বিভিন্ন অধাতুর সংকেত তালিকা – Symbols of Different Non-Metals: অধাতু (Nonmetal, অথবা non-metal) হল মৌলিক পদার্থের একটি শ্রেণীবিভাগ যা রসায়ন বিজ্ঞানে ব্যবহার করা হয়ে থাকে। মৌলিক পদার্থের ভৌত এবং রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে এই শ্রেণীবিভাগ করা হয়ে থাকে এবং পর্যায় সারণীর মৌলসমূহকে ধাতু এবং অধাতু এই দুটি সাধারণ শ্রেণীতে ভাগ করা হয়েছে। তবে বিশেষ বৈশিষ্ট সম্পন্ন কিছু মৌলকে ধাতুকল্প নামের আলাদা শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিভিন্ন অধাতুর সংকেত তালিকা – Symbols of Different Non-Metals
নং | অধাতু | সংকেত |
---|---|---|
১ | অক্সিজেন | O |
২ | হাইড্রোজেন | H |
৩ | নাইট্রোজেন | N |
৪ | সালফার | S |
৫ | ফ্লুরিন | F |
৬ | ফসফরাস | P |
৭ | ক্লোরিন | Cl |
৮ | আর্সেনিক | As |
৯ | আয়োডিন | I |
১০ | ব্রোমিন | Br |
১১ | কার্বন | C |