বায়ুচাপ কক্ষ কাকে বলে ? Pressure Cell

বায়ুচাপ কক্ষ কাকে বলে ? Pressure Cell: ভূ-পৃষ্ঠের বায়ুচাপ বলয়গুলি অক্ষরেখা বরাবর নিরবিচ্ছিন্নভাবে পৃথিবীকে বেষ্টন করে না থেকে জলভাগ ও স্থলভাগের ওপর ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে অবস্থান করে। বায়ুচাপ বলয়ের এই ছোট ছোট ভাগগুলিকে বায়ুর চাপ কক্ষ বলে।

বায়ুচাপ কক্ষ সৃষ্টির কারণ

পৃথিবী পৃষ্ঠের সকল অংশ একই প্রকার উপাদান দ্বারা গঠিত নয়। জলভাগ সম প্রকৃতির এবং স্থলভাগ অসম প্রকৃতির উপাদান দ্বারা গঠিত হওয়ায় এদের তাপ শোষণ ও বিকিরণ ক্ষমতা আলাদা। তাই একই অক্ষরেখা বরাবর জলভাগ ও স্থলভাগ বিস্তৃত হওয়ায় উভয়ের মধ্যে উষ্ণতা ও বায়ু চাপের পার্থক্য ঘটে‌ তাই বায়ুর চাপ বলয়গুলি নিরবিচ্ছিন্নভাবে পৃথিবীকে বেষ্টন করে না থেকে জলভাগ ও স্থলভাগের ওপর ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে বায়ুচাপ কক্ষ রূপে অবস্থান করে।

বায়ুচাপ কক্ষর বৈশিষ্ট্য

১)বায়ুর চাপ কক্ষগুলির মধ্যে কোনটিতে উচ্চচাপ ও কোনটিতে নিম্নচাপ বিরাজ করে।

২)অনেক সময় বিশেষ করে শীতকালে স্থলভাগের উপর অবস্থিত বায়ুর চাপ কক্ষগুলো উচ্চচাপ কেন্দ্রে এবং জলভাগের উপর অবস্থিত বায়ুর চাপ কক্ষগুলো নিম্নচাপ কেন্দ্রে পরিণত হয়।

৩)দক্ষিণ গোলার্ধে তুলনায় উত্তর গোলার্ধে স্থলভাগের বিস্তার বেশি বলে বায়ুর চাপ কক্ষের সংখ্যা বেশি।

Leave a Comment