পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প তালিকা – পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প সমূহ

Rate this post

পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প তালিকা – পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প সমূহ: আজ Schemes and Projects of West Bengal PDF টি শেয়ার করছি, যেটিতে পশ্চিমবঙ্গ সরকারের গৃহিত সমস্ত প্রকল্প বা স্কিম বা প্রোজেক্টের তথ্য বাংলায় দেওয়া হয়েছে। বর্তমানে যেকোনো চাকরির পরীক্ষাতে এই প্রকল্প গুলি থেকে প্রশ্ন আসছে প্রায়ই। যেমন:- কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয়? সবুজ সাথী প্রকল্প কবে চালু হয়েছে? ইত্যাদি।

পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প তালিকা – পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প সমূহ

প্রকল্পসালউদ্দেশ্য
মাতৃযান২০১৩অ্যাম্বুলেন্স পরিষেবা
কন্যাশ্রী২০১৩নারীদের আর্থিক সাহায্য
যুবশ্রী২০১৩কর্মহীনদের ভাতা দান
মধুর স্নেহ২০১৩মিউম্যান মিল্ক ব্যাঙ্ক
শিশুসাথী২০১৩শিশুদের হার্টের অস্ত্রোপ্রচার
শিক্ষাশ্রী২০১৪তফশিলি জাতি ও উপজাতিদের আর্থিক সাহায্য
গতিধারা২০১৪কর্মহীন যুবক-যুবতীদের আর্থিক সহায়তা
ঐক্যশ্রী২০১৪সংখ্যালঘু শিক্ষার্থীদের স্কলারশিপ
কর্মতীর্থ২০১৪উৎপাদিত দ্রব্য বিক্রি
সামাজিক সুরক্ষা যোজনা২০১৪দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ দরিদ্র পরিবারকে আর্থিক সাহায্য
সুফল বাংলা২০১৪কৃষিজ পণ্য যুক্তিযুক্ত দামে মানুষের কাছে পৌঁছে দেওয়া
সবুজ সাথী২০১৫ছাত্রছাত্রীদের সাইকাল প্রদান
মুক্তির আলো২০১৫যৌনকর্মী, নির্যাতিত নারী ও বালিকাদের স্বনির্ভর করে তোলা
খাদ্যসাথী২০১৬২ টাকা কেজি দরে চাল ও গম প্রদান
সবুজশ্রী২০১৬শিশুকে মূল্যবান চারা গাছ
সমব্যথী২০১৬দরিদ্র মানুষের পরিজনের অন্ত্যেষ্টিক্রিয়ায় আর্থিক সাহায্য
স্বাস্থ্য সাথী২০১৬১০ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা প্রদান
উৎকর্ষ বাংলা২০১৬শিক্ষার্থীদের বৃত্তিমূলক শিক্ষা দেওয়া
সেফ ড্রাইভ সেভ লাইফ২০১৬পথ দুর্ঘটনা আটকানো
রুপশ্রী২০১৮বিয়ের জন্য এককালীন ২৫ হাজার টাকা প্রদান
মানবিক পেনশন২০১৮প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক ১ হাজার টাকা প্রদান
কৃষক বন্ধু২০১৯কৃষকদের আর্থিক অনুদান এবং ২ লক্ষ টাকার জীবন বীমা
জাগো প্রকল্প২০১৯স্বনির্ভর গোষ্ঠীকে বার্ষিক ৫ হাজার টাকা প্রদান
কর্মসাথী২০২০বেকার যুবক-যুবতীদের আর্থিক ঋণ প্রদান
পথশ্রী২০২০পুরানো সড়কের মেরামত
দুয়ারে সরকার২০২০সমস্ত প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়া
স্নেহালয়২০২০গৃহ নির্মাণে আর্থিক সাহায্য
স্নেহের পরশ২০২০পরিযায়ী শ্রমিকদের জন্য ১ হাজার টাকা প্রদান
বন্ধু প্রকল্প২০২০তফশিলি জাতির মানুষদের বার্ধক্য ভাতা প্রদান
বাংলাশ্রী২০২০ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহ প্রদান
চা সুন্দরী২০২০চা বাগানের গৃহহীন শ্রমিকদের আবাসন দেওয়া
হাসির আলো২০২০বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ
স্টুডেন্ট ক্রেডিট কার্ড২০২১পড়াশোনার জন্য আর্থিক ঋণ প্রদান
লক্ষ্মীর ভাণ্ডার২০২১মহিলাদের স্বনির্ভর করতে আর্থিক সাহায্য
মা প্রকল্প২০২১৫ টাকায় ডিম ও ভাত
নিজ গৃহ নিজ ভূমিভূমিহীন মানুষদের স্থায়ী আশ্রয়
সবলাকিশোরীদের ক্ষমতায়ন বৃদ্ধি
গীতাঞ্জলীসুনিশ্চিত আশ্রয়ের ব্যবস্থা

