কলকাতা কর্পোরেশনের মেয়র তালিকা (১৯২৪-২০২৪): কলকাতা পৌরসংস্থা (Kolkata Municipal Corporation, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন; (পুরনো নাম: কলিকাতা পৌরসংস্থা; Calcutta Municipal Corporation, ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন) হল পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরের স্থানীয় স্বায়ত্তশাসন সংস্থা। এটি একটি বিধিবদ্ধ সরকারি সংস্থা। কলকাতা শহরের ২০৬.৮ বর্গ কিলোমিটার অঞ্চলের পুর পরিষেবা দেওয়া ও নগরাঞ্চলের উন্নয়ন কলকাতা পৌরসংস্থার প্রাথমিক দায়িত্ব। পুরসভার নেতৃত্ব দেন মহানাগরিক (মেয়র)।
ভারতীয় জাতীয়তাবাদী নেতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ১৯২২ সালে গণতান্ত্রিক সায়ত্ত্বশাসন সংস্থা হিসেবে কলকাতা পৌরসংস্থা প্রতিষ্ঠিত হয়। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর ১৯৫১ ও ১৯৫৬ সালে দুই বার কর্পোরেশন আইন সংশোধন করা হয়েছিল। বর্তমান পৌরসংস্থাটি ১৯৮০ সালের সংশোধিত পৌর আইনের ভিত্তিতে পরিচালিত হয়। ফিরহাদ হাকিম কলকাতা পৌরসংস্থার বর্তমান মহানাগরিক।
কলকাতা কর্পোরেশনের মেয়র তালিকা (১৯২৪-২০২৪)
নং | মেয়র | কার্যকাল শুরু | কার্যকাল সমাপ্তি |
---|---|---|---|
১ | দেশবন্ধু চিত্তরঞ্জন দাস | ১৬-০৪-১৯২৪ | ১৭-০৭-১৯২৫ |
২ | দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত | ১৭-০৭-১৯২৫ | ০২-০৪-১৯২৮ |
৩ | বিজয়কুমার বসু | ০২-০৪-১৯২৮ | ১০-০৪-১৯২৯ |
৪ | দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত | ১০-০৪-১৯২৯ | ২২-০৮-১৯৩০ |
৫ | সুভাষচন্দ্র বসু | ২২-০৮-১৯৩০ | ১৫-০৪-১৯৩১ |
৬ | আবুল কাশেম ফজলুল হক | ৩০-০৪-১৯৩৫ | ২৯-০৪-১৯৩৬ |
৭ | নিশীথচন্দ্র সেন | ২৬-০৪-১৯৩৯ | ২৪-০৪-১৯৪০ |
৮ | সুধীরচন্দ্র রায়চৌধুরি | ২৯-০৪-১৯৪৭ | ০১-০৫-১৯৫২ |
৯ | প্রশান্তকুমার শূর | ১৩-০৬-১৯৬৯ | ২৩-০৪-১৯৭১ |
১০ | শ্যামসুন্দর গুপ্ত | ২৩-০৪-১৯৭১ | ৩০-০৭-১৯৮৫ |
১১ | কমলকুমার বসু | ৩০-০৭-১৯৮৫ | ৩০-০৭-১৯৯০ |
১২ | প্রশান্ত চ্যাটার্জি | ৩০-০৭-১৯৯০ | ১২-০৭-২০০০ |
১৩ | বিকাশরঞ্জন ভট্টাচার্য | ০৫-০৭-২০০৫ | ১৬-০৬-২০১০ |
১৪ | শোভন চট্টোপাধ্যায় | ১৬-০৬-২০১০ | ২০-১১-২০১৮ |
১৫ | ফিরহাদ হাকিম | ০৩-১২-২০১৮ | বর্তমান |