ইয়াংসিকিয়াং অববাহিকাকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি?: ভূ-প্রকৃতি, মৃত্তিকা ও জলবায়ুর পার্থক্যের উপর ভিত্তি করে ইয়াং-সিকিয়াং অববাহিকাকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১]সেজুয়ান অববাহিকা: ইয়াং-সিকিয়াং নদীর উৎস অঞ্চলে চারটি উপনদীর সঞ্চয়কার্যের ফলে গঠিত, বেলেপাথর যুক্ত, লাল রঙের অববাহিকাটি হলাে সেজুয়ান অবাহিকা। এই অববাহিকা রেড বেসিন নামেও পরিচিত।ইয়াং-সিকিয়াং নদীর উৎস থেকে ইচাং পর্যন্ত এই অববাহিকা বিস্তৃত।
২] মধ্য ইয়াংসি অববাহিকা: ইচাং থেকে হুনান পর্যন্ত নবীন পলিমাটি দ্বারা গঠিত উর্বর সমতল ভূমিটি মধ্য ইয়াংসি অববাহিকা নামে পরিচিত।
৩]ব-দ্বীপ অঞ্চল: হুনান থেকে চীন সাগরের মােহনা পর্যন্ত বিস্তৃত, অসংখ্য জলাভূমি, খাল ও সমুদ্রগর্ভ থেকে উদ্ধার করা জমি নিয়ে গঠিত অঞ্চলটি ইয়াং-সিকিয়া অববাহিকার ব-দ্বীপ অঞ্চল নামে পরিচিত।