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প – Schemes and Projects of West Bengal

কন‍্যাশ্রী প্রকল্প

কন‍্যাশ্রী প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার তথা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্ধ‍্যোপাধ‍্যায়ের অন্যতম অগ্রনী প্রকল্পর শুভ উদ্বোধন হয় 8 মার্চ 2013 সালে। এই প্রকল্পের মাধ্যমে অবিবাহিতা ছাত্রীরা যাদের বাৎসরিক পারিবারিক আয় অনধিক 1,20, 000/- টাকা তারা নিম্নলিখিত দুই প্রকারের স্কলারশীপ পেয়ে থাকেন। 13 থেকে 18 বছর বয়সি ছাত্রীদের বছরে 750/- টাকা এবং 18 থেকে 19 বছর বয়সি অবিবাহিত ছাত্রীদের এককালীন 25000/- টাকা দিয়ে আর্থিক সহযোগীতা করা হয়।

খাদ‍্যসাথী প্রকল্প

পশ্চিমবঙ্গ সরকার মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের উদ্বোধন করেন 27 জানুয়ারি 2016 সালে। এই প্রকল্পের মাধ্যমে AAY, SPH, PHH বিভিন্ন প্রকারের খাদ্যসাথী কার্ড দেয়া হয়।

স্বাস্থ‍্যসাথী প্রকল্প

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প গুলির মধ্যে অন্যতম হলো স্বাস্থ্যসাথী প্রকল্প।রাজ্যস্তরে রূপায়ণকারী কমিটি (State Level Implementing Committee) মাধ্যমে এই প্রকল্পে কাজ পরিচালিত করা হয়। স্বাস্থ্যসাথী সমিতি এই প্রকল্পের কার্য নিরীক্ষণ করে।30 শে ডিসেম্বর, 2016, পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন।

নির্বাচিত গ্রামপঞ্চায়েত সমিতির প্রতিনিধি এবং পঞ্চায়েত কার্যের সাথে যুক্ত অস্থায়ী কর্মচারী এই প্রকল্পের আওতাভুক্ত হবে। সাধারণ প্রকৃতির চিকিৎসার জন্য এককালীন 1,50,000/- টাকা এবং দুরূহ রোগ, যেমন—ক্যানসার, নার্ভসংক্রান্ত, হার্ট, যকৃত ও রক্ত সংক্রান্ত রোগের জন‍্য 5 লক্ষ টাকা প্রদান করে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

সবুজশ্রী প্রকল্প

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা 2017 সালের 27 মে এই প্রকল্পের উদ্বোধন করা হয়।প্রত‍্যেক নবজাতক শিশুর পরিবার যাতে 20 বৎসর পর ওই শিশুটির বিকাশের জন‍্য গাছটিকে কেটে অর্জিত অর্থ ভবিষ্যতে খরচ করতে পারে এবং সেই সাথে পরিবেশ সবুজায়ন ঘটানো সম্ভব হয় তার জন্য বৃক্ষরোপণ করা।

