ইয়াংসিকিয়াং অববাহিকার শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো।

Rate this post

ইয়াংসিকিয়াং অববাহিকার শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো: ইয়াংসিকিয়াং অববাহিকা হলো চীনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। বিভিন্ন প্রাকৃতিক ও অর্থনৈতিক অবস্থার সুযোগ গ্রহণ করে এখানকার সাংহাই, নানকিং, চুংকিং, ইচাং প্রভৃতি স্থানে লৌহ-ইস্পাত, কার্পাস বয়ন, রেশম বয়ন, রাসায়নিক, যন্ত্রপতি নির্মাণ ইত্যাদি শিল্প উন্নতি লাভ করেছে। ইয়াং-সিকিয়াং অববাহিকা অঞ্চলে শিল্পের এই অভাবনীয় উন্নতির কারণগুলি হলো-

১)সমতল ভূ-প্রকৃতি

২) অনুকূল জলবায়ু

৩)খনিজ সম্পদের প্রাচুর্য

৪) শক্তি সম্পদের প্রাচুর্য

৫)কৃষিজ, বনজ ও পশুজ কাঁচামালের প্রাচুর্য

৬)উন্নত পরিবহন ব্যবস্থা

৭)সুলভ শ্রমিকের যােগান

৮)উন্নত প্রযুক্তিবিদ্যার প্রয়ােগ

৯)মূলধনের জোগান

১০)শিল্পের প্রয়ােজনীয় পর্যাপ্ত জলের যোগান

১১)বন্দরের সান্নিধ্য

১২)শিল্পজাত দ্রব্যের চাহিদা ইত্যাদি।

Leave a Comment