ভৌত বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর – Top Physical Science Questions and Answers

ভৌত বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর – Top Physical Science Questions and Answers: আজ ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর PDF টি আপনাদের সরবরাহ করছি, যেটিতে ভৌতবিজ্ঞান বা পদার্থ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে MCQ প্রশ্ন উত্তর রয়েছে। পরীক্ষায় আসার মতো বাছাই করা প্রশ্ন উত্তরের সমাহার রয়েছে এই পিডিএফে। সুতরাং এখনই পিডিএফ বিনামূল্যে সংগ্রহ করে নিজের ভৌত বিজ্ঞানের জ্ঞানকে সমৃদ্ধ করুন।

1. ডেসিবেল কীসের একক ?

উত্তর: শব্দের তীব্রতার

2. তড়িচ্চালক বলের একক কী ?

উত্তর: তড়িচ্চালক বলের একক হল ভোল্ট

3. বিদ্যুৎ এবং তাপের সর্বাধিক সুপরিবাহী ধাতু কী ?

উত্তর: রুপা

4. পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত ?

উত্তর: শূন্য

5. বরফের সঙ্গে সাধারণ লবণ মেশালে বফের গলনাঙ্ক কমে না বাড়ে ?

উত্তর: কমে

6. লোহার জিনিসের উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে কি বলে ?

উত্তর: গ্যালভানাইজেশন

7. মটরগাড়ির হেড লাইটে কোন দর্পন ব্যবহার করা হয় ?

উত্তর: অবতল

8. রান্না করার হাড়িপাতিল সাধারণত এলুমিনিয়াম ব্যবহার করা হয় কেন ?

উত্তর: কারণ এতে দ্রুত তাপ সঞ্চালিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়

9. পারসেক একক দিয়ে কী মাপা হয় ?

উত্তর: মহাকাশীয় দূরত্ব

10. পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন ?

উত্তর: মধ্যাকর্ষণ বলের জন্য

11. সাধারণ ক্যামেরায় কী লেন্স ব্যবহৃত হয় ?

উত্তর: উত্তল লেন্স

12. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি ?

উত্তর: কঠিন

13. কোন বস্তুর ত্বরণ বলতে কী বোঝায় ?

উত্তর: সময়ের সাথে বেগ বৃদ্ধির হার

14. বলের একক কী ?

উত্তর: নিউটন

15. কোন পদার্থ প্রকৃতিতে কঠিন, তরল, বায়বীয় অবস্থায় পাওয়া যায় ?

উত্তর: জল

16. বৃষ্টির ফোঁটার বৃত্তাকার হওয়ার কারন কী ?

উত্তর: পৃষ্টটান

17. জলের তাপমাত্রা 0° থেকে 4°এ উন্নীত হলে জলের ঘনত্ব কী হবে ?

উত্তর: বাড়বে

18. কার্জের একক কী ?

উত্তর: জুল

19. SI পদ্ধতিতে তাপমাত্রার একক কী ?

উত্তর: কেলভিন

20. বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন কে ?

উত্তর: টমাস এডিসন

21. চাঁদে বা অন্য গ্রহে নিলে বস্তুর কি পরিবর্তন ঘটবে ?

উত্তর: বস্তুর ভর একই থাকবে কিন্তু ওজন বদলাবে

22. টেলিফোনের আবিষ্কারক কে ?

উত্তর: আলেকজান্ডার গ্রাহাম বেল

23. 1 অশ্বক্ষমতা = কত ওয়াট ?

উত্তর: 746 ওয়াট

24. ‘থিউরি অব রিলেটিভিটি’ এর উদ্ভাবক কে ?

উত্তর: আলবার্ট আইনস্টাইন

25. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয় ?

উত্তর: টাংস্টেন

26. একটি বৈদ্যুতিক পাখা ধীরে চালালে বিদ্যুৎ খরচ কী হবে ?

উত্তর: একই হয়

27. রঙ্গিন টেলিভিশন থেকে ক্ষতিকর কী রশ্মি নির্গত হয় ?

উত্তর: গামা রশ্মি

28. জলকে বরফে পরিনত করলে এর আয়তন কী হয় ?

উত্তর: বাড়ে

29. পৃথিবীতে সবচেয়ে শক্ত মৌল কী ?

উত্তর: হীরক

30. কোন বস্তু যখন সমস্ত আলো শোষন করে তখন তাকে কেমন দেখায় ?

উত্তর: কালো দেখায়

31. তড়িৎপ্রবাহমাত্রার ব্যবহারিক একক কী ?

উত্তর: অ্যাম্পিয়ার

32. তড়িৎ-পরিবাহী ধাতব তারে তড়িতাধানের বাহক কোনগুলি ?

উত্তর: তড়িৎ-পরিবাহী ধাতব তারে মুক্ত ইলেকট্রনগুলি হল তড়িতাধানের বাহক

33. কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় ?

উত্তর: কালো

34. বৈদ্যুতিক হিটারের কুণ্ডলী কোন ধাতু দিয়ে তৈরি হয় ?

উত্তর: নাইক্রোম

35. নাইক্রোম তার কী কী ধাতু দিয়ে তৈরি হয় ?

উত্তর: নাইক্রোম তার হল নিকেল, ক্রোমিয়াম এবং লোহার সংকর ধাতু

Leave a Comment