সবুজসাথী প্রকল্প

এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের একটি অন্যতম প্রকল্প, পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত স্কুলগুলির নবম ও দশম শ্রেণি শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে একটি করে বাই-সাইকেল দেওয়া হয়। যা ‘সবুজসাথী’ নামে পরিচিত। 2015 সালে এই প্রকল্প প্রচলন করা হয়।

সমব‍্যথী প্রকল্প

কোনো গরিব পরিবারের কোনো ব‍্যক্তি মৃত্যু বরন করলে, শ্মশানে বা কবরস্থানে বা শেষকৃত্য করার সমতুল্য স্থানে শেষকৃত্য ও আনুষঙ্গিক খরচ বহনের সামর্থ্য নেই এমন গরিব পরিবারের কছের সদস্যকে এককালীন অনুদান হিসাবে 2000/- টাকা দিয়ে থাকে। 2016  চালু হয়।

উৎকর্ষ প্রকল্প

স্কুল থেকে পালানো ও কর্ম শিক্ষিত সম্প্রদায়কে প্রতিভা বিকাশের জন্য উৎকর্ষ মূলক শিক্ষা পদ্ধতি চালু করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সর্বোচ্চ 400 থেকে 1200 ঘন্টার সম্পূর্ণ বিনাখরচে উন্নত প্রশিক্ষনের মাধ্যমে ট্রেলার, ড্রাইভিং, কারিগরি, পার্লার ইত্যাদি হাতে কলমে শিখিয়ে তাদেরকে স্বনির্ভর করে তোলা এই প্রকল্পের উদ্দেশ্য। এই প্রকল্প 2016 সালে চালু হয়।

সমর্থন প্রকল্প

2016 সালের নোটবন্দির জন্য যেসব কর্মী যারা রাজ্যের বাইরে তাদের কাজ হারিয়েছেন বা পুনরায় এই রাজ্যে চলে এসেছেন তাদের আর্থক পরিস্থিতির জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে 50,000/- টাকা এককালীন প্রদান করা হয় যাতে সে নতুন ব্যবসা/বাণিজ্য করে প্রতিষ্ঠা লাভ করেন।

মাতৃযান প্রকল্প: পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের উদ্দেশ্যে ২০১১ সালে এই প্রকল্প প্রচলন করেন।

শিক্ষাশ্রী প্রকল্প : পশ্চিমবঙ্গ সরকার 2014 সালে এই প্রকল্প প্রচলন করেন।

গতিধারা প্রকল্প : 2014 সালে চালু হয়।

রূপশ্রী প্রকল্প : 2018 সালে প্রচলন হয়। ছাত্রীদের বিয়ের পর 25 হাজার টাকা দেওয়া হয়।

যুবশ্রী প্রকল্প : 2013 সালে চালু হয়। বেকারদের জন্য 1500 টাকা দেওয়া হয়।

কর্মসাথী প্রকল্প : 2020 সালে চালু হয়। ব্যবসার উদ্দেশ্যে ঋণ।

ঐকশ্রী প্রকল্প : 2014 সালে চালু হয়। সংখ্যালঘু স্কলারশিপ।

দুয়ারে সরকার : 2020 সালে চালু হয়। গ্রাম এবং অন্যান্য বিষয়ের উন্নয়নে।

লক্ষ্মী ভান্ডার প্রকল্প : 2021 সালে চালু হয়। মহিলাদের স্বনির্ভরতার জন্য।

কৃষক বন্ধু প্রকল্প : 2019 সালে চালু হয়। কৃষকদের বার্ষিক ৫০০০ টাকা অনুদান।

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প সমূহ প্রশ্ন : 

1. কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয় ?

উ: 2013 সালে

2. রূপশ্রী প্রকল্প কবে চালু হয় ?

উ: 2018 সালে

3. সবুজ সাথী প্রকল্প কবে চালু হয় ?

উ: 2015 সালে

4. যুবশ্রী প্রকল্প কবে চালু হয় ?

উ: 2013 সালে।

5. শিক্ষাশ্রী প্রকল্প কবে চালু হয় ?

উ: 2014 সালে।

Leave a Comment