কাম‍্য জনসংখ‍্যা কাকে বলে? কাম‍্য জনসংখ‍্যার বৈশিষ্ট্যগুলি কী কী?

কাম‍্য জনসংখ‍্যা কাকে বলে? কাম‍্য জনসংখ‍্যার বৈশিষ্ট্যগুলি কী কী?: কোন দেশের মোট জমি বা সম্পদের কার্যকরী পরিমাণ যখন সেই দেশের সর্বাধিক সংখ্যক মানুষের অভাব মোচন করে তখন সেই নির্দিষ্ট জমি বা সম্পদের কার্যকরী পরিমাণকে জমির বহন ক্ষমতা বলে। আর কোন দেশের মোট জনসংখ্যা যদি সেই দেশের কার্যকরী জমি বা সম্পদের অনুপাতে বেড়ে ওঠে, তাহলে জনসংখ্যার সেই সুষম সামঞ্জস্যপূর্ণ অবস্থাকে কাম্য জনসংখ্যা বলে। অধ্যাপক জিমারম্যানের মতে, “আদর্শ মানুষ জমির অনুপাতিই কাম্য জনসংখ্যা।” প্রকৃতপক্ষে কোন দেশের অর্থনৈতিক উন্নতির জন্য সর্বাপেক্ষা অনুকূল জনসংখ্যাই হলো সেই দেশের কাম্য জনসংখ্যা বা আদর্শ জনসংখ্যা।

কাম্য জনসংখ্যা ধারণার প্রবক্তা

অধ্যাপক ক্যানন ও স্যান্ডার্স বলেন কাম্য জনসংখ্যা ধারণার প্রবক্তা।

কাম্য জনসংখ্যায় প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ

১)সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে কাম্য জনসংখ্যা বিঘ্নিত হয়। যেমন-ভারত, চীন ইত্যাদি দেশে এই অবস্থা দেখা যায়।

২)জনসংখ্যা তুলনায় সম্পদের পরিমাণ বেশি হলে কাম্য জনসংখ্যা বেশি হয়। যেমন-অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড এই অবস্থা দেখা যায়।

৩)প্রাকৃতিক পরিবেশ অনুকূল হলেও সাংস্কৃতিক প্রতিকূলতার কারণে (যুদ্ধবিগ্রহ, রাজনৈতিক অস্থিরতা ইত্যাদি) কাম্য জনসংখ্যা বিঘ্নিত হয়। যেমন নাইজেরিয়া, ইজরায়েল ইত্যাদি দেশে এই অবস্থা দেখা যায়।

কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্য

কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্য গুলি হল-

১)গতিশীলতা-কাম্য জনসংখ্যা ধারণাটি গতিশীল প্রকৃতির। জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উন্নতির সাথে সাথে সম্পদের পরিমাণ বৃদ্ধি পায় বলে কাম্য জনসংখ্যার পরিবর্তন ঘটে। আবার অনেক ক্ষেত্রে মানুষের কার্যাবলীর ফলে সম্পদ। আর এভাবে সম্পদের সৃষ্টি ও ধ্বংসের সাথে সাথে কাম্য জনসংখ্যার পরিবর্তন ঘটে।

২)মানুষ-জমি সম্পর্ক-কাম্য জনসংখ্যায় মানুষ ও জমির মধ্যে গুণগত সম্পর্ক লক্ষ্য করা যায়।

৩)আঞ্চলিক বিভিন্নতা-কাম্য জনসংখ্যার পরিমাণ ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন ধরনের হয়। পৃথিবীর বিভিন্ন দেশের আর্থসামাজিক ও সাংস্কৃতিক মানের বিভিন্নতা অনুযায়ী মানুষ-জমি অনুপাতে ধারণাটি বদলে যায় এবং কাম্য জনসংখ্যার পরিবর্তন ঘটে।

৪)তাত্ত্বিক বিষয়-কাম্য জনসংখ্যা নির্ণয়ের সময় জমির কার্যকরী ক্ষমতা ও উৎপাদনশীলতা, মানুষের কর্মদক্ষতা এবং সাংস্কৃতিক পরিবেশ অন্তর্ভুক্ত করতে হয়।

৬)অর্থনৈতিক উন্নয়ন-কাম্য জনসংখ্যায় দেশের সম্পদ সমীক্ষা, মাথাপিছু আয় ইত্যাদি অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত বিষয়গুলির ওপর গুরুত্ব দেওয়া হয়।

Leave a Comment