সন্ন্যাসী ফকির বিদ্রোহের বৈশিষ্ট্য

Rate this post

সন্ন্যাসী ফকির বিদ্রোহের বৈশিষ্ট্য: 1763-1780 খ্রিস্টাব্দ পর্যন্ত কোম্পানি শাসনের প্রথম দিকে কৃষিজীবী হিন্দু সন্ন্যাসী ও মুসলমান ফকিরদের নেতৃত্বে বাংলা-বিহারের কিছু অঞ্চল জুড়ে যে বিদ্রোহের সূচনা হয়েছিল, তা সন্ন্যাসী ফকির বিদ্রোহ নামে পরিচিত।

বাংলার সন্ন্যাসী ও ফকিরদের অনেকেই স্থায়ীভাবে বসবাস করে কৃষির মাধ্যমে জীবিকানির্বাহ করত। বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠা হলে বিভিন্ন কারণে তারা বিদ্রোহী হয়ে উঠেছিল।

সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের বৈশিষ্ট্য:

সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য গুলি হল –

  1. কৃষক বিদ্রোহ: বিদ্রোহী সন্ন্যাসী ও ফকির লাল ধর্ম চর্চার সঙ্গে যুক্ত থেকেই কৃষি কাজ করে তারা জীবিকা নির্বাহ করত। ব্রিটিশ ভূমিরাজস্ব ব্যবস্থা তাদের ক্ষুব্ধ করে তোলে এবং তারা বিদ্রোহী হয়ে ওঠে।
  2. দীর্ঘস্থায়ী বিদ্রোহ: সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ প্রায় 40 বছর ধরে চলেছিল। এই বিদ্রোহ দীর্ঘদিন ধরে বিস্তীর্ণ এলাকার মধ্যে বিভিন্ন সময় সংঘটিত হয়েছিল।
  3. হিন্দু মুসলিম ঐক্য: সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ হিন্দু মুসলিম ঐক্য লক্ষ্য করা যায়। অংশগ্রহণকারী বিদ্রোহী ও নেতৃবৃন্দের মধ্যে হিন্দু ও মুসলিম উভয় ধর্মের মানুষই হয়েছিল।
  4. বিভিন্ন সম্প্রদায়ের যোগদান: সন্ন্যাসী ফকির বিদ্রোহ মূলত কৃষিজীবী সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই বিদ্রোহের যোগদান করেছিল। মুঘল সেনাবাহিনী থেকে কর্মচ্যুত সেনারাও স্বতঃস্ফূর্তভাবে এই বিদ্রোহে যোগদান করে।
  5. প্রথম সংঘবদ্ধ বিদ্রোহ: 1763 খ্রিস্টাব্দে শুরু হওয়া সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ছিল অত্যাচারী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম সঙ্গবদ্ধ বিদ্রোহ।
  6. ব্রিটিশ বিরোধিতা: ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অত্যাচারের জন্য এই বিদ্রোহের প্রধান লক্ষ্য ছিল ব্রিটিশ বিরোধিতা। বিদ্রোহীরা ইংরেজ কোম্পানির রাজস্ব দপ্তর, কুঠি প্রভৃতি আক্রমণ করে।
  7. জমিদার বিরোধিতা: বিদ্রোহীরা ব্রিটিশ কোম্পানির সহযোগী জমিদারদের বিরুদ্ধেও তাদের বিদ্রোহ ঘোষণা করে। বিদ্রোহীরা জমিদারদের বাসভবন, গোলাঘর প্রভৃতি স্থানে আক্রমণ চালায়।
  8. বিদ্রোহের বিস্তার: 1763 খ্রিস্টাব্দের ঢাকা থেকে এই বিদ্রোহ শুরু হয় এবং এরপর রাজশাহী, রংপুর, দিনাজপুর কোচবিহার, ময়মনসিংহ, ফরিদপুর, মালদা বাগুড়া প্রভৃতি জেলায় ছড়িয়ে পড়ে।
  9. বিদ্রোহী নেতৃবৃন্দ: সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখযোগ্য নেতৃবৃন্দ হলেন মজনু শাহ, মুসা শাহ, ভবানী পাঠক, দেবী চৌধুরানী ও চিরাগ আলি প্রমূখ ব্যক্তিরা।

প্রকৃতিগত বিচারে এই সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ছিল অত্যাচারী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে একটি উল্লেখযোগ্য কৃষক সংগ্রাম।

Leave a Comment