পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রশ্নোত্তর – West Bengal Police Constable Questions and Answers: আপনি কি WB Police Constable পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Gksolve.in আপনার জন্য নিয়ে এসেছে “পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর”। যা আগত পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যেটির মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক বিষয় থেকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। এটি আপনারা প্র্যাকটিসের মাধ্যমে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Google News এ আমাদের ফলো করুন
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রশ্নোত্তর – West Bengal Police Constable Questions and Answers
1.সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উঃ প্রমথ চৌধুরী
2.রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ ক্রিকেট
3.‘ধূসর পান্ডুলিপি’ কাব্য গ্রন্থের রচয়িতা কে ?
উঃ জীবনানন্দ দাশ
4.ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি ?
উঃ Sarojini Naidu
5.গ্রিসের রাজধানীর নাম কি ?
উঃ এথেন্স
6.ভারতের উপরাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ কত বছর ?
উঃ ৫ বছর
7.ICJ কোথায় অবস্থিত ?
উঃ নেদারল্যান্ড
8.হুতুম পেঁচা কার ছদ্মনাম ?
উঃ কালীপ্রসন্ন সিংহ
9.ভিটামিন A এর রাসায়নিক নাম কি ?
উঃ রেটিনাল
10.National science Day কবে পালন করা হয় ?
উঃ 28 ফেব্রুয়ারি
11.সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় কত সালে ?
উঃ ১৮৫৫ সালে
12.কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত ?
উঃ শিলিগুড়ি
13.IPL 2021 এর টাইটেল স্পন্সর কে হল ?
উঃ Vivo
14.‘মা’ প্রকল্প আরম্ভ করেছে কোন রাজ্য সরকার ?
উঃ পশ্চিমবঙ্গ
15.ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে ?
উঃ ব্যাঙ্গালুরু
16.মুর্শিদাবাদের সদর শহরের নাম কি ?
উঃ বহরমপুর
17.প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উঃ Atmaram Pandurang
18.ব্রাসিলিয়া কোন দেশের রাজধানী নাম ?
উঃ ব্রাজিল
19.RBI এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ?
উঃ মুম্বাই
20.সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন ?
উঃ হরিষেন
21.নিচের মধ্যে কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয় ?
উঃ ভুটান
22.I-Leagve কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ ফুটবল
23.ভারতের গ্লাসগো বলা হয় ?
উঃ হাওড়া
24.সিলি পয়েন্ট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ ক্রিকেট
25.পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল ?
উঃ ১৫৫৬
26.নন্দকানন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
উঃ ওড়িশা
27.প্রফেসর শঙ্কু চরিত্রের স্রষ্টা কে ?
উঃ সত্যজিৎ রায়
28.অনিলা দেবী কার ছদ্মনাম ?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
29.সুরাট কোন নদীর তীরে অবস্থিত ?
উঃ তাপ্তি
30.CIL এর ফুল ফর্ম কি ?
উঃ Coal India Limited
31.P.V.Sindhu কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ ব্যাডমিন্টন
32.নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ‘দেশবন্ধু’ নামে পরিচিত ?
উঃ চিত্তরঞ্জন দাস
33.বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ হকি
34.জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল ?
উঃ ১৯১৯ সালে
35.DNA— এর ফুল ফর্ম কি ?
উঃ ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড
36.নীল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত ?
উঃ মৎস চাষ
37.অভিনব বিন্দ্রা কোন খেলার সাথে যুক্ত ?
উঃ শুটিং
38.মনিপুরের রাজধানীর নাম কি ?
উঃ ইম্ফল
39.National Youth Day কবে পালন করা হয় ?
উঃ ১২ই জনুয়ারি
40.‘সমাচার দর্পণ’ কত সালে প্রকাশিত হয় ?
উঃ ১৮১৮
41.উড়ন্ত মাছের দেশ বলা হয় ?
উঃ বার্বাডোস
42.কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত ?
উঃ কর্ণাটক
43.বীরবল কার ছদ্মনাম ?
উঃ প্রমথ চৌধুরী
44.Wankhede Stadium কোথায় অবস্থিত ?
উঃ মুম্বাই
45.‘বুদ্ধচরিত’ কে রচনা করেন ?
