বাংলাদেশের বিভিন্ন গবেষণাগার তালিকা – Research Centres of Bangladesh

Rate this post

বাংলাদেশের বিভিন্ন গবেষণাগার তালিকা – Research Centres of Bangladesh: বৈজ্ঞানিক গবেষণাগার মূলতঃ ল্যাব ব্যবহার করা হয় বৈজ্ঞানিক গবেষণার জন্যে। নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ বা দক্ষতা অর্জনে এ ধরনের গবেষণাগার বিভিন্ন ধরনের হতে পারে। তন্মধ্যে – পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যার জন্যে পৃথক গবেষণাগার রয়েছে। শুকনো আবহাওয়ার উপযোগী করে রসায়নবিদ্যা ও জীববিদ্যার গবেষণাগার তৈরী করা হয়।

বাংলাদেশের বিভিন্ন গবেষণাগার তালিকা – Research Centres of Bangladesh

নংগবেষনাগারঅবস্থান
ডাল গবেষণা কেন্দ্রঈশ্বরদী, পাবনা
আখ গবেষণা কেন্দ্রঈশ্বরদী, পাবনা
রাবার গবেষণা বোর্ডকক্সবাজার
পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রখাগড়াছড়ি
বন গবেষণা কেন্দ্রচট্টগ্রাম
ইলিশ ও নদীর মাছ গবেষণা কেন্দ্রচাঁদপুর
আম গবেষণা কেন্দ্রচাঁপাইনবাবগঞ্জ
ধান গবেষণা ইনস্টিটিউটজয়দেবপুর, গাজীপুর
পুষ্টি গবেষণা ইনস্টিটিউটঢাকা বিশ্ববিদ্যালয়
১০গম গবেষণা কেন্দ্রদিনাজপুর
১১কুমির গবেষণাগার (নোনা জল)দুলহাজরা, কক্সবাজার
১২তাঁত গবেষণা বোর্ডনরসিংদী
১৩হাঁস-মুরগী গবেষণা ইনস্টিটিউটনারায়নগঞ্জ
১৪নদী গবেষণা কেন্দ্রফরিদপুর
১৫মশলা গবেষণা কেন্দ্রবগুড়া
১৬মহিষ গবেষণা ইনস্টিটিউটবাগেরহাট
১৭কুমির গবেষণাগার (মিঠা জল)ভালুকা, ময়মনসিংহ
১৮মৎস্য গবেষণা কেন্দ্রময়মনসিংহ
১৯পাট গবেষণা ইনস্টিটিউটমানিক মিয়া এভিনিউ
২০পাট গবেষণা কেন্দ্রমানিকগঞ্জ
২১তুলা গবেষণা ইনস্টিটিউটযশোর
২২তামাক গবেষণা ইনস্টিটিউটরংপুর
২৩আলু গবেষণা ইনস্টিটিউটরংপুর
২৪রেশম গবেষণা কেন্দ্ররাজশাহী
২৫কলা গবেষণা ইনস্টিটিউটরামপাল, বাগেরহাট
২৬হরিণ গবেষণা ইনস্টিটিউটশরণখোলা, বাগেরহাট
২৭চা গবেষণা কেন্দ্রশ্রীমঙ্গল, সিলেট
২৮গরু গবেষণা ইনস্টিটিউটসাভার
২৯ছাগল গবেষণা ইনস্টিটিউটসিলেট
৩০চামড়া গবেষণা ইনস্টিটিউটহাজারিবাগ, ঢাকা

Leave a Comment