আগ্নেয়শিলা ও পাললিক শিলার মধ্যে পার্থক্য – আগ্নেয় শিলা ও পাললিক শিলার পার্থক্য

Rate this post

আগ্নেয়শিলা ও পাললিক শিলার মধ্যে পার্থক্য – আগ্নেয় শিলা ও পাললিক শিলার পার্থক্য: ভূগঠন কারী প্রধান উপাদান হচ্ছে শিলা। আর প্রধান তিন প্রকারের শিলা হল আগ্নেয় শিলা, পাললিক শিলা ও রূপান্তরিত শিলা। এখানে আগ্নেয় শিলা ও পাললিক শিলার মধ্যে পার্থক্য গুলি সম্পর্কে আলোচনা করা হল। 

1) সৃষ্টি

ভূগর্ভস্থ ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে শীতল ও কঠিন হয়ে আগ্নেয় শিলা পরিণত হয়।

বিভিন্ন বহির্জাত শক্তির ক্ষয় জাত পদার্থ তাপ ও চাপের দ্বারা পাললিক শিলার পরিণত হয়।

2) কাঠিন্য

আগ্নেয় শিলা সবচেয়ে কঠিন ও দৃঢ় সংবদ্ধ হয়। 

পাললিক শিলা নরম ও অসংবদ্ধ হয়।

3) স্তর

আগ্নেয় শিলা য় কোন স্তর থাকে না। 

পাললিক শিলা স্তর বিশিষ্ট হয়ে থাকে। 

4) কেলাস

আগ্নেয় শিলা য় কেলাস দেখা যায়।

পাললিক শিলা য় কেলাস গঠিত হয় না। 

5) জীবাশ্ম

আগ্নেয় শিলা য় কোন জীবাশ্ম দেখা যায় না। 

পাললিক শিলা য় জীবাশ্ম দেখা যায়। 

6) উদাহরণ 

আগ্নেয় শিলা র উদাহরণ হল গ্রানাইট, ব্যাসল্ট ইত্যাদি।

পাললিক শিলা র উদাহরণ হল  বেলে পাথর, কাদা পাথর, চুনা পাথর ইত্যাদি। 

7) খনিজ সম্পদ

আগ্নেয় শিলা য় খনিজ সম্পদের পরিমাণ তুলনামূলক ভাবে অনেক কম পাওয়া যায়।

পৃথিবীর প্রধান প্রধান খনিজ সম্পদ যেমন কয়লা, পেট্রোলিয়াম প্রভৃতি পাললিক শিলা অঞ্চলেই সঞ্চিত থাকে। 

আগ্নেয়শিলা ও পাললিক শিলার মধ্যে পার্থক্য – আগ্নেয় শিলা ও পাললিক শিলার পার্থক্য

আগ্নেয় শিলা 

[ ১ ] আগ্নেয় শিলা ভূত্বকে প্রথম সৃষ্টি হয় , অর্থাৎ এটি প্রাথমিক বা প্রথম পর্যায়ের শিলা । 

[ ২ ] এটি সৃষ্টি হয় ভূপৃষ্ঠে ও ভূগর্ভে । 

[ ৩ ] উত্তপ্ত তরল পদার্থ শীতল হয়ে এটি সৃষ্টি হয় । 

[ ৪ ] আগ্নেয় শিলা কেলাসিত বা স্ফটিকময় এবং এতে কোনাে স্তর থাকে না । 

[ ৫ ] এই শিলায় জীবাশ্ম থাকে না । 

[ ৬ ] কাঠিন্য বেশি ।

পাললিক শিলা 

[ ১ ] আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে পাললিক শিলা সৃষ্টি হয়। সুতরাং , এটি দ্বিতীয় পর্যায়ের শিলা । 

[ ২ ] এটি সৃষ্টি হয় সাগর-মহাসাগরের তলদেশে। 

[ ৩ ] ভূত্বক গঠনকারী শিলাসমূহ চূর্ণবিচূর্ণ হয়ে বা উদ্ভিদ ও জীবদেহ মাটির নীচে চাপা পড়ে এটি সৃষ্টি হয় । 

[ ৪ ] পাললিক শিলা কেলাসিত নয় এবং এতে স্তর থাকে। 

[ ৫ ] এই শিলায় জীবাশ্ম থাকে। 

[ ৬ ] কাঠিন্য কম।

Leave a Comment