ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক সমূহ: সুবিশাল দেশ ভারতের প্রাকৃতিক পরিবেশের নানাবিধ বৈচিত্র্যের কারণে ভারতের বিভিন্ন অংশে জলবায়ুর বৈচিত্র্য লক্ষ করা যায়। এই প্রাকৃতিক বৈচিত্র্যতাই হল ভারতের জলবায়ুর অন্যতম প্রধান নিয়ন্ত্রক। ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকসমূহ গুলি নিচে সংক্ষিপ্ত আকারে বর্ননা করা হলো ।
১. অক্ষাংশ – জলবায়ুর অন্যতম প্রধান নিয়ন্ত্রক হল অক্ষাংশ। ভারতের প্রায় মাঝ বরাবর বিস্তৃত হয়েছে কর্কটক্রান্তিরেখা, যা ভারতকে সমান দুটি ভাগে বিভক্ত করেছে। ভারতে তাই এই রেখার উত্তরে উপক্রান্তীয় প্রকৃতির এবং দক্ষিন অংশে ক্রান্তীয় প্রকৃতির জলবায়ু দেখা যায়।
২. হিমালয়ের অবস্থান – ভারতের উত্তর সীমানা বরাবর বিস্তৃত রয়েছে সুউচ্চ হিমালয় পর্বত মালা। যা ভারতের জলবায়ুর এক গুরুত্বপূর্ন নয়ন্ত্রক। হিমালয় পর্বতমালা ভারতকে উত্তরের প্রবল শৈত্যপ্রবাহ থেকে রক্ষা করে এবং বায়ুপ্রবাহ এই হিমালয় পর্বতমালায় বাধা পেয়ে ভারতের উত্তরাংশে প্রবল শৈলৎক্ষেপ বৃষ্টিপাত ঘটায়।
৩. সমুদ্রের অবস্থান – ভারতের দক্ষিনাংশের তিনদিক সমুদ্র দ্বারা বেস্থিত হওয়ায় অঞ্চলটি ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় সত্ত্বেও সমুদ্রের অবস্থানের জন্য উষ্ণতা প্রভাব খুব একটা বোঝা যায় না অর্থাৎ সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে।
৪. মৌসুমি বায়ুর প্রভাব – ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রক হল মৌসুমি বায়ুপ্রবাহ । এই মৌসুমি বায়ুপ্রবাহের জন্য ভারতে বৃষ্টিপাত , ঋতু পরিবর্তন হয় এবং জলবায়ুর আর্দ্রতা ও শুস্কতা নিয়ন্ত্রিত হয়। যেমন – ভারতের মোট বৃষ্টির প্রায় বেশিরভাগ টাই দক্ষিন – পশ্চিম মৌসুমি বায়ুর জন্য হয়ে থাকে এবং শীতকালে উত্তর – পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে শীতল ও শুষ্ক প্রকৃতি জলবায়ু বিরাজ করে।
৫. জেট বায়ুর প্রভাব – ট্রপোস্ফিয়ারের উপরের অংশ দিয়ে প্রবাহিত ক্রান্তীয় পূর্বালি জেট এবং উপক্রান্তীয় পশ্চিমা জেট ভারতে মৌসুমি বায়ুপ্রবাহের প্রধান নিয়ন্ত্রক বলে বিজ্ঞানীরা মনে করেন । অর্থাৎ জেট বায়ু মৌসুমি বায়ুকে নিয়ন্ত্রন করে ভারতের জলবায়ুর ওপর প্রভাব বিস্তার করে ।
৬. থর মরুভূমির প্রভাব – ভারতের পশ্চিম অংশে রয়েছে ভারতের একমাত্র মরুভূমি থর । এই মরুভূমির অবস্থানের জন্য ভারতের রাজস্থানের পশ্চিমাংশের জলবায়ু অধিক উষ্ণ ও শুষ্ক প্রকৃতির হয়।
৭. বনভূমির প্রভাব – বনভূমির অবস্থান স্থানীয় ভাবে জলবায়ুর বিভিন্ন উপাদানকে নিয়ন্ত্রন করে। যেমন – যেখানে বনভূমির পরিমান বেশি হয় সেখানে বৃষ্টিপাত বেশি পরিমানে হয়ে থাকে।
৮. মানবিক কার্যকলাপ – মানুষ তার নিজের প্রয়োজনে পরিবেশের কথা না ভেবেই প্রচুর বৃক্ষচ্ছেদন করছে, বিষাক্ত ধোঁয়া বাতাসে ত্যাগ করছে । যার ফলে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের ভারসাম্য বিনষ্ঠ হয়ে জলবায়ুর পরিবর্তন ঘটাচ্ছে। যার প্রভাব ভারতের বিভিন্ন বড়ো বড়ো শহর গুলিতে দেখা যাচ্ছে। যেমন – দিল্লি বর্তমানে ভারতের অন্যতম প্রধান দূষিত শহরে পরিনত হয়েছে।