বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর: আজ সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান থেকে প্রশ্ন উত্তর রয়েছে। সাধারণ বিজ্ঞান বইটি আগত Railway Group D ও NTPC পরীক্ষার প্রস্তুতিতে আপনাদের খুবই সাহায্য করবে।
বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর – Science Questions Answers in Bengali
◪ ইলেকট্রন আবিষ্কার করেন ➟ থমসন।
◪ প্রোটন আবিষ্কার করেন ➟ রাদারফোর্ড।
◪ নিউটন আবিষ্কার করেন ➟ স্যাডউইক।
◪ এটম বোমা তৈরি হয় ➟ ফিশন প্রক্রিয়ায়।
◪ পারমাণবিক বোমার আবিষ্কার করেন ➟ ওপেন হাইমার।
◪ ব্ল্যাক বক্স যন্ত্র ব্যবহৃত হয় ➟ বিমানে।
◪ নাইট্রোজেনের পারমানবিক সংখ্যা ➟ ৭
◪ সিলিকনের পারমাণবিক সংখ্যা ➟ ১৪
◪ ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা ➟ ৯২
◪ আর্সেনিকের পারমাণবিক সংখ্যা ➟ ৩৩
◪ কমলা লেবুতে থাকে ➟ এসকরবিক এসিড।
◪ পলিথিন পোড়ালে উৎপন্ন হয় ➟ কার্বনমনোক্সাইড।
◪ ইউরিয়া সার উৎপাদন করার কাঁচামাল ➟ প্রাকৃতিক গ্যাস।
◪ প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান ➟ মিথেন।
◪ বায়োগ্যাসের প্রধান উপাদান ➟ মিথেন।
◪ সেভিং সাবানের উপাদান ➟ কস্টিক পটাশ।
◪ কাঁদুনে গ্যাসের অপর নাম ➟ ক্লোরোপিকরিন।
◪ নাইট্রোজেন গ্যাস থেকে প্রস্তুত হয় ➟ ইউরিয়া।
◪ কাঁচ তৈরির প্রধান উপাদান ➟ সিলিকা বা বালি।
◪ প্রাকৃতিক বস্তুর মধ্যে সবচেয়ে শক্ত পদার্থ ➟ হীরক।
◪ সর্বাপেক্ষা হালকা ধাতু ➟ লিথিয়াম।
◪ সর্বোত্তম তড়িৎ বাহক ➟ তামা (Cu)
◪ তামা ও টিনের মিশ্রণে তৈরি হয় ➟ ব্রোঞ্জ।
◪ সবচেয়ে মূল্যবান ধাতু ➟ প্লাটিনাম।
◪ জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন ➟ লুই প্রাস্তুর।
◪ পোলিও টিকার আবিষ্কারক ➟ জোনাস সক।
◪ যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কার করেন ➟ রর্বাট কচ।
◪ পেনিসিলিন আবিষ্কার করেন ➟ আলেকজান্ডার ফ্লেমিং।
◪ ওজোন এর রং ➟গাঢ় নীল।
◪ সাবানের রাসায়নিক নাম ➟ সোডিয়াম স্টিয়ারেট।
◪ ওজোন স্তরের সর্বাপেক্ষা ক্ষতিকর গ্যাস ➟ ক্লোরিন।
◪ ভূ-ত্বকে সবচেয়ে বেশী পাওয়া যায় ➟ অ্যালুমিনিয়াম (৭%)
◪ পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতু ➟ ক্যালিফোর্নিয়াম।
◪ রক্তের সার্বজনীন গ্রহীতা ➟ “AB” গ্রুপ।
◪ রক্তের সার্বজনীন দাতা ➟ “O” গ্রুপ।
◪ রেল ইঞ্জিনের অাবিষ্কারক ➟ স্টিফেনসন।
◪ শিশুদের চিকিৎসা বিদ্যাকে বলে ➟ পেডিয়াট্রিক্স।
