কলকাতা কর্পোরেশনের মেয়র তালিকা (১৯২৪-২০২৪) – Mayors of Kolkata Municipal Corporation

Rate this post

কলকাতা কর্পোরেশনের মেয়র তালিকা (১৯২৪-২০২৪): কলকাতা পৌরসংস্থা (Kolkata Municipal Corporation, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন; (পুরনো নাম: কলিকাতা পৌরসংস্থা; Calcutta Municipal Corporation, ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন) হল পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরের স্থানীয় স্বায়ত্তশাসন সংস্থা। এটি একটি বিধিবদ্ধ সরকারি সংস্থা। কলকাতা শহরের ২০৬.৮ বর্গ কিলোমিটার অঞ্চলের পুর পরিষেবা দেওয়া ও নগরাঞ্চলের উন্নয়ন কলকাতা পৌরসংস্থার প্রাথমিক দায়িত্ব। পুরসভার নেতৃত্ব দেন মহানাগরিক (মেয়র)।

ভারতীয় জাতীয়তাবাদী নেতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ১৯২২ সালে গণতান্ত্রিক সায়ত্ত্বশাসন সংস্থা হিসেবে কলকাতা পৌরসংস্থা প্রতিষ্ঠিত হয়। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর ১৯৫১ ও ১৯৫৬ সালে দুই বার কর্পোরেশন আইন সংশোধন করা হয়েছিল। বর্তমান পৌরসংস্থাটি ১৯৮০ সালের সংশোধিত পৌর আইনের ভিত্তিতে পরিচালিত হয়। ফিরহাদ হাকিম কলকাতা পৌরসংস্থার বর্তমান মহানাগরিক।

কলকাতা কর্পোরেশনের মেয়র তালিকা (১৯২৪-২০২৪)

নংমেয়রকার্যকাল শুরুকার্যকাল সমাপ্তি
দেশবন্ধু চিত্তরঞ্জন দাস১৬-০৪-১৯২৪    ১৭-০৭-১৯২৫      
দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত১৭-০৭-১৯২৫০২-০৪-১৯২৮
বিজয়কুমার বসু০২-০৪-১৯২৮১০-০৪-১৯২৯
দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত১০-০৪-১৯২৯২২-০৮-১৯৩০
সুভাষচন্দ্র বসু২২-০৮-১৯৩০১৫-০৪-১৯৩১
আবুল কাশেম ফজলুল হক৩০-০৪-১৯৩৫২৯-০৪-১৯৩৬
নিশীথচন্দ্র সেন২৬-০৪-১৯৩৯২৪-০৪-১৯৪০
সুধীরচন্দ্র রায়চৌধুরি২৯-০৪-১৯৪৭০১-০৫-১৯৫২
প্রশান্তকুমার শূর১৩-০৬-১৯৬৯২৩-০৪-১৯৭১
১০শ্যামসুন্দর গুপ্ত২৩-০৪-১৯৭১৩০-০৭-১৯৮৫
১১কমলকুমার বসু৩০-০৭-১৯৮৫৩০-০৭-১৯৯০
১২প্রশান্ত চ্যাটার্জি৩০-০৭-১৯৯০১২-০৭-২০০০
১৩বিকাশরঞ্জন ভট্টাচার্য০৫-০৭-২০০৫১৬-০৬-২০১০
১৪শোভন চট্টোপাধ্যায়১৬-০৬-২০১০২০-১১-২০১৮
১৫ফিরহাদ হাকিম০৩-১২-২০১৮বর্তমান

Leave a Comment