খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য | রবি শস্য ও খারিফ শস্য: খারিফ এবং রবি মৌসুমে অনেক ধরনের ফসল চাষাবাদ করা হয়। উপমহাদেশের কৃষিজাত ফসলগুলো অনেকাংশেই প্রকৃতি ও মৌসুমী বায়ুর উপর ব্যাপকভাবে নির্ভরশীল। মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনের সাথে সম্পর্ক রেখে যে শস্যের চাষ করা হয় অর্থাৎ শীতের শুরুতে অক্টোবর-নভেম্বর মাসে যে শস্যের চাষ করা হয় তাকে রবি শস্য বলে।
খারিফ শস্যকে বর্ষার শস্যও বলা হয় কারণ এই শস্য বর্ষাকালে আবাদ করা হয়ে থাকে। বর্ষার শুরুতেই/প্রারম্ভেই এই জাতীয় ফসলের বীজ বপন করা হয়। ধান, ভুট্টা, বাজরা, রাগী, সোরগম বা জোয়ার, সয়াবিন, চীনাবাদাম, তুলা ইত্যাদি হল খারিফ শস্য।
রবি শস্য ও খারিফ শস্যের পার্থক্যগুলি হলো:
১) সংজ্ঞা: শীতকালে শীতল ও শুষ্ক আবহাওয়ার ওপর নির্ভরশীল সেচ সেবিত বা শুষ্ক কৃষিজাত শস্যকে রবি শস্য বলে। অন্যদিকে, বর্ষাকালে বৃষ্টির জলের ওপর নির্ভর করে যে শস্য চাষ করা হয়, তাকে খারিফ শস্য বলে।
২)চাষের সময়: সাধারণত অক্টোবর-নভেম্বর মাসে রবিশস্য চাষ।অন্যদিকে, সাধারণত জুন-জুলাই মাসে খারিফ শস্য চাষ করা হয়।
৩)জলসেচ: রবি শস্যের চাষ সম্পূর্ণ ভাবে জলসেচের ওপর নির্ভরশীল।অন্যদিকে, খারিফ শস্যের চাষ সম্পূর্ণভাবে বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল।
৪)মৌসুমী বায়ুর প্রভাব: উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর আগমন কালে রবি শস্য চাষ করা হয়।অন্যদিকে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আগমন কালে খারিফ শস্য চাষ করা হয়।
৫)কৃষি অঞ্চল: কেবলমাত্র সেচ সেবিত অঞ্চলে রবিশস্য চাষ করা। অন্যদিকে, ভারতের প্রায় সর্বত্রই খারিফ শস্য চাষ করা হয়।
৬)উদাহরণ: গম, সরষে, আলু ইত্যাদি হল রবিশস্যের উদাহরণ।অন্যদিকে, ধান, পাট ইত্যাদি হলো খারিফ শস্যের উদাহরণ।
খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য | রবি শস্য ও খারিফ শস্য
বিষয় | খরিফ শস্য | রবি শস্য |
ধারণা | বর্ষাকাল বা দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমনকালের ওপর ভিত্তি করে ভারতে যেসব শস্য চাষ করা হয়, সেই সমস্ত শস্যগুলি খরিফ শস্য নামে পরিচিত। | শীতকালে বা উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর আগমনকালে ভারতে যেসব শস্য চাষ করা হয়, সেই সমস্ত শস্য রবি শস্য নামে পরিচিত। |
চাষের সময় | বর্ষার প্রারম্ভে অর্থাৎ জুন-জুলাই মাসে এগুলির চাষ শুরু হয়। | শীতের প্রারম্ভে অর্থাৎ অক্টোবর-নভেম্বর এগুলি চাষ করা শুরু হয়। |
ফসল কাটা বা তোলার সময় | শীতের শুরুতে অর্থাৎ নভেম্বর মাসে এইসব ফসল কাটা বা তােলা হয়। | শীতের শেষে বসন্তকালে বা গ্রীষ্মের প্রারম্ভে (মার্চ-এপ্রিল) এইসব ফসল কাটা বা তােলা হয়। |
আবহাওয়া | চাষের সময় উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার প্রয়ােজন। | চাষের সময় শীতল ও শুষ্ক আবওহাওয়া প্রয়ােজন। |