শহরতলি বা Suburb এবং জনপদ কাকে বলে?: যে সমস্ত নগরায়িত আবাসিক জনগোষ্ঠী অধ্যুষিত এলাকার অধিবাসীরা কোন বৃহৎ নগরের আইনগত সীমানার বাইরে বসবাস করেন, কিন্তু অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে ওই বৃহৎ নগরের কেন্দ্রীয় নগর অঞ্চলের ওপর নির্ভরশীল; সেই সমস্ত এলাকাকে শহরতলি বা Suburb বলে।
উদাহরণ- কলকাতা মহানগরের পার্শ্ববর্তী অঞ্চল।
জনপদ- গ্রাম ও শহরের মধ্যবর্তী এলাকা, যেখান কার জনসংখ্যা 1000-2500 হয়ে থাকে, তাকে জনপদ বলে।
উদাহরণ-পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, চন্ডীপুর ইত্যাদি।