উঃ অশ্বঘোষ
46.মুর্শিদাবাদ জেলা কে দুই ভাগে ভাগ করেছে কোন নদী ?
উঃ ভাগীরথী
47.State Bank of India এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উঃ মুম্বাই
48.সম্প্রতি আসামের নতুন D.S.P হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন কে ?
উঃ হিমা দাস
49.Rajasthan এর রাজধানীর নাম কি ?
উঃ জয়পুর
50.ক্রেতা সুরক্ষা আইন কত সালে পাশ হয় ?
উঃ ১৯৮৬
51.Canada Cup কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ গলফ
52.পাইক বিদ্রোহ কত সালে হয়েছিল ?
উঃ ১৮১৭
53.কালিম্পং জেলা কত সালে গঠিত হয় ?
উঃ 2017
54.ডান্ডি পদযাত্রা কোন সালে হয়েছিল ?
উঃ 1930
55.কোন ক্রিকেটার সর্ব প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছেন ?
উঃ শচীন তেন্ডুলকার
56.Bandipur National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ কর্ণাটক
57.ভারতবর্ষের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি ?
উঃ M.Venkaiah Naidu
58.রক্তচাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উঃ স্ফিগমোম্যানোমিটার
59.ভারতের সবচেয়ে ধীরগতির ট্রেনের নাম কি ?
উঃ নীলগিরি প্যাসেঞ্জার
60.NSG কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উঃ 1986
61.NATO-র হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ?
উঃ ব্রাসেলস
62.বর্তমান ভারতে হাইকোর্টের সংখ্যা মোট কতগুলি ?
উঃ 25 টি
63.বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় ?
উঃ 5ই জুন
64.পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন ?
উঃ প্রফুল্লচন্দ্র ঘোষ
65.কোন দিনটিকে জলবিষুব বলা হয় ?
উঃ 23শে সেপ্টেম্বর
66.”সাইবেরিয়ার নীল নয়ন” বা “সাইবেরিয়ার মুক্তা” নামে পরিচিত ছিল ?
উঃ বৈকাল হ্রদ
67.ভাকরা নাঙ্গাল বাঁধ হিমাচল প্রদেশের কোন নদীর উপর নির্মিত হয়েছে ?
উঃ শতদ্রু নদী
68.”পঞ্চতন্ত্র “কে রচনা করেছেন ?
উঃ বিষ্ণু শর্মা
69.নিখিল বন্দ্যোপাধ্যায় কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন ?
উঃ সেতার
70.’বাবরের প্রার্থনা’ কাব্যগ্রন্থের রচয়িতা কে ?
উঃ শঙ্খ ঘোষ
71.যাযাবর কার ছদ্মনাম ?
উঃ বিনয় মুখোপাধ্যায়
72.World NGO Day কবে পালন করা হয় ?
উঃ 27 শে ফেব্রুয়ারি
73.Yellow Card শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?
উঃ ফুটবল
74.বিহারের রাজধানীর নাম কি ?
উঃ পাটনা
75.কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ডাক টিকিট চালু করেন ?
উঃ লর্ড ডালহৌসি
76.ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয় ?
উঃ মাদাম কামা
77.CNG এর ফুল ফর্ম কি ?
উঃ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস
78.লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি ?
উঃ কাভারাত্তি
79.জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর এর উল্লেখ রয়েছে ?
উঃ ২৪
80.কোন ভারতীয় কোম্পানি বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ির প্লেট স্থাপন করতে চলেছে ?
উঃ ওমেগা সিকি
81.সম্প্রতি কোন শহর ‘কার্বন ওয়াচ’ লাঞ্চ করেছেন ?
উঃ চন্ডিগড়
82.বিশ্ব জল দিবস কবে পালন করা হয় ?
উঃ 22 শে মার্চ
83.গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ?
উঃ শ্রীগুপ্ত
84.ভারতের পঞ্চায়েত ব্যবস্থা কয় স্তরীয় ?
উঃ তিন
85.ভারতের কয়টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গের সীমানার সঙ্গে যুক্ত রয়েছে ?
উঃ ৫
86.’দ্য স্পিরিট অফ ইসলাম’ এর রচয়িতা কে ?
উঃ সৈয়দ আমীর আলী
87.বিশ্বের মধ্যে কোনটি সবচেয়ে উন্নত মানের কয়লা ?
