বিভিন্ন ধর্মগ্রন্থের প্রবর্তক – ধর্মগ্রন্থ ও আরাধনাস্থল: আজ বিভিন্ন ধর্মের প্রবর্তক ও ধর্মগ্রন্থ তালিকা PDF উপস্থাপন করা হলো। জিকে ক্যুইজ ও সাধারণ জ্ঞানের অংশ হিসাবে এই সমস্ত ধর্ম থেকে প্রশ্ন আসে। যেমন- বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কী?জৈন ধর্মের প্রবর্তক কে?শিখদের প্রধান ধর্মগ্রন্থ কোনটি? সুতরাং এগুলির সঠিক উত্তর জানতে এই পর্বটি পড়তেই হবে।