UNESCO স্বীকৃত ভারতের ঐতিহ্যবাহী স্থানসমূহ: ২০১৪ খ্রিষ্টাব্দের হিসেব অনুযায়ী, ভারতে ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের সংখ্যা ৩২। ১৯৭২ সালের ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য সনদের বর্ণনা অনুযায়ী এই স্থানগুলি সাংস্কৃতিক অথবা প্রাকৃতিক ঐতিহ্যের দিক থেকে বিশেষ গুরুত্বসম্পন্ন। ১৯৭২ সালের ১৭ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত ইউনেস্কোর একটি সাধারণ সম্মেলনের পর ১৯৯৭ সালের ১৭ নভেম্বর বিশ্বের সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্যবাহী স্থানগুলি সংরক্ষণার্থে উক্ত সনদটি গৃহীত হয়েছিল।
আগ্রা ফোর্ট ও অজন্তা গুহা সর্বপ্রথম ভারতের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায়। ১৯৮৩ সালে সপ্তম বিশ্ব ঐতিহ্য অধিবেশনে উক্ত স্থানদুটি বিশ্ব ঐতিহ্যের মর্যাদা লাভ করেছিল। পরবর্তী বছরগুলিতে আরও ৩০টি স্থানের নাম এই তালিকায় যুক্ত হয়। ২০১৪ সালে বিশ্ব ঐতিহ্য স্বীকৃতিপ্রাপ্ত গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান দেশের সাম্প্রতিকতম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। ভারতের ৩২টি বিশ্ব ঐতিহ্য কেন্দ্রের মধ্যে ২৫টি সাংস্কৃতিক কেন্দ্র এবং অবশিষ্ট ৭টি প্রাকৃতিক কেন্দ্র। এছাড়াও আরও ৫০টি কেন্দ্রের নাম ভারত সম্ভাব্য বিশ্ব ঐতিহ্য তালিকার অন্তর্ভুক্ত করেছে।
UNESCO স্বীকৃত ভারতের ঐতিহ্যবাহী স্থানসমূহ – ভারতের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানসমূহের তালিকা
সাল | ঐতিহ্যবাহী স্থান | রাজ্য |
---|---|---|
১৯৮৩ | অজন্তা গুহা | মহারাষ্ট্র |
১৯৮৩ | ইলোরা গুহা | মহারাষ্ট্র |
১৯৮৩ | আগ্রা দুর্গ | উত্তরপ্রদেশ |
১৯৮৩ | তাজমহল | উত্তরপ্রদেশ |
১৯৮৪ | সূর্যমন্দির | ওড়িশা (কোণারক) |
১৯৮৫ | মহাবলীপূরম সৌধসমূহ | তামিলনাড়ু |
১৯৮৫ | কাজিরাঙ্গ জাতীয় উদ্যান | আসাম |
১৯৮৫ | মানস অভয়ারণ্য | আসাম |
১৯৮৫ | কেওলাদেও -ঘানা জাতীয় উদ্যান | রাজস্থান |
১৯৮৬ | গোয়ার চার্চ ও কনভেন্ট সমূহ | গোয়া |
১৯৮৬ | খাজুরাহোর মন্দির সমূহ | মধ্যপ্রদেশ |
১৯৮৬ | হাম্পির সৌধসমূহ | কর্ণাটক |
১৯৮৬ | ফতেপুর সিক্রি | উত্তরপ্রদেশ |
১৯৮৭ | সুন্দরবন জাতীয় উদ্যান | পশ্চিমবঙ্গ |
১৯৮৭ | পাট্টাডাকাল – এর পর্বতসমষ্টি | কর্নাটক |
১৯৮৭ | দ্য গ্রেট লিভিং চোলা মন্দির | তামিলনাড়ু |
১৯৮৭ | এলিফ্যান্টা গুহা | মহারাষ্ট্র |
১৯৮৮ | নন্দাদেবী জাতীয় উদ্যান | উত্তরাখণ্ড |
১৯৮৯ | সাঁচীর বৌদ্ধ স্তুপ | মধ্যপ্রদেশ |
১৯৯৩ | কুতুবমিনার ও স্মৃতিসৌধ | দিল্লি |
১৯৯৩ | হুমায়ুনের সমাধি | দিল্লি |
১৯৯৯ | দার্জিলিং পার্বত্য রেল | পশ্চিমবঙ্গ |
২০০২ | বুদ্ধগয়া মহাবোধি মন্দির | বিহার |
২০০৩ | ভীমবেটকার রকশেল্টার | মধ্যপ্রদেশ |
২০০৪ | চম্পানের পাজগড় প্রত্নতাত্ত্বিক উদ্যান | গুজরাট |
২০০৪ | ছত্রপতি শিবাজি রেলওয়ে টার্মিনাস | মহারাষ্ট্র |
২০০৭ | লালকেল্লা | দিল্লি |
২০০৮ | কালকা-সিমলা রেললাইন | হিমাচল প্রদেশ |
২০১০ | যন্তর-মন্তর | রাজস্থান |
২০১২ | পশ্চিমঘাট | কেরালা |
২০১৩ | হিল ফোর্টস অফ রাজস্থান | রাজস্থান |
২০১৪ | রানি কি ভাও | গুজরাট |
২০১৪ | গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক | হিমাচল প্রদেশ |
২০১৬ | নালন্দা | বিহার |
২০১৬ | কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান | সিকিম |
২০১৬ | দ্য আর্কিটেকচারাল ওয়ার্ক অফ লে করবুসায়ার | চন্ডীগড় |
২০১৭ | ঐতিহাসিক শহর – আমেদাবাদ | গুজরাট |
২০১৮ | মুম্বাইয়ের ভিক্টোরিয়ান ও আর্ট ডেকো এনসেম্বল | মহারাষ্ট্র |
২০১৯ | জয়পুর | রাজস্থান |
২০২১ | রামাপ্পা বা কাকাতিয়া রুদ্রেশ্বর মন্দির | তেলেঙ্গানা |
২০২১ | ধোলাভিরা (হরপ্পান সিটি) | গুজরাট |