বিভিন্ন হরমোনের সম্পূর্ণ নাম তালিকা

Rate this post

বিভিন্ন হরমোনের সম্পূর্ণ নাম তালিকা: হরমোন (Hormone) যে জৈব-রাসায়নিক তরল যা শরীরের কোনো কোষ বা গ্রন্থি থেকে শরীরের একটি নির্দিষ্ট অংশে নিঃসরিত হয়ে রক্তরস বা ব্যাপন প্রক্রিয়ায় উৎপত্তিস্থল থেকে দূরে বাহিত হয়ে দেহের বিভিন্ন বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পর ধ্বংস প্রাপ্ত হয় তাদের হরমোন বলে। হরমোন কথার অর্থ হল ‘জাগ্রত করা’বা ‘উত্তেজিত করা’

প্রাণী, উদ্ভিদ এবং ছত্রাকের সঠিক বৃদ্ধির জন্য হরমোনের প্রয়োজন রয়েছে। উৎপাদিত জায়গা হতে পরিবাহিত হয়ে ক্রিয়া-বিক্রিয়ার কারনে বিভিন্ন প্রকারের রেনুর শ্রেনীকে হরমোন বলা যায়। যে সমস্ত পদার্থকে হরমোন হিসেবে চিহ্নিত করা যায় তার মধ্যে রয়েছে স্টেরয়েড জাতীয় যেমন ইস্ট্রোজেন, অ্যামাইনো অ্যাসিড যেমন অক্সিন, আইকোসানয়েড জাতীয় যেমন প্রোস্টাগ্ল‍্যান্ডিন, প্রোটিন জাতীয় যেমন ইনসুলিন এবং গ্যাস জাতীয় যেমন ইথিলিন।

বিভিন্ন হরমোনের সম্পূর্ণ নাম তালিকা – Complete Name of Hormones

নংহরমোনসম্পূর্ণ নাম
ACTHঅ্যাড্রেনো কর্টিকো ট্রফিক হরমোন
ADHঅ্যান্টিডাইইউরেটিক হরমোন
ARHঅ্যাড্রেনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোন
FSHফলিকল স্টিমুলেটিং হরমোন
GHগ্রোথ ইনহিবিটিং হরমোন
GHগ্রোথ হরমোন
GnRHগোনাডোট্রফিন রিলিজিং হরমোন
GTHগোনাডোট্রফিক হরমোন
ICSHইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন
১০LHলিউটিনাইজিং হরমোন
১১MIHমেলানোসাইট ইনহিবিটিং হরমোন
১২MRHমেলানোসাইট রিলিজিং হরমোন
১৩MSHমেলানোসাইট স্টিমুলেটিং হরমোন
১৪PIHপ্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন
১৫PRHপ্রোল্যাকটিন রিলিজিং হরমোন
১৬SRHসোমাটোট্রফিন রিলিজং হরমোন
১৭STHসোমাটোট্রফিক হরমোন
১৮TRHথাইরোট্রফিন রিলিজিং হরমোন
১৯TSHথাইরয়েড স্টিমুলেটিং হরমোন

Leave a Comment