Current Affairs 1st January 2023 – 1st জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

Rate this post

Daily Current Affairs in Bengali 1st January 2023: It is very important for all WBPSC exams like WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, Food SI, etc, and also for other exams like Rail, Bank, Staff Selection Commission, IB, and LIC exams. gksolve.in provides Daily Current Affairs in Bengali 2023 (দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স) for all competitive exams.

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Current Affairs 1st January 2023 – 1st জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. সৌদি আরাবিয়ান ক্লাব Al Nassr এ যোগদান করলো পর্তুগাল ফুটবল দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

2. World Blitz চেস চ্যাম্পিয়নশিপে কোনেরু হাম্পি সিলভার মেডেল জিতলেন।

3. দিল্লীতে অবস্থিত ন্যাশনাল রিসার্চ ডেভেলপমেন্ট কর্পোরেশনে (NRDC) ইকনিউবেশন সেন্টারের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।

4. 2023 সালের 1 লা জানুয়ারি থেকে নতুন ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি স্কিম চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার।

5. হকি হরিয়ানা ওমেন অনুর্দ্ধ-18 টিম খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস 2022 জিতলো।

6. দেশের নতুন বিদেশ মন্ত্রী হিসেবে Qin Gang কে নিযুক্ত করলো চীন।

7. ভ্যাটিকান সিটির প্রাক্তন পোপ Benedict XVI 95 বছর বয়সে প্রয়াত হলেন।

8. বিউটিফিকেশন ভিত্তিক শহরগুলির সূচী তৈরির জন্য City Finance Rankings এবং City Beauty Competition নামক দুটি ইনিশিয়েটিভ লঞ্চ করলো MoHUA মন্ত্রী হারদ্বীপ সিং পুরী।

9. দেশজুড়ে স্টেশনগুলোর আধুনিকরণের জন্য মিনিস্ট্রি অফ রেলওয়ে সম্প্রতি ‘অমৃত ভারত স্টেশন স্কিম’ লঞ্চ করলো।

10. ম্যাগনাস কার্লসেন এবং Tan Zhongyi 2022 বিশ্ব র‍্যাপিড চ্যাম্পিয়নশিপ খেতাব জিতলো।

    আরও পড়ুন:

    Leave a Comment