জনঘনত্ব ও মানুষ-জমি অনুপাতের পার্থক্য লেখো।
জনঘনত্ব ও মানুষ-জমি অনুপাতের পার্থক্যগুলি হলো:
১)সংজ্ঞা: কোন দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যা ও মোট আয়তনের অনুপাতকে সেই দেশ বা অঞ্চলের জনঘনত্ব বলে। অন্যদিকে, কোন দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যা ও মোট কার্যকর জমির অনুপাতকে মানুষ-জমি অনুপাত বলে।
২)সূত্র: জনঘনত্ব=মোট জনসংখ্যা÷মোট জমির পরিমাণ।অন্যদিকে,মানুষ-জমি অনুপাত=মোট জনসংখ্যা÷মোট কার্যকর জমির পরিমাণ।
৩)সম্পর্ক: জনঘনত্ব হল মানুষ ও জমির মধ্যে পরিমাণগত সম্পর্ক। অন্যদিকে, মানুষ-জমি অনুপাত হলো মানুষ ও জমির মধ্যে গুণগত সম্পর্ক।
৪)পরিমাপের উপাদান: জনঘনত্ব পরিমাপের ক্ষেত্রে কোন দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যা ও মোট জমির পরিমাণকে বিবেচনা করা হয়, জমির কার্যকারীতা সম্পর্কে কোন হিসাব এখানে অন্তর্ভুক্ত হয় না। অন্যদিকে,মানুষ-জমি অনুপাত পরিমাপের ক্ষেত্রে কেবলমাত্র কার্যকর জমির পরিমাণ বিবেচনা করা হয়, যে জমি ব্যবহারের অনুপযোগী তা এক্ষেত্রে হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হয় না।
৫)কাম্য জনসংখ্যা সম্পর্কিত ধারণা: জনঘনত্ব থেকে কোন দেশ বা অঞ্চলের কাম্য জনসংখ্যা সম্পর্কে ধারণা লাভ করা যায় না। অন্যদিকে,মানুষ-জমি অনুপাত থেকে কোন দেশ বা অঞ্চলের কাম্য জনসংখ্যা সম্পর্কে ধারণা লাভ করা যায়।
৬)জমির আয়তন: জনঘনত্বে জমির আয়তন বেশি হয়। কারণ এক্ষেত্রে কার্যকর জমি ও কার্যকারিতাহীন জমি একসঙ্গে ধরা হয়। অন্যদিকে, মানুষ জমি অনুপাতে জমির আয়তন কম হয়। কারণ এক্ষেত্রে কেবলমাত্র কার্যকর জমিতে প্রাধান্য দেওয়া হয়।
৭)জমি-মানুষের কার্যকারিতা: জনঘনত্বে কার্যকর জমির ও কর্মদক্ষ মানুষকে গুরুত্ব দেওয়া হয় না। অন্যদিকে, মানুষ-জমি অনুপাতে কার্যকর জমি ও তার উৎপাদন ক্ষমতা এবং কর্মদক্ষ মানুষ ও তার সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া হয়।
৮)জনসংখ্যা বন্টনের প্রকৃতি: জনঘনত্ব থেকে কোন দেশের মোট জনসংখ্যা সম্পর্কে কোন ধারণা লাভ করা না গেলেও জনসংখ্যা বন্টনের প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করা যায়। অন্যদিকে, মানুষ-জমি অনুপাত থেকে জনসংখ্যার কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ সম্পর্কে কোন ধারণা লাভ করা যায় না।
৯)জীবন যাত্রার মান: কোন দেশ বা অঞ্চলের জনঘনত্ব থেকে সেই দেশ বা অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান সম্পর্কে সম্যক ধারণা লাভ করা যায় না। অন্যদিকে,মানুষ-জমি অনুপাত থেকে কোন দেশ বা অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান সম্পর্কে সম্যক ধারণা লাভ করা যায়।
১০)উদাহরণ: 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের জনঘনত্ব প্রতি বর্গকিমিতে 382 জন। অন্যদিকে, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মানুষ-জমি অনুপাত প্রতি বর্গকিমিতে 432 জন।