মহাদেশ ও মহাসাগর অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

Rate this post

মহাদেশ ও মহাসাগর অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: মহাদেশ বলতে পৃথিবীর বড় ভূখণ্ডসমূহকে বুঝায়। পৃথিবীতে ৭ টি মহাদেশ রয়েছে। মহাদেশসমূহ হল এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া, ও অ্যান্টার্কটিকা।

দ্বীপসমূহকে পার্শ্ববর্তী মহাদেশের অন্তর্গত হিসেবে ধরা হয়। এর ফলে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপসমূহকে অস্ট্রেলিয়া মহাদেশের অন্তর্ভুক্ত করে নতুন ভূ-রাজনৈতিক অঞ্চল ওশেনিয়া সৃষ্টি করা হয়েছে।

প্রশ্নঃ পৃথিবীর বয়স কত ?

উত্তর – প্রায় ৪.৬ কোটি বছর। 

প্রশ্নঃ পৃথিবী মূলত কোন কোন উপাদান দ্বারা গঠিত?

উত্তর – লোহা (৩৪.৬%), অক্সিজেন (২৯.৫%), সিলিকন (১৫.২%), ম্যাগনেসিয়াম (১২.৭%) প্রভৃতি।

প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি?

উত্তর – পৃথিবীর সবচেয়ে বড়ো মহাসাগর হল প্রশান্ত মহাসাগর।

প্রশ্নঃ  পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি?

উত্তর – পৃথিবীর সবচেয়ে ছোট মহাসাগর হল সুমেরু মহাসাগর।

প্রশ্নঃ পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি?

উত্তর – প্রশান্ত মহাসাগর।

প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? 

উত্তর – পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া।

প্রশ্নঃ পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? 

উত্তর – পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ ওশিয়ানিয়া। 

প্রশ্নঃ পৃথিবীর দ্বিতীয় মহাদেশ কোনটি? 

উত্তর – পৃথিবীর দ্বিতীয় মহাদেশ আফ্রিকা।

প্রশ্নঃ পৃথিবীর তৃতীয় মহাদেশ কোনটি? 

উত্তর – পৃথিবীর তৃতীয় মহাদেশ উত্তর আমেরিকা।

প্রশ্নঃ পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ কোনটি?

উত্তর – আন্টার্কটিকা

প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম দেশের নাম কী?

উত্তর – রাশিয়া

প্রশ্নঃ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশের নাম কী?

উত্তর – কানাডা 

প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে ছোট দেশের নাম কী?

উত্তর – ভ্যাটিকান সিটি 

প্রশ্নঃ কোন মহাদেশে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ বসবাস করে?

উত্তর – এশিয়া মহাদেশে

প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম হিমবাহের নাম কী?

উত্তর – লাম্বার্ট হিমবাহ 

প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কী?

উত্তর – ক্যাস্পিয়ান সাগর 

প্রশ্নঃ পৃথিবীর গভীরতম হ্রদের নাম কী?

উত্তর – বৈকাল হ্রদ 

প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি?

উত্তর – বৈকাল হ্রদ  

প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপের নাম কী?

উত্তর – গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মোহনায় অবস্থিত সুন্দরবন বদ্বীপ। 

প্রশ্নঃ পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কী?

উত্তর – তিব্বত মালভূমি 

প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি ?

উত্তর – অ্যামাজন নদী অববাহিকা

প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কী?

উত্তর – গ্রিনল্যান্ড 

প্রশ্নঃ পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কী?

উত্তর – নীলনদ 

প্রশ্নঃ পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কী?

উত্তর – অ্যামাজন নদী 

প্রশ্নঃ পৃথিবীর ক্ষুদ্রতম নদীর নাম কী?

উত্তর – রো নদী। 

প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর কোনটি?

উত্তর – অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রীফ 

প্রশ্নঃ পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কী?

উত্তর – ভেনেজুয়েলার আঞ্জেল জলপ্রপাত 

প্রশ্নঃ পৃথিবীর উচ্চতম বাঁধ কোনটি?

উত্তর – চিনের জিনপিং বাঁধ 

প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম কী?

উত্তর – চিনের থ্রি জর্জ বাঁধ 

প্রশ্নঃ অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে?

উত্তর – আফ্রিকা মহাদেশ কে

প্রশ্নঃ কোন মহাদেশে সংখ্যায় সবচেয়ে বেশি দেশ রয়েছে?

