আকবরের আমলে সাহিত্য, শিল্প সংস্কৃতি ও স্থাপত্য কেমন ছিল? – Akbar Period Literature, Art, Culture & Architecture

Rate this post

আকবরের আমলে সাহিত্য, শিল্প সংস্কৃতি ও স্থাপত্য কেমন ছিল? – Akbar Period Literature, Art, Culture & Architecture

আকবরের আমলে সাহিত্য, শিল্প সংস্কৃতি ও স্থাপত্য:

শিল্প ও সাহিত্যের প্রতি আকবরের অনুরাগ ছিল আন্তরিক।

সাহিত্য: আকবর একটি অনুবাদ বিভাগ প্রতিষ্ঠা করেন এবং অনেকগুলি বই অনুবাদ করা হয়। অর্থবেদ ফার্সিতে অনুবাদ করেন ইব্রাহিম, সিরহিন্দ ও শেখ সুলতান তিনজন মিলে। পরবর্তীকালে মহাভারত, রামায়ণ, গীতা, পঞ্চতন্ত্র, কোরান ও ভূগোল গ্রন্থগুলি অনুবাদ করা হয়। রামায়ণ অনুবাদ করেন বদায়ুনি ও পঞ্চতন্ত্র অনুবাদ করেন আবুলফজল। ‘আইন-ই-আকবরী’ ও ‘আকবরনামা’ রচনা করেন আবুলফজল।

শিল্প-সংস্কৃতি: হিন্দুস্থানী সঙ্গীতের শ্রেষ্ঠ গায়ক তানসেন তাঁর সভা অলংকৃত করেছিলেন। তাঁর চিত্রশালায় পারসিক, তুর্কি ও হিন্দু শিল্পীরা একসঙ্গে কাজ করতেন। ফলে সে সময়ে ভারতে দেশীয় ও বিদেশীয় চিত্ররীতির অপূর্ব সমন্বয় ঘটেছিল। দাসোয়ান্ত এবং বাসোয়ান ছিলেন ঐ সময়ের খ্যাতনামা দুই শিল্পী।

স্থাপত্য: আকবর দিল্লিতে হুমায়ুনের সমাধি নির্মাণ করেন। ‘ফতেপুর সিক্রি’ ও ‘বুলন্দ দরওয়াজা’ তাঁর আমলে নির্মিত হয়। তিনি যোধাবাঈ রাজপ্রাসাদ, দেওয়ানি খাস, সেকেন্দ্রায় নিজের সমাধি, বীরবলের বাড়ি ও এলাহাবাদ দুর্গ নির্মাণ করেন।

Leave a Comment