলিয়া ভোমরা সেতু আসাম নরনারায়ণ সেতু আসাম রাজীব গান্ধী সমুদ্রসেতু মহারাষ্ট্র আইরলি ব্রিজ মহারাষ্ট্র ভাসি ব্রিজ মহারাষ্ট্র ভেম্বানাদ রেল ব্রিজ কেরালা গোদাবরী আর্চ ব্রিজ অন্ধ্রপ্রদেশ হ্যাভলক ব্রিজ অন্ধ্রপ্রদেশ গোল্ডেন ব্রিজ গুজরাট নিউ নর্মদা ব্রিজ গুজরাট এলিস ব্রিজ গুজরাট নিউ যমুনা ব্রিজ উত্তরপ্রদেশ চাহলারী ঘাট ব্রিজ উত্তরপ্রদেশ মহানদী রেল ব্রিজ উড়িষ্যা নেতাজি সুভাষচন্দ্র বোস সেতু উড়িষ্যা রাম ঝুলা উত্তরাখণ্ড লক্ষ্মণ ঝুলা উত্তরাখণ্ড সিগনেচার ব্রিজ দিল্লি হাওড়া ব্রিজ পশ্চিমবঙ্গ করোনেশন ব্রিজ পশ্চিমবঙ্গ বিদ্যাসাগর সেতু পশ্চিমবঙ্গ