উঃ অ্যানথ্রাসাইট
88.সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর -জেনারেল কে ছিলেন ?
উঃ চার্লস জন ক্যানিং
89.কৃষ্ণ মৃত্তিকা এর অপর নাম কি ?
উঃ রেগুর
90.ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি ?
উঃ আর্যভট্ট
91.মানুষের হৃদপিন্ডে কয়টি প্রকোষ্ঠ রয়েছে ?
উঃ 4
92.Hardik Pandya কোন খেলার সাথে যুক্ত ?
উঃ ক্রিকেট
93.পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা কে ?
উঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
94.ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান হল ?
উঃ Major Dhyan Chand Khel Ratna Award
95.বাংলার প্রথম সংবাদ পত্রের নাম কি ?
উঃ সমাচার দর্পণ
96.কোন ধরনের নৃত্যের সঙ্গে যামিনী কৃষ্ণমূর্তি যুক্ত ?
উঃ ভরতনাট্যম নৃত্য
97.ডেনমার্কের রাজধানীর নাম কি ?
উঃ কোপেনহেগেন
98.কোন দেশের সরকারি নথি বা ঘোষণাপত্রের নাম অরেঞ্জ বুক ?
উঃ Netherlands
99.অর্থনীতির জনক কাকে বলা হয় ?
উঃ অ্যাডাম স্মিথ
100.’ভারতের মেকিয়াভেলি’ কাকে বলা হয় ?
উঃ চাণক্য
101.নিচের মধ্যে কোন শহরটি রূপনারায়ন নদীর তীরে অবস্থিত ?
উঃ তমলুক
102.লোথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় রয়েছে ?
উঃ দক্ষিণ 24 পরগনা
103.শুশুনিয়া পাহাড় পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত ?
উঃ বাঁকুড়া
104.বীরভূম জেলার সদর শহর এর নাম কি ?
উঃ সিউড়ি
105.HIV এর ফুল ফর্ম কি ?
উঃ Human immunodeficiency viruses
106.নিচের মধ্যে কোন প্রাণীর রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া ?
উঃ কেঁচো
107.নীললোহিত কার ছদ্মনাম ?
উঃ সুনিল গঙ্গোপাধ্যায়
108.Madhya pradesh এর রাজধানীর নাম কি ?
উঃ Bhopal
109.বেসিনের সন্ধি কত সালে হয়েছিল ?
উঃ ১৮০২
110.ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ?
উঃ আমেদাবাদ
111.সম্প্রতি International Yoga Festival আরম্ভ হয়েছে কোথায় ?
উঃ ঋষিকেশ
112.’পরিণীতা’ উপন্যাস কে রচনা করেন ?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
113.Anupama Gokhale কোন খেলার সাথে যুক্ত ?
উঃ দাবা
114.ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি ?
উঃ রাজস্থান
115.জার্মানির মুদ্রার নাম কি ?
উঃ ইউরো
116.সার্ক এ কতগুলো সদস্য দেশ রয়েছে ?
উঃ ৮
117.IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উঃ ওয়াশিংটন, ডি.সি.
118.আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয় ?
উঃ চার্লস ব্যাবেজ
119.বিশ্ব যক্ষা দিবস কবে পালন করা হয় ?
উঃ 24 শে মার্চ
120.আর্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উঃ ১৮৭৫
121.নিচের মধ্যে কোন শহরটিকে Pink City বলা হয় ?
উঃ জয়পুর
122.প্রতিবছর কবে World Hearing Day হিসেবে পালন করা হয় ?
উঃ ৩ রা মার্চ
123.Actual Pongala Utsav উদযাপিত হয়েছে _?
উঃ কেরালায়
124.অস্ট্রেলিয়ার ভারতের হাইকমিশনার হিসেবে কে নিযুক্ত হলেন ?
উঃ Manpreet Vohra
125.কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
উঃ আসাম
126.চিপকো আন্দোলন কিসের সঙ্গে যুক্ত ?
উঃ বন সংরক্ষণ
127.স্বাধীন ভারতে কবে প্রথম জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল ?
উঃ ১৯৬২
128.Rajya sabha এর চেয়ারম্যান কে ?
উঃ এম ভেঙ্কাইয়া নাইডু
129.RBI- এর 25 তম গভর্নর জেনারেল কে ?
