বিভিন্ন অধাতুর সংকেত তালিকা – Symbols of Different Non-Metals

Rate this post

বিভিন্ন অধাতুর সংকেত তালিকা – Symbols of Different Non-Metals: অধাতু (Nonmetal, অথবা non-metal) হল মৌলিক পদার্থের একটি শ্রেণীবিভাগ যা রসায়ন বিজ্ঞানে ব্যবহার করা হয়ে থাকে। মৌলিক পদার্থের ভৌত এবং রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে এই শ্রেণীবিভাগ করা হয়ে থাকে এবং পর্যায় সারণীর মৌলসমূহকে ধাতু এবং অধাতু এই দুটি সাধারণ শ্রেণীতে ভাগ করা হয়েছে। তবে বিশেষ বৈশিষ্ট সম্পন্ন কিছু মৌলকে ধাতুকল্প নামের আলাদা শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিভিন্ন অধাতুর সংকেত তালিকা – Symbols of Different Non-Metals

নংঅধাতুসংকেত
অক্সিজেনO
হাইড্রোজেনH
নাইট্রোজেনN
সালফারS
ফ্লুরিনF
ফসফরাসP
ক্লোরিনCl
আর্সেনিকAs
আয়োডিনI
১০ব্রোমিনBr
১১কার্বনC

Leave a Comment