জনস্বল্পতা বা জনবিরলতা কী? What Is Population Scarcity?

Rate this post

জনস্বল্পতা বা জনবিরলতা কী? What Is Population Scarcity?: কোনো দেশে প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যা কম হলে, তাকে জনস্বল্পতা বলে। অর্থাৎ কাম্য জনসংখ্যা অপেক্ষা কম জনসংখ্যাকে বলা হয় জনস্বল্পতা ।

বিশ্বের মূলত উন্নত দেশ গুলিতে যেখানে জন্মহার অনেক কম সেই সব দেশ গুলিতে জনস্বল্পতার পরিস্থিতির সৃষ্টি হয়।

যেমন – কানাডা, অস্ট্রেলিয়া, রাশিয়া প্রভৃতি দেশে জনবিরলতা দেখা যায়। 

বৈশিষ্ট্য

১. শ্রম শক্তির অভাবে সম্পদ উৎপাদন ব্যাহত হয়।

২. সম্পদ উৎপাদন ও জনসংখ্যা বৃদ্ধি খুবই মন্থর গতিতে চলে।

৩. প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যা কম।

৪. উন্নত অর্থনীতি ভেঙে পড়ার সম্ভাবনা থাকে।

৫. অধিকাংশ সম্পদ নিরপেক্ষ বস্তু হিসাবে অব্যাহত থেকে যায়।

জনস্বল্পতার সমস্যা

জনবিরলতার ফলে যা সকল সমস্যা পরিলক্ষিত হয় সেগুলি হল-

ক) জনসংখ্যা কম থাকায় শ্রমিক ও শ্রমের যোগান কম হয়। ফলে সম্পদের আরোহন ও উৎপাদন কম হয়।

খ)  জনসংখ্যা কম থাকলে শিল্পের বৃদ্ধি হয় খুব ধীর গতিতে।

গ) জনসংখ্যা কম হলে বাজারের আয়তন ছোট হয়। অর্থাৎ খাদ্য দ্রব্য, ভোগ্যপন্য ইত্যাদির চাহিদা কম থাকে।

ঘ) পৃথিবীর বেশির ভাগ জনবিরল দেশে জনসংখ্যার অসম বন্টন দেখা যায়। এসব দেশে মূলত বড়ো বড়ো শহরকে কেন্দ্র করে জনসংখ্যার কেন্দ্রীভবন দেখা যায়।

ঙ) একটি বিশেষ অঞ্চলে জনসংখ্যার কেন্দ্রীভবন ঘটায় কেবলমাত্র সেই অঞ্চলেই সম্পদ উৎপাদন ও পরিকাঠামোগত বিকাশ হয়, অন্য অঞ্চল গুলিতে জনসংখ্যার অভাবে তেমন বিকাশ ঘটে না। 

Leave a Comment