সিজিগি কী? সিজিগি কাকে বলে ? What is Syzygy?

Rate this post

সিজিগি কী? সিজিগি কাকে বলে ? What is Syzygy?

সিজিগি: চাঁদ সূর্য ও পৃথিবী যখন একই সরলরেখায় অবস্থান করে, তখন তাকে সিজিগি বলে। এর দুটি অবস্থা পরিলক্ষিত হয়। যথা-

১)সংযোগ: অমাবস্যা তিথিতে যখন চাঁদ একই সরলরেখায় পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান করে, তখন তাকে সংযোগ বলে। এই সময় সবচেয়ে শক্তিশালী ভরা কোটাল হয়।

২)প্রতিযোগ: পূর্ণিমা তিথিতে পৃথিবী যখন চন্দ্র ও সূর্যের মাঝখানে একই সরলরেখায় অবস্থান করে, কখন তাকে প্রতিযোগ বলে। এই সময় অপেক্ষাকৃত কম শক্তিশালী ভরা কোটাল হয়।

Leave a Comment