বিভিন্ন হরমোনের সম্পূর্ণ নাম তালিকা: হরমোন (Hormone) যে জৈব-রাসায়নিক তরল যা শরীরের কোনো কোষ বা গ্রন্থি থেকে শরীরের একটি নির্দিষ্ট অংশে নিঃসরিত হয়ে রক্তরস বা ব্যাপন প্রক্রিয়ায় উৎপত্তিস্থল থেকে দূরে বাহিত হয়ে দেহের বিভিন্ন বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পর ধ্বংস প্রাপ্ত হয় তাদের হরমোন বলে। হরমোন কথার অর্থ হল ‘জাগ্রত করা’বা ‘উত্তেজিত করা’।
প্রাণী, উদ্ভিদ এবং ছত্রাকের সঠিক বৃদ্ধির জন্য হরমোনের প্রয়োজন রয়েছে। উৎপাদিত জায়গা হতে পরিবাহিত হয়ে ক্রিয়া-বিক্রিয়ার কারনে বিভিন্ন প্রকারের রেনুর শ্রেনীকে হরমোন বলা যায়। যে সমস্ত পদার্থকে হরমোন হিসেবে চিহ্নিত করা যায় তার মধ্যে রয়েছে স্টেরয়েড জাতীয় যেমন ইস্ট্রোজেন, অ্যামাইনো অ্যাসিড যেমন অক্সিন, আইকোসানয়েড জাতীয় যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোটিন জাতীয় যেমন ইনসুলিন এবং গ্যাস জাতীয় যেমন ইথিলিন।
বিভিন্ন হরমোনের সম্পূর্ণ নাম তালিকা – Complete Name of Hormones
নং | হরমোন | সম্পূর্ণ নাম |
---|---|---|
১ | ACTH | অ্যাড্রেনো কর্টিকো ট্রফিক হরমোন |
২ | ADH | অ্যান্টিডাইইউরেটিক হরমোন |
৩ | ARH | অ্যাড্রেনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোন |
৪ | FSH | ফলিকল স্টিমুলেটিং হরমোন |
৫ | GH | গ্রোথ ইনহিবিটিং হরমোন |
৬ | GH | গ্রোথ হরমোন |
৭ | GnRH | গোনাডোট্রফিন রিলিজিং হরমোন |
৮ | GTH | গোনাডোট্রফিক হরমোন |
৯ | ICSH | ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন |
১০ | LH | লিউটিনাইজিং হরমোন |
১১ | MIH | মেলানোসাইট ইনহিবিটিং হরমোন |
১২ | MRH | মেলানোসাইট রিলিজিং হরমোন |
১৩ | MSH | মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন |
১৪ | PIH | প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন |
১৫ | PRH | প্রোল্যাকটিন রিলিজিং হরমোন |
১৬ | SRH | সোমাটোট্রফিন রিলিজং হরমোন |
১৭ | STH | সোমাটোট্রফিক হরমোন |
১৮ | TRH | থাইরোট্রফিন রিলিজিং হরমোন |
১৯ | TSH | থাইরয়েড স্টিমুলেটিং হরমোন |