রবীন্দ্রনাথ ঠাকুরের বংশ তালিকা

Rate this post

রবীন্দ্রনাথ ঠাকুরের বংশ তালিকা: এককথায় জোড়াসাঁকোর ঠাকুর বংশ বলতেই উঠে আসে রবীন্দ্রনাথের কথা। রবীন্দ্রনাথের মতো একজন কালজয়ী পুরুষ এই বংশে জন্মগ্রহণ না করলে, হয়তো এই বংশের কথা ততটা গুরুত্ব পেতো না। যদিও তাঁর পিতা দেবেন্দ্রনাথ এবং তাঁর ব্রাহ্মসমাজ এক সময় বঙ্গদেশে, বিশেষ করে কলকাতায় ব্যাপক প্রভাব ফেলেছিল। কিম্বা আকারমাত্রিক স্বরলিপির স্রষ্টা, গীতিকার, নাট্যকার জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য ও সঙ্গীতে আলোড়ন তুলেছিল, কিন্তু এতকাল পড়েও এই বংশের ইতিহাসের সন্ধান লোকে করে, রবীন্দ্রনাথের জন্যই।

রবীন্দ্রনাথ ঠাকুরের বংশ তালিকা

নীলমণি ঠাকুরের তিন পুত্র ছিলেন যথা – রামলোচন ঠাকুর, রামমনি ঠাকুর এবং রামবল্লভ ঠাকুর।

রাম লোচন ঠাকুর অপূত্রক ছিলেন বলে ভ্রাতা রামমনি ঠাকুরের পুত্র দ্বারকানাথ ঠাকুর কে দত্তপুত্র রূপে গ্রহণ করেন। 

দ্বারকানাথ ঠাকুরের তিনজন পুত্র ছিলেন যথা – দেবেন্দ্রনাথ ঠাকুর, গিরীন্দ্রনাথ ঠাকুর এবং নগেন্দ্রনাথ ঠাকুর।

আবার দেবেন্দ্রনাথ ঠাকুরের সাতজন পুত্র এবং তিনজন কন্যা ছিলেন পূত্রগুলোর নাম ছিল যথাক্রমে –  দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ ঠাকুর, হেমেন্দ্রনাথ ঠাকুর, বীরেন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, সৌমেন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুর এবং পাঁচজন কন্যার নাম হলো যথা – সৌদামিনী দেবী, সুকুমারী দেবী, শরৎকুমারী দেবী, স্বর্ণকুমারী দেবী এবং বর্ণকুমারী দেবী ।

আবার দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের পাঁচজন পুত্র ছিলেন যথা – দীপেন্দ্রনাথ ঠাকুর, অরুণীন্দ্রনাথ ঠাকুর, নীতীন্দ্রনাথ ঠাকুর, সুধীন্দ্রনাথ ঠাকুর এবং কৃতেন্দ্রনাথ ঠাকুর।

আবার সত্যেন্দ্রনাথ ঠাকুরের এক পুত্র এবং এক কন্যা ছিলেন যথা – সুরেন্দ্রনাথ ঠাকুর এবং ইন্দিরা দেবী।

আবার হেমেন্দ্রনাথ ঠাকুরের তিন পুত্র এবং নয় কন্যা ছিলেন পূত্রগুলোর নাম যথাক্রমে – হিতেন্দ্রনাথ ঠাকুর, খীতিন্দ্রনাথ ঠাকুর এবং রিতেন্দ্রনাথ ঠাকুর, এবং কন্যাগুলোর নাম যথাক্রমে – প্রতিভা দেবী, প্রজ্ঞা দেবী, অভি দেবী, মনীষা দেবী, শোভনা দেবী, সুষমা দেবী, সুনিতা দেবী, সুদক্ষিনা দেবী এবং পূর্ণিমা দেবী।

বীরেন্দ্রনাথ ঠাকুরের একজন পুত্র ছিলেন এবং তার নাম হল বলেন্দ্রনাথ ঠাকুর।

আবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দুজন পুত্র এবং তিনজন কন্যা ছিলেন পুত্রগুলোর নাম যথাক্রমে – রথীন্দ্রনাথ ঠাকুর এবং শমীন্দ্রনাথ ঠাকুর এবং কন্যাগুলির নাম যথাক্রমে – মাধুরীলতা দেবী, রেনুকা দেবী এবং মীরা দেবী।

গিরীন্দ্রনাথ ঠাকুরের দুজন পুত্রের নাম যথাক্রমে – গনেন্দ্রনাথ ঠাকুর এবং গুণেন্দ্রনাথ ঠাকুর।

এবং সবশেষে গুণেন্দ্রনাথ ঠাকুরের দুজন পুত্র এবং একজন কন্যা ছিলেন যথাক্রমে – গগনেন্দ্রনাথ ঠাকুর এবং অবনীন্দ্রনাথ ঠাকুর এবং কন্যা ছিলেন সুনয়নী দেবী।

Leave a Comment