উচ্চ মাধ্যমিক ভূগোলের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ক্ষয়চক্র : গঠন ও প্রক্রিয়া

Rate this post

উচ্চ মাধ্যমিক ভূগোলের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ক্ষয়চক্র : গঠন ও প্রক্রিয়া: ভূ-গাঠনিক প্রক্রিয়ায় সমুদ্রতল থেকে উত্থিত কোনো ভূভাগ পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে প্রাথমিক অবস্থা থেকে কতকগুলি নির্দিষ্ট অবস্থার মধ্য দিয়ে সমপ্রায় ভূমিতে বা সমুদ্রতলের উচ্চতায় পৌঁছায়। একে ক্ষয়চক্র বলে।

W.M Davis-এর মতে- “Geographical Cycle is that period of time in which an uplifted land area through weathering and erosion is converted into a plain surface without any characteristics”. ভূবিজ্ঞানী জেমস হার্টন 1785 খ্রিস্টাব্দে ক্ষয়চক্র ধারণাটি প্রথম প্রবর্তন করেন। কিন্তু 1899 খ্রিস্টাব্দে মার্কিন ভূ-বিজ্ঞানী William Moris Davis ক্ষয়চক্রের বিজ্ঞানসম্মত ধারণাটি উপস্থাপন করেন। যাকে “Ideal Geographical Cycle of Erosion” বলে। “Erosion” শব্দটি “Erodery” (হ্ময় করা- to gnaw) বা “Erosus” (ক্রমে ক্রমে ক্ষয় হওয়া- to eat away) শব্দ থেকে আগত।

উচ্চ মাধ্যমিক ভূগোলের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ক্ষয়চক্র : গঠন ও প্রক্রিয়া

১)“ভূমিরূপ হল ভূ-গঠন, প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি”-এই ধারণাটি কে প্রবর্তন করেন?

উঃ উইলিয়াম মোরিস ডেভিস।

২)মুক্ত জলবাহী স্তরের মধ্যে অবস্থিত গৌণ জলবাহী স্তরটিকে কি বলা হয়?

উঃ পার্চড অ্যাকুইফার।

৩)প্রশমিত মৃত্তিকার PH কত?

উঃ 7।

৪) দক্ষিণ চীন সাগরে উদ্ভূত ঝড়কে কি বলা হয়?

উঃ টাইফুন।

৫)শিলাগাত্রে বেড়ে ওঠা উদ্ভিদের কি বলা হয়?

উঃ লিথোফাইট।

৬)ওজোন স্তর সুরক্ষিত রাখার জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?

উঃ মন্ট্রিল প্রোটোকল।

৭)জেট বায়ু কে আবিষ্কার করেন?

উঃ সি.জি.রসবি।

৮)কোন বিপন্ন প্রজাতিকে নিজস্ব বাসস্থানের সংরক্ষণ করার পদ্ধতিকে কি বলে?

উঃ ইনসিটু কনজারভেশন।

৯)একটি ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ভুক্ত জীব প্রজাতির সামগ্রিক বৈচিত্র্যকে কি বলে?

উঃ গামা বৈচিত্র্য।

১০)মিলেট উৎপাদনে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে?

উঃ ভারত।

১১)উন্নয়নশীল দেশ থেকে বুদ্ধিজীবী মানুষদের উন্নত দেশে চলে যাওয়াকে কি বলে?

উঃ ব্রেন ড্রেন।

১২)বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?

উঃ কর্ণাটক।

১৩)কোন দেশে ব্যাপক কৃষি বাসন্তিক ব্যবস্থায় গম চাষ হয়?

উঃ কানাডা।

১৪)খুচরো বাজার কেন্দ্রিক পৌর বসতিকে কি বলা হয়?

উঃ ইয়োপলিশ।

১৫)সোয়ালো হোলকে ফ্রান্সে কি বলা হয়?

উঃ সচ্।

১৬)আম্লিক মৃত্তিকায় জন্মানো উদ্ভিদদের কি বলা হয়?

উঃ অক্সিলোফাইট।

১৭)সমগ্র পৃথিবীতে জীব বৈচিত্র্যের হটস্পটের সংখ্যা কয়টি?

উঃ 34টি।

১৮)আফ্রিকার জুলু উপজাতিদের বৃত্তাকার বসতির নাম কি?

উঃ ক্র্যাল।

১৯)কার্স্ট অঞ্চলে চুনাপাথরের ফাটল বরাবর সৃষ্ট রৈখিক, গভীর ও দীর্ঘ দ্রবণ গর্তকে কি বলা হয়?

উঃ গ্রাইকস।

২০)মিসিসিপি-মিসৌরি নদী অববাহিকায় ক্রান্তীয় ঘূর্ণবাতকে কি বলা হয়?

উঃ টর্নেডো।

২১)বর্তমানে অবলুপ্ত ডোডো পাখির প্রাকৃতিক বাসভূমি কোথায় ছিল?

উঃ মরিশাস দ্বীপ।

২২)ডাল উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে?

উঃ মধ্যপ্রদেশ।

২৩)ওয়েবারের শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয়তত্ত্ব কবে প্রকাশিত হয়?

উঃ 1909 খ্রীঃ।

২৪)পৃথিবীর সবচেয়ে বেশি জীববৈচিত্র্যপূর্ণ দেশটির নাম কি?

উঃ ব্রাজিল।

২৫)2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুযায়ী ভারতে শহরে জনসংখ্যার হার কত?

উঃ 31.1%।

Leave a Comment