◪ ভ্রুণ সম্পর্কিত বিদ্যাকে বলে ➟ এমব্রায়োলজি।
◪ অনুজীব বিষয়ক বিদ্যাকে বলে ➟ মাইক্রোবায়োলজি।
◪ প্রত্নতত্ত্ব বিদ্যাকে বলে ➟ অার্কিওলজি।
◪ উভচর ও সরীসৃপ বিষয়ক বিদ্যাকে বলে ➟ হারপেটোলজি।
◪ সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি হয় ➟ লাল আলোতে।
◪ গাজরের মূলে থাকে ➟ ক্যারোটিন।
◪ লেট ব্লাইট রোগটি সম্পর্কিত ➟ আলুর সাথে।
◪ বিশ্বের প্রথম টেস্টটিউব বেবীর নাম ➟ লুইস ব্রাউন।
◪ মানবদেহে করোটিতে অস্থির সংখ্যা ➟ ২৯ টি।
◪ মানবদেহে কশেরুকার সংখ্যা ➟ ৩৩ টি।
◪ মানবদেহের বৃহত্তম কোষ ➟ ডিম্বানু।
◪ মানুষের সবচেয়ে বড় হাড় ➟ ফিমার।
◪ মানুষের সবচেয়ে বড় গ্রন্থি ➟ যকৃত।
◪ রক্ত আমাশয়ের জীবাণু ➟ সিগেলা।
◪ চা পাতায় পাওয়া যায় ➟ ভিটামিন বি কমপ্লেক্স।
◪ কচু খেলে গলা চুলকায় কারন কচুতে রয়েছে ➟ ক্যালসিয়াম অক্সালেট
◪ ভিটামিন সি এর অপর নাম ➟ এসকরবিক এসিড।
◪ রেফ্রিজারেটরে ব্যবহৃত হয় ➟ কার্বন ও ফ্রেয়ন।
◪ বাদুড় পথ চলার জন্য ব্যবহার করে ➟ আল্ট্রাসনিক তরঙ্গ।
◪ পলিথিন মাটির সাথে মিশতে সময় লাগে ➟ প্রায় ৪৫০ বছর।
◪ কাচ মাটির সাথে মিশতে সময় লাগে ➟ প্রায় ২০০ বছর।
◪ শব্দের গতি সবচেয়ে কম ➟ বায়বীয় পদার্থে।
◪ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ➟ ১৫ কোটি কিমি।
◪ লেজার রশ্মি আবিষ্কার করেন ➟ মাইম্যান।
◪ আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা ➟ ম্যাক্স প্ল্যাঙ্ক।
◪ লেন্সের ক্ষমতার একক ➟ ডায়প্টার।
◪ হীরক দেখার কারন ➟ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য।
◪ যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে বলে ➟ দর্পন।
◪ সিনেমাস্কোপ প্রজেক্টরে ব্যবহৃত হয় ➟ অবতল লেন্স।
◪ আকাশে রংধনু সৃষ্টির কারণ ➟ বৃষ্টির কণা।
◪ আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি ➟ বেগুনি রঙ্গের।
◪ আলোর বিচ্যুতি সবচেয়ে কম ➟ লাল রঙ্গের।
◪ লাল আলোতে নীল রঙ্গের ফুল দেখাবে ➟ কালো।
◪ চা তাড়াতাড়ি ঠান্ডা হয় ➟ কালো রঙ্গের কাপে।
◪ বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি ➟ রুপার।
◪ লোহার উপর টিনের প্রলেপ দেয়াকে বলে ➟ গ্যালভানাইজিং।
◪ বৈদ্যুতিক বাল্বের ভিতরে সরু তারটি তৈরি হয় ➟ টাংস্টেন দ্বারা।
◪ বৈদ্যুতিক ইস্ত্রি ও হিটারে ব্যবহৃত হয় ➟ নাইক্রোম তার।
◪ ট্রানজিস্টার আবিষ্কার হয় ➟ ১৯৪৮ সালে।
◪ এক্সরে আবিষ্কার করেন ➟ রন্টজেন।