উত্তর – আফ্রিকা মহাদেশে

প্রশ্নঃ আফ্রিকা মহাদেশে দেশের সংখ্যা কয়টি?

উত্তর – ৫৩ টি

প্রশ্নঃ আফ্রিকা মহাদেশের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কী?

উত্তর – মাউন্ট কিলিমাঞ্জারো (৫৮৯৫ মিটার)।

প্রশ্নঃ আফ্রিকা মহাদেশের বৃহত্তম দ্বীপের নাম কী?

উত্তর – মাদাগাস্কার 

প্রশ্নঃ আফ্রিকা মহাদেশের বৃহত্তম হ্রদের নাম কী?

উত্তর – ভিক্টোরিয়া হ্রদ। 

প্রশ্নঃ আফ্রিকা মহাদেশের দীর্ঘতম নদীর নাম কী?

উত্তর – নীলনদ 

প্রশ্নঃ আফ্রিকা মহাদেশের দক্ষিণতম বিন্দু কোনটি?

উত্তর – আগুলহাস

প্রশ্নঃ আফ্রিকার সাহেল অঞ্চল কোন ধরণের প্রাকৃতিক দূর্যোগ দ্বারা প্রভাবিত?

উত্তর – খরা

প্রশ্নঃ কোন মহাদেশের উপর দিয়ে নিরক্ষরেখা, কর্কটক্রান্তি ও মকরক্রান্তি তিনটি রেখা গিয়েছে?

উত্তর – আফ্রিকা মহাদেশ দিয়ে।

প্রশ্নঃ আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্র কোন ধরণের জলবায়ু অঞ্চলে অবস্থিত?

উত্তর – নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে।

প্রশ্নঃ আফ্রিকার বৃহত্তম দেশের নাম কী? 

উত্তর – সুদান 

প্রশ্নঃ আফ্রিকা মহাদেশের কোন দেশে সবচেয়ে বেশি মানুষ বসবাস করে?

উত্তর – নাইজেরিয়া দেশে

প্রশ্নঃ আফ্রিকার বৃহত্তম জলপ্রপাতের নাম কী?

উত্তর – ভিক্টোরিয়া জলপ্রপাত

প্রশ্নঃ আন্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী?

উত্তর – ভিনসন ম্যাসিফ (৫১৪০ মিটার)

প্রশ্নঃ আন্টার্কটিকায় অবস্থিত ভারতের গবেষণা কেন্দ্র গুলির নাম কী?

উত্তর – মৈত্রী, দক্ষিণ গঙ্গোত্রী ও মাউন্ট ইন্দিরা।

প্রশ্নঃ এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে কোন খাল?

উত্তর – সুয়েজ খাল ও লোহিত সাগর 

প্রশ্নঃ এশিয়ার শীতলতম স্থানের নাম কী?

উত্তর – সাইবেরিয়ার ভারখয়ানস্ক

প্রশ্নঃ এশিয়া ও ইউরোপ মহাদেশকে পৃথক করেছে কোন পর্বত?

উত্তর – ইউরাল পর্বত

প্রশ্নঃ এশিয়ার দীর্ঘতম নদীর নাম কী?

উত্তর – ইয়াংসি কিয়াং নদী 

প্রশ্নঃ এশিয়া মহাদেশের বৃহত্তম দেশের নাম কী?

উত্তর – চীন

প্রশ্নঃ ইউরোপ মহাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কী?

উত্তর – মাউন্ট এলবুর্জ 

প্রশ্নঃ ইউরোপের দীর্ঘতম নদীর নাম কী?

উত্তর – ভলগা নদী

প্রশ্নঃ উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কী?

উত্তর – মাউন্ট ম্যাকেনলি 

প্রশ্নঃ উত্তর আমেরিকা মহাদেশের দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম কী?

উত্তর – রকি পর্বতশ্রেণী

প্রশ্নঃ উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি?

উত্তর – মিসিসিপি মিসৌরি 

প্রশ্নঃ আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত?

উত্তর – দক্ষিণ আমেরিকা মহাদেশে

প্রশ্নঃ আটাকামা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? 

উত্তর – দক্ষিণ আমেরিকা

প্রশ্নঃ দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশের নাম কী?

উত্তর – ব্রাজিল 

Leave a Comment