উঃ Saktikanta Das
130.PAN -এর পুরো অর্থ কি ?
উঃ পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার
131.ভারতের কোন রাজ্যে SEZ প্রথম গঠিত হয় ?
উঃ গুজরাট
132.কুমার বোস কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ?
উঃ তবলা
133.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ?
উঃ খিজির খান
134.’দীন-ই-ইলাহি’ কে প্রবর্তন করেন ?
উঃ আকবর
135.আকবরের সভার শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ কে ছিলেন ?
উঃ তানসেন
136.নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উঃ দোদাবেতা
137.ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি ?
উঃ হীরাকুদ
138.আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ হকি
139.চিত্রকূট জলপ্রপাত কোথায় অবস্থিত ?
উঃ ছত্রিশগড়
140.হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত ?
উঃ মুসী
141.গোল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত ?
উঃ আলু
142.’দুর্গেশনন্দিনী’ গ্রন্থটি কার লেখা ?
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
143.প্রকৃতির লাঙ্গল কাকে বলা হয় ?
উঃ কেঁচোকে
144.আমির খসরু পেশায় কি ছিলেন ?
উঃ লেখক, কবি, গায়ক
145.করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগানটি কার ?
উঃ মহাত্মা গান্ধী
146.ফেনোল কি হিসেবেও পরিচিত ?
উঃ কার্বলিক অ্যাসিড
147.বিদ্রোহী কবিতাটি কার লেখা ?
উঃ কাজী নজরুল ইসলাম
148.’সাতপুরা জাতীয় উদ্যান’ টি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ মধ্যপ্রদেশ
149.সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কি ?
উঃ শুক্র
150.’উদ্ভিদের জীবন আছে’ এটি কে আবিষ্কার করেন ?
উঃ জগদীশচন্দ্র বসু
151.পরমাণুতে সবচেয়ে ভারী কণার নাম কি ?
উঃ নিউট্রন
152.ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি ?
উঃ প্রতিভা পাটিল
153.ভারতীয় চলচ্চিত্রের জনক কে ?
উঃ দাদাসাহেব ফালকে
154.অরিজিন অফ স্পিসিস গ্রন্থের রচয়িতা কে ?
উঃ চার্লস ডারউইন
155.গুজরাট রাজ্যের রাজধানীর নাম কি ?
উঃ গান্ধী নগর
156.ডাবল ফল্ট শব্দটি কিসের সঙ্গে যুক্ত ?
উঃ ব্যাডমিন্টন
157.তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল ?
উঃ ১১৯১
158.ভিয়েনা কোন দেশের রাজধানী ?
উঃ অস্ট্রিয়া
159.Nokrek National Park কোথায় অবস্থিত ?
উঃ মেঘালয়
160.কোন দেশের গোয়েন্দা সংস্থা Mossad ?
উঃ Israel
161.Irani Cup কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ ক্রিকেট
162.পৃথিবীর ছাদ কোন মালভূমিকে বলা হয় ?
উঃ পামির মালভূমি
163.Planning Commission কত সালে গঠিত হয় ?
উঃ ১৯৫০
164.কোন পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় ?
উঃ হিন্দু পেট্রিয়ট
165.সাঁওতাল বিদ্রোহের সূচনা কত সালে হয় ?
উঃ ১৮৫৫
166.সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উঃ জ্যোতিবা ফুলে
167.HTML এর ফুল ফর্ম কি ?
উঃ Hypertext markup language
168.Hariprasad Chaurasia কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?
উঃ বাঁশি
169.Indian War Memorial Museum কোথায় অবস্থিত ?
উঃ নিউ দিল্লি
170.United Nations Day কবে পালন করা হয় ?
উঃ 24 শে অক্টোবর
171.আর্জেন্টিনার রাজধানী হল- ?
উঃ বুয়েনোস আইরেস
172.জরাসন্ধ কার ছদ্মনাম ?
উঃ চারুচন্দ্র চক্রবর্তী
173.পঞ্চ নদের দেশ কাকে বলা হয় ?
উঃ পাঞ্জাব
174.পর্তুগালের রাজধানীর নাম কি ?
উঃ লিসবন
175.ম্যাডেন ওভার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ ক্রিকেট
176.CRPF Derector Genaral (DG) এর অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করলেন ?
উঃ Kuldiep Singh
177.পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল ?
উঃ ১৭৫৭
178.বেসরকারী চাকরীতে 75% সংরক্ষণের অনুমোদন দিয়েছে?
উঃ হরিয়ানা রাজ্যের রাজ্যপাল
179.সম্প্রতি শ্রীলংকা কটি দেশের সঙ্গে কলম্বো বন্দরে West Container Terminal (WCT) তৈরি করতে চলেছে ?
উঃ ২
180.National Highway Authority of India (NHAI) কত ঘন্টার মধ্যে 25.54 কিলোমিটার রাস্তা তৈরি করে বিশ্ব রেকর্ড করলো ?
উঃ 18 ঘন্টা
181.IFC এর ফুল ফর্ম কী ?
উঃ International Finance Corporation
182.National Panchayati Raj Day কবে পালন করা হয় ?
উঃ ২৪শে এপ্রিল
183.প্রথম বাঙালি মহিলা হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন ?
উঃ আশাপূর্ণা দেবী
184.কে রসরাজ নামে খ্যাত ছিলেন ?
উঃ অমৃতলাল বসু
185.দক্ষিণ 24 পরগনা জেলা সদরের নাম কি ?
উঃ আলিপুর
186.’অষ্টাধ্যায়ী’ গ্রন্থের রচয়িতা হলেন – ?
উঃ পাণিনি
187.International Tennis Federation— এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উঃ লন্ডন
188.‘প্লাস্টিক মানি’ কাকে বলা হয় ?
উঃ ক্রেডিট কার্ড
189.ফা-হিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন ?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
190.গান্ধার মহাজনপদের রাজধানী কোথায় ছিল ?
উঃ তক্ষশীলা
191.নাট্য শাস্ত্রের রচয়িতা কে ?
উঃ ভরত মুনি
192.থাইল্যান্ডের স্থানান্তর কৃষির নাম কি ?
উঃ তামরাই
193.GPS এর ফুল ফর্ম কি ?
উঃ গ্লোবাল পজিশনিং সিস্টেম
194.ILO— এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উঃ জেনেভা
195.ভ্যানতাওং জলপ্রপাত কোথায় অবস্থিত ?
উঃ মিজোরাম
196.Midday Meal Scheme কত সালে আরম্ভ হয় ?
উঃ ১৯৯৫
197.অপরাজিতা দেবী করা ছদ্মনাম ?
উঃ রাধারানী দেবী
198.Malaysia এর রাজধানীর নাম কি ?
উঃ কুয়ালালামপুর
199.ডঃ বিধানচন্দ্র রায় কত সালে ভারতরত্ন পুরস্কার পান ?
উঃ ১৯৬১
200.রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কে ?
উঃ কলহন
201.নিচের মধ্যে কোন শহরকে ‘আরব সাগরের রানী’ বলা হয় ?
উঃ কোচিন
202.সম্প্রতি প্রয়াত Chuni Goswami কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন ?
উঃ ফুটবল
203.ভারতের জাতীয় পতাকার নকশাকার হলেন- ?
উঃ পিঙ্গালি ভেঙ্কাইয়া
204.উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর পর্যন্ত ?
উঃ ৫
205.শান্ত মন্ডল বলা হয় ?
উঃ স্ট্রাটোস্ফিয়ার
206.সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ?
উঃ প্রমথ চৌধুরী
207.ফেনোল কী হিসেবেও পরিচিত ?
উঃ কার্বলিক অ্যাসিড
208.National Education Day কবে পালন করা হয় ?
উঃ ১১ ই নভেম্বর
209.মহেঞ্জোদারো শব্দের অর্থ কি ?
উঃ মৃতের স্তূপ
210.ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সবচেয়ে বেশি ?
উঃ উত্তর প্রদেশ
211.কাশ্মীরের রত্ন বলা হয় কোন হ্রদ কে ?
উঃ ডাল হ্রদ
212.Peru এর রাজধানীর নাম কি ?
উঃ লিমা
213.ভারতের সংবিধান কত সালে কার্যকরী হয় ?
উঃ ১৯৫০
214.ভারতের নায়াগ্রা জলপ্রপাত বলা হয় ?
উঃ চিত্রকূট জলপ্রপাত কে
215.লীলাবতী গণিত শাস্ত্রের রচয়িতা কে ?
উঃ দ্বিতীয় ভাস্কর
216.আমাদের রাজ্যে মোট কয়টি ব্যাঘ্র প্রকল্প রয়েছে ?
উঃ 2টি
217.নৌকার দাঁড় কোন শ্রেণীর লিভারের উদাহরণ ?
উঃ দ্বিতীয় শ্রেণি
218.গ্যাসের চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় ?
উঃ ম্যানোমিটার
219.প্রবাসী ভারতীয় দিবস কবে পালন করা হয় ?
উঃ 9ই জানুয়ারি
220.লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উঃ কাজী নজরুল ইসলাম
221.রানীগঞ্জ কয়লা খনিটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ পশ্চিমবঙ্গে
222.ডুয়ার্স শব্দের অর্থ কি ?
উঃ দরজা
223.হান্টার কমিশন কত সালে গঠিত হয় ?
উঃ ১৮৮২
224.’বিশ্ব অরণ্য দিবস’ কবে পালন করা হয় ?
উঃ 21 শে মার্চ
225.’Smriti Mandhana’ নিচের কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ ক্রিকেট
226.জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
উঃ উত্তরাখণ্ড
227.’ছন্দের জাদুকর ‘কাকে বলা হয় ?
উঃ সত্যেন্দ্রনাথ দত্ত
228.WB এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উঃ ওয়াশিংটন ডি.সি.
229.পদ্মানদীর মাঝি উপন্যাস টির রচয়িতা কে ?
উঃ মানিক বন্দ্যোপাধ্যায়ের
230.ছত্রিশগড় রাজ্যটি কত সালে গঠিত হয় ?
উঃ ২০০০
231.’অষ্টাধ্যায়ী’ গ্রন্থের রচয়িতা কে ?
উঃ পাণিনি
232.ভারতের প্রথম সবাক ছবির নাম কি ?
উঃ আলম আরা
233.কাকাবাবু চরিত্রের স্রষ্টা কে ?
উঃ সুনীল গঙ্গোপাধ্যায়
234.’বঙ্গবিভূষণ’ সম্মান কত সাল থেকে দেওয়া শুরু হয় ?
উঃ ২০১১
235.Defence Food Research Leboratory কোথায় অবস্থিত ?
উঃ কর্ণাটক
236.সিকিমের রাজধানীর নাম কি ?
উঃ গ্যাংটক
237.Men’s T20 তে ৩০০০ রান পূরণ করার প্রথম ক্রিকেটার হলেন ?
উঃ বিরাট কোহলি
238.Electric Vehicle Capital হতে চলেছে ?
উঃ দিল্লি
239.থাইল্যান্ডের মুদ্রার নাম কি ?
উঃ Thai baht
240.ভারতের প্রথম অস্কার পুরস্কার প্রাপক মহিলা কে ?
উঃ ভানু আথাইয়া
241.বীরাঙ্গনা কাব্যের রচয়িতা কে ?
উঃ মাইকেল মধুসূদন দত্ত
242.বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় ?
উঃ ৭ ই এপ্রিল
243.পতঙ্গের দেহে কোন প্রোটিন পাওয়া যায় ?
উঃ কাইটিন
244.শ্বেত রক্তকণিকা কবে আবিষ্কৃত হয় ?
উঃ ১৯২২
245.রামমোহন রায় কে ‘ভারত পথিক’ বলে কে সম্মান জানিয়েছেন ?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
246.বাংলা গেজেট পএিকার সম্পাদক কে ?
উঃ গঙ্গাকিশোর ভট্টাচার্যের
247.নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?
উঃ লালা লাজপত রায়
248.ভারতের বিপ্লববাদের জননী নামে খ্যাত ছিলেন ?
উঃ মাদাম কামা
249.নিখিল ভারত হোমরুল লীগের প্রতিষ্ঠাতা কে ?
উঃ অ্যানি বেসান্ত
250.বাঘাযতীন নামে কে পরিচিত ছিলেন ?
উঃ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
ডাউনলোড পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রশ্নোত্তর
File Details:-
File Name:- Police Constable Practice Set
File Format:- PDF
Quality:- High
File Size:- 2 Mb
File Location:- Google Drive
Download: Click Here to Download
Download: Answer Key Click Here