মাধ্যমিক ভৌতবিজ্ঞান অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: প্রতিবছর মাধ্যমিক পরীক্ষায় মাধ্যমিক ভৌতবিজ্ঞান অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Madhyamik Physics Questions and Answers PDF.
নিচে মাধ্যমিক ভৌতবিজ্ঞান অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। Madhyamik Physics Questions and Answers PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
Madhyamik Physics Questions and Answers | মাধ্যমিক ভৌতবিজ্ঞান অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১)বায়ুমন্ডলের কোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে?
উঃ ওজোন স্তর।
২)ওজোন স্তর ধ্বংসের জন্য সর্বাধিক দায়ী যৌগটি নাম কি?
উঃCFCs।
৩)CGS পদ্ধতিতে চাপের একক কি?
উঃ ডাইন/বর্গ সেমি।
৪)কঠিন পদার্থের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে?
উঃতিন প্রকার।
৫) কাচের তৈরি প্রিজমকে জলে নিমজ্জিত রাখলে তার বিচ্ছুরণ ক্ষমতার কিরূপ পরিবর্তন ঘটে?
উঃ বিচ্ছুরণ ক্ষমতা হ্রাস পায়।
৬)ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে প্রকাশ করা হয়?
উঃ ডবসন।
৭)‘R’ দ্বারা কোন ভৌতরাশিকে বোঝানো হয়?
উঃ সর্বজনীন গ্যাস ধ্রুবক।
৮)পেট্রোল, ডিজেল, কেরোসিন ও LPG র মধ্যে কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি?
উঃ পেট্রোল।
৯) কোন প্রকার বন্ধনের সুনির্দিষ্ট অভিমুখ থাকে না?
উঃ সমযোজী বন্ধন।
১০) ফায়ারি আইস কাকে বলা হয়?
উঃ মিথেন হাইড্রেট।
১১)কোন যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ মাপা হয়?
উঃ ম্যানোমিটার।
১২) আলো কি ধরনের তরঙ্গ?
উঃ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ।
১৩)CGS পদ্ধতিতে ‘R’ এর মান কত?
8.314×10⁷.
১৪)আলোর কোন ধর্মের জন্য দিনের বেলায় আকাশ নীল দেখায়?
উঃ বিক্ষেপণ।
১৫)আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে ক্ষারীয় মৃত্তিকা মৌলগুলি কোন শ্রেণীতে অবস্থিত?
উঃ দ্বিতীয় শ্রেণীতে।
১৬) বায়ুমন্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়?
উঃ আয়নমন্ডল।
১৭) বয়েলের সূত্র থেকে প্রাপ্ত ধ্রুবক রাশিটি কী?
উঃ তাপমাত্রা ও গ্যাসের ভর।
১৮)মোটর গাড়ির ভিউফাইন্ডার হিসাবে কি ধরনের দর্পণ ব্যবহৃত হয়?
উঃ উত্তল দর্পণ।
১৯) একজন সুস্থ ব্যক্তির নিকট বিন্দুর দূরত্ব কত?
উঃ 25 সেমি।
২০) আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে নোবেল গ্যাসগুলি কোন শ্রেণীতে অবস্থান করে?
উঃ 18 নম্বর শ্রেণীতে।
২১)ভারতে বায়ো ডিজেল কোন উদ্ভিদ থেকে তৈরি হয়?
উঃজাট্রোফা।
২২)আন্তর্জাতিক রীতি অনুসারে লাইভ তারের বর্ণ কি?
উঃবাদামি।
২৩)SI পদ্ধতিতে বিভব প্রভেদের একক কী?
উঃ ভোল্ট।
২৪)অ্যামোনিয়া শুষ্ক করতে কোন পদার্থ ব্যবহৃত হয়?
উঃ পোড়াচুন।
২৫)কোরান্ডাম কোন ধাতুর আকরিক?
উঃ অ্যালুমিনিয়াম।
২৬)অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির শিল্প পদ্ধতিকে কি বলে?
উঃ অসওয়াল্ড পদ্ধতি।
২৭) জীবাশ্ম জ্বালানির দহনে কোন গ্যাস উৎপন্ন হয়?
উঃ কার্বন ডাই অক্সাইড।
২৮)বার্লোচক্রে কোন শক্তি থেকে কোন শক্তি পাওয়া যায়?
উঃ তড়িৎ শক্তি থেকে গতিশক্তি।
২৯)লোহার দ্রব্যে তামার প্রলেপ দিতে তড়িৎবিশ্লেষ্য হিসেবে কি ব্যবহৃত হয়?
উঃ কপার সালফেট।
৩০)ডুরালুমিন নামক সংকর ধাতুর প্রধান উপাদান কি?
উঃঅ্যালুমিনিয়াম।
৩১) পারদের সংকট উষ্ণতা কত?
উঃ 4.2K.
৩২)নাগাসাকিতে নিক্ষিপ্ত পারমানবিক বোমা কোন তেজস্ক্রিয় মৌল দ্বারা তৈরী হয়েছিল?
উঃ প্লুটোনিয়াম।
৩৩)গামবুট তৈরীতে কোন জৈব যৌগ ব্যবহৃত হয়?
উঃPVC(পলি ভিনাইল ক্লোরাইড)।
৩৪)চশমার ক্ষমতা কোন এককের সাহায্যে পরিমাপ করা হয়?
উঃ ডায়াপটর।
৩৫) লোহার বিশুদ্ধতম রূপটি কি?
উঃ রট আয়রন।
৩৬)কৃত্রিম উপগ্রহ স্থাপনের জন্য বায়ুমন্ডলের কোন স্তরটি উপযোগী?
উঃ এক্সোস্ফিয়ার।
৩৭) উত্তল লেন্স দ্বারা গঠিত সূর্যের প্রতিবিম্ব লেন্সটির সাপেক্ষে কোথায় গঠিত হবে?
উঃ লেন্সের ফোকাসে।
৩৮)একটি দ্বিপরমাণুক গ্যাসের পারমাণবিক গুরুত্ব 14, ওই গ্যাসের বাষ্প ঘনত্ব কত?
উঃ 14।
৩৯)কোন অবতল দর্পণের বক্রতা কেন্দ্র ও ফোকাসের মধ্যে রাখা বস্তুর প্রতিবিম্ব কিরূপ হবে?
উঃ বিবর্ধিত ও অবশীর্ষ।
৪০) স্মেলিং সল্ট কি?
উঃঅ্যামোনিয়াম কার্বনেট ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণকে স্মেলিং সল্ট বলে।
৪১) গ্যালভানাইজেশনের প্রধান উদ্দেশ্য কি?
উঃ মরিচা নিবারণ।
৪২)সোডিয়াম বাই কার্বনেটের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস নির্গত হয়?
উঃ কার্বন ডাই অক্সাইড।
৪৩)প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45° ও 30° হলে কৌণিক চ্যুতির মান কত হবে?
উঃ 15°।
৪৪)মেথানোজেনিক ব্যাকটেরিয়া কোন গ্যাস উৎপন্ন করে?
উঃ মিথেন।
৪৫)সুপারসনিক প্লেন থেকে নির্গত কোন গ্যাস ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী?
উঃ নাইট্রিক অক্সাইড।
৪৬)দন্ত চিকিৎসকরা কোন ধরনের দর্পণ ব্যবহার করেন?
উঃ অবতল দর্পণ।
৪৭)বিভব প্রভেদ পরিমাপক যন্ত্রের নাম কি?
উঃ ভোল্টামিটার।
৪৮)রসায়নাগারে ধাতব লবণ শনাক্তকরণে কোন গ্যাস ব্যবহার করা হয়?
উঃ হাইড্রোজেন সালফাইড।
৪৯)লিউকোমিয়া রোগের চিকিৎসার জন্য কোন তেজস্ক্রিয় পরমাণু ব্যবহার করা হয়?
উঃ কোবাল্ট-৬০।
৫০)নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কি রং উৎপন্ন হয়?
উঃ গাঢ